নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ রাগ ও দাগ

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯



রাজিব ছোট বেলা থেকেই একটু রগচটা টাইপের । খুব জলদিই তার রাগ উঠে যায় । এই নিয়ে তার অনেকের সাথেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে । বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই যে রাগারাগী করে । ক্ষুদ্র কারনেই তার রাগ উঠে যায় । যদিও পরে সে তাদেরকে সরি বলে কিন্তু নিজের রাগটা কিছুতেই নিয়ন্ত্রন করতে পারে না । অনেকের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই রাগের কারনে ।

একদিন তার বাবা তাকে ডেকে অনেক বোঝালো । রাজিব নিজেও সেটা বুঝলো কিন্তু তার বাবাকে বলল
-বাবা আমি জানি আমি কাজটা ঠিক করছি না কিন্তু আমি কোন ভাবেই আমার রাগটা নিয়ন্ত্রন করতে পারি না ।

রাজিবের বাবা কিছুক্ষন চিন্তা করলো তারপর ঘরের ভেতরে চলে গেল । কিছু সময় পরে ফিরে এল একটা হাতুড়ি আর এক বাক্স পেরেক নিয়ে । তারপর রাজিবকে নিয়ে চলে গেল বাইরে । তাদের বাড়ির সামনের দেওয়ালের দিকে নির্দেশ করে বলল
-আজ থেকে তোমার যখনই রাগ উঠবে তখনই এই দেওয়ালে একটা করে পেরেক পুতে দিবে । ঠিক আছে ?
-আচ্ছা !

রাজিব তাই করতে শুরু করলো । যখনই তার রাগ উঠতো তখনই সে দেওয়ালে একটা করে পেরেক পুতে দিতো । প্রথম কয়েক দিনে লক্ষ্য করলো যে অনেক বেশি সংখ্যাক পেরেক সে পুতে ফেলেছে । কিন্তু যতই দিন যেতে লাগলো রাজিব একটা ব্যাপার লক্ষ্য করলো পেরেক সংখ্যা দিন দিন কমছেই । একটা সময়ে এমন একটা সময় এল যে রাজিব পুরো একটা দিনই দেওয়ালে একটা পেরেকও পুতলো না । বাবার কাছে গিয়ে বলল
-বাবা আজকে আমি আজকে একবারও রাগ করি নি একটা বারও আমি আমার নিয়ন্ত্রন হারাই নি ।
-দ্যাটস গুড । এখন তাকিয়ে দেখো কতগুলো পেরেক তুমি দেওয়ালে পুতেছো ? এবার তুমি একটা দিন রাগ ছাড়া পার করবে তখন একটা করে পেরেক দেওয়াল থেকে তুলে ফেলবে । ঠিক আছে ?

রাজিব তাই করতে লাগলো । দিনের পর দিন রাগ ছাড়া পার করতে লাগলো । এবং একটা সময়ে চলে এল যে দেওয়ালের সব পেরেক সে তুলে ফেলল । যথারীতি বাবার কাছে গিয়ে বলল
-দেখো আজকে আমি আমার রাগ একেবারে নিয়ন্ত্রনে নিয়ে এসেছি । দেওয়ালে দেখো কোন পেরেক নেই ।

রাজিবের বাবা বলল
-কিন্তু তাকিয়ে দেখো তুমি কি করেছো ?
রাজিব তাকিয়ে দেখলো পুরো দেওয়াল জুড়ে কেবল ছিদ্র আর আর ছিদ্র !
রাজিবের বাবা তখন বলল
-যখন তুমি রাগের মাথায় কাউকে কিছু বল তখন সে সব সময় একটা দাগ রেখে যায় । ঠিক এই দেওয়ালের মত । তুমি যে কাউকে কষ্ট দিতে পারে রাগের মাথায় আবার তাকে সরিও বলতে পারো কিন্তু হাজার বার সরি বললেও দাগটা থেক্বেই যাবে ।


শারীরিক আঘাতের মত মুখের কথাও মানুষকে কষ্ট দেয় ! এবং সেটা আজীবনই একটা দাগ রেখে যায়


গল্প-থিমঃ ইন্টারনেট

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

লেখা পাগলা বলেছেন: সুন্দর লেখা ।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও রাগ একদম নিয়ন্ত্রণে রাখতে পারিনা । এজন্য উদ্ভূত পরিস্থিতিতেও পড়তে হয়েছে!

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: সামনে হয়তো আরও হবে । নিয়ন্ত্রন করতে শিখুন ..।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব সত্যি কথা।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: :) :)

৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: শারীরিক আঘাতের মত মুখের কথাও মানুষকে কষ্ট দেয় ! এবং সেটা আজীবনই একটা দাগ রেখে যায়


কথা সত্যি। এজন্য কাউকে কিছু বলার আগে হিসেব করে বলা উচিত। যদিও আমরা রাগের সময় এসব খেয়াল করে বলি না।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: অনেক সময়ই আমরা সেই কথা চিন্তা করি না !

৫| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

গোধূলির শেষ আলো বলেছেন: গল্পগুলো সুন্দর হইছে ভাই :)


ভাই আপনার কালো ফাইল গল্পটা কি আর লেখবেন না?

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: সময় পাইতেছি না । ঐটা লিখতে গেলে অনেক রিসোর্স লাগে তো তবে একবার যখন শুরু করেছি তখন শেষ করবো একদিন !

৬| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

রিকি বলেছেন: আংরেজি ডা ফড়েচি! B-)

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: :D B-))

৭| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

কানিজ ফাতেমা বলেছেন: চমৎকার উপস্থাপনা । ভাল থাকুন সতত ।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৮| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: সুন্দর উপদেশমূলক গল্প। ধন্যবাদ

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

ঋদ্ধি বলেছেন: রাগ আসলে দুর্বলতা আর হীনমন্মতার বহিঃপ্রকাশ। প্রতিপক্ষ সমকক্ষ বা দুর্বল হলে আমরা রাগ প্রদর্শন করি আর প্রতিপক্ষ শক্তিমান হলে ক্ষোভ পুশে রাখি। দু'ক্ষেত্রেই কাজ করে আমাদের ভিতরকার হীনমন্মতা।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: সত্য :)

১০| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সাজ্জাতুল ইমরান ফয়সাল বলেছেন: দারুন

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮

অপু তানভীর বলেছেন: :):)

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: বাহ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

অপু তানভীর বলেছেন: হহ :D

১২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

খাঁজা বাবা বলেছেন: কপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.