নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

খরগোশ ও কচ্ছপের গল্পের পেছনের আসল রহস্য (খরগোশ যে কারনে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিলো) :D =p~

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০



বনের ভেতর দিয়ে এক ছেলে খরগোশ যাচ্ছিলো । সারা বন জুড়ে তার দ্রুত গতি আর চটপটে চলাচল নিয়ে কথা হয় । সে নাকি খুবই দ্রুত চলতে পারে, তাকে কেউ ধরতেই পারে না । এই নিয়ে খরগোশের গর্বে মাটিতে পা পড়ে না । কিন্তু তবুও খরগোশের মনে সুখ ছিল না । কারন তার এই সুখ কেড়ে নিয়েছিল বনের সন্দরী আর ধীরস্থির এক মেয়ে কচ্ছপ । সেই মেয়ে কচ্ছপকে দেখলে খরগোশের দম যেন বন্ধ হয়ে আসতো । কিন্তু কাউকে সে কিছু বলতে পারতো না । কেবল মুখে বুঝে সহ্য করা ছাড়া তার আর কিছুই করার ছিল না । কারন বাপ দাদার আমল থেকেই খরগোশ আর কচ্ছপেরা কোন দিন এক হতে পারে নি । দুইজন যেন দুই মেরুর বাসিন্দা । তাদের মিলন হবার নয় কোন ভাবেই ।

সেদিনও পথে যেতে যেতে খরগোশের সাথে কচ্ছপের দেখা হয়ে গেল । কথা বলা রজন্য সে কচ্ছপকে জ্বালাতে শুরু করলো, একটু ইয়ার্কি করার ইচ্ছে ছিল তার । কারন খরগোশ জানতো রেগে গেলে কচ্ছপকে দেখতে আরও সুন্দর লাগে । মেয়ে কচ্ছপের ছিল সেই পরিমান আত্মসম্মান । সে তখনই খরগোশ কে চ্যালেন্স বসলো । দৌড় প্রতিযোগিতা হবে । দেখা যাক কে জিতে ! কিন্তু খরগোশ সেটা চায় নি কিন্তু কচ্ছপ যে ওর ইয়ার্কি এভাবে সিরিয়াসলি নেবে সে সেটা বুঝতে পারে নি । তাই বাধ্য হয়ে যে দৌড় প্রতিযোগিতা করতে রাজি হল ।
পুরো জঙ্গল এসে হাজির । সবাই প্রস্তুত ।

পেঁচা বাশি বাজিয়ে দৌড় শুরু করে দিল । খরগোশের যে গতি, সে এক মিনিটেই চলে গেল অর্ধেকের বেশি । তারপর গাছের আড়ালে বসে পড়লো তার প্রিয়তমাকে দেখার জন্য । সে চাইলে তখনই ফিনিং লাইনের কাছে চলে যেতে পারতো কিন্তু এমনটা করলে তার মনের মানুষটি সারা জীবন ছোট হয়ে যাবে । সে তার ভালবাসার মানুষটিকে সবার সামনে তো ছোট করতে পারে না । তাই সে বসেই রইলো । অপেক্ষা করতে লাগলাম কখন তার মনের মানুষ তাকে ক্রশ করে চলে যাবে । শেষে যখন কচ্ছপের দেখা পেল তখন ও চোখ বুঝে খানিকটা ঘুমের ভান করলো । কচ্ছপ ভাবলো খরগোশ বুঝি ঘুমিয়ে রয়েছে কিন্তু তখনও কান পেতে কচ্ছপের পায়ের আওয়াজ শুনছিল । কচ্ছপ চলে যাওয়ার পরে খরগোশ আবার চোখ মেলল । চাইলে তখনও সে এক নিমিষেই কচ্ছপকে টপকে যেতে পারে কিন্তু সে গেল না । কেবল তার মনের মানুষটিকের দিকে তাকিয়ে রইলো । তাকে জিততে দিল ।

ভালবাসার জন্য খরগোশ সব কিছু ত্যাগ করে দিল । সব থেকে দ্রুত গতির প্রানীর হয়েও ধীর গতির প্রাণির কাছে হেরে গেল । নিজের গৌরবের জিনিস টা ভালবাসার জন্য ত্যাগ করে দিল !

:D

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

একটি পেন্সিল বলেছেন: সুন্দর

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: গুল্লি মারি ভালোবাসার।এই ভালোবাসা কেবল খরগোশের দুয়ারে দুয়ারে ঘোরে।আমারে চোখে পড়ে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: কেন পড়ে না চোখে ?

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

অভি চৌধুরী বলেছেন: সুন্দর বলেছো তুমি, ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ। আত্মার মানুষের কাছে কিসের আবার আত্মসন্মান।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: সত্য

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: এবং এই কচ্ছপ-খরগোশের পরিচিত গল্পেও অপু তানভীর রোমান্স নিয়ে আসলো।

বেচারা খরগোশকে হারিয়ে দিয়ে হলেও নিজের ধারা অব্যাহত রাখলো। X(

যাউকজ্ঞা - ভাল লাগছে নতুন স্টাইলটা। ২য় প্লাস।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

দিগন্ত জর্জ বলেছেন: কচ্ছপ কোনদিন জানতেও পারলো না, খরগোশ তার জন্য কত বড় ত্যাগস্বীকার করলো।
পুরাতন গল্পের নতুন কাহিনী ভাল লাগলো। গল্পে প্লাস।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

অপু তানভীর বলেছেন: কোন দিন জানলোও না !! আফসোস !!

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: রোমান্স। ভালো পাইছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: সব কিছুর পেছনেই আসল কারন ইহাই !!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

চেনা পথের অচিন পথিক বলেছেন: খরগোশ হয়ে কচ্ছপের সাথে প্রেম :-B :-B :-B
.
.
কেমনে কি ভাই যাই হোক খুব ভালো লাগল
.
.
ভিন্ন ধর্মী কাহিনী

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

অপু তানভীর বলেছেন: ইহাই আসল কাহিনী :D

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

আনু মোল্লাহ বলেছেন: অতিশয় রোমান্টিক :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

অপু তানভীর বলেছেন: একটু বেশিই :D

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: রোমান্টিসিজম তখনই থাকে, যখন পরিণতি যৌন সম্পর্কের দিকে আগায়। খরগোশ এবং কচ্ছপের মধ্যে যৌন মিলন সম্ভব নয় বিধায় এ গল্প ততোটা আবেদন তৈরি করতে পারেনি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

অপু তানভীর বলেছেন: সব কিছু সবার কাছে আবেদন তৈরি করে না !

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

জুবায়ের সোহেল বলেছেন: মাইরালা :D ;) B:-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

অপু তানভীর বলেছেন: :D

১১| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪১

ইয়াসির মাহমুদ বলেছেন: অদ্ভুত চিন্তা

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৬

অপু তানভীর বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.