নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন মানুষ, সাধারণ চিন্তা

রেজা শাহ্‌

আমি তো এই আমি ব্রহ্মপুত্র বিধৌত পুত্র

রেজা শাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

Prescription

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৯



কলিজাকে ডাক্তার দেখিয়ে Prescription নিলাম ।

মোবাইলে Prescription এর ছবি তুলে ফার্মেসিতে গেলাম ঔষধ কিনতে।

বল্লো হবে না,
অরিজিনাল Prescription ছাড়া কোন মতেই ঔষধ দিবেন না ।

না তো নাই।

= বাসায় আছে, পরে দিয়ে যাই ?
= না, হবে না । কুড়ালের কুপ খামু তবুও Prescription ছাড়া ঔষধ দিমু না।।

= ছেকা খেয়ে বেকা হয়ে ফেরত আসলাম।

বাসায় এসে ফটোকপি পকেটে রেখে Original Prescription দিয়ে বাচ্চার জন্য ঔষধ কিনলাম ।
২ মিলি করে ৮ ঘন্টা পরপর ৭ দিন খাওয়াতে হবে।।

১ দিন মাত্র খাওয়াইছি।

সহজ সরল (পড়ুন বেক্কল) মহিলা ঔষধটি টেবিলের উপর রেখে রান্না ঘরে গিয়েছেন তরকারি ঘুটা দিতে ।। (ঐ দিন তরকারিতে ঝাল বেশি হইছিলো) ।

ঘুটা শেষে এসে দেখেন পুরো ঔষধের বোতল মেঝেতে ঢেলে কলিজায় পিছলা খেলতেছে।।
কেমুনডা লাগে কন???

কি করি, কি করি!!
Prescription যে one time use.

আবার ফার্মেসিতে গিয়ে হাতে পায়ে ধরলাম।।
but, নো ওয়ে।

আবার ডাক্তার দেখাও, original Prescription দিয়ে ঔষধ নিয়ে যাও । না হলে রাস্তা মাপো।

ডাক্তারের চিতা (Appointment) পেতে আবার মিনিমাম ৭ দিন।
এতদিনে অসুখ পুয়াতি হয়ে বাচ্চাও ডেলিভারী দিবে।

কি করি, কি করি।

অফিসে এসে ফটোকপির উপর নতুন কলম দিয়ে ডাক্তরের সাইন ওভার রাইটিং করে নকল করলাম ।
(নিজের কলিজা বলে কথা)

অফিসের পাশে একটা ফার্মেসি আছে যেখানে একজন সহজ সরল (পড়ুন বেক্কল) টাইপের ফার্মাসিস্ট (নাম হামযাহ্) এর কাছে ভয়ে ভয়ে নিয়ে গেলাম। (অন্তরে ডর; ধরা খাইলে এতদিনের ইজ্জত পকাত)

হামযাহ একটু সন্দেহ করলেও রেগুলার কাস্টুমার বলে অবিশ্বাস করলো না।
পাহলভী এটি ডুপ্লিকেট করতেই পারে না। য়ুহু....

দিয়ে দিলো।

এ নিয়ম শুধু ফরেনারদের জন্য।।

যারা রেগুলার ঔষধ কিনেন তাদের ঘটনা শুনতে চান??

ওকে, সংক্ষেপে বলছি। পারলে শেয়ার দিয়েন।

এখানে বসবাসরত সকল প্রানীর একটা করে মেডিকেল কার্ড আছে।

সেই কার্ড সকল রেজিস্টার্ড ডাক্তার+সকল ফার্মেসী+সকল ডায়াগোনোস্টিক ল্যাবের সাথে অনলাইন কানেক্টেড।

মানে,
ডাক্তার যদি রোগীকে একটা কৃমির ঔষধ ও লিখে সেটা সকল ডাক্তার+ফার্মাসী+ল্যাব দেখতে পাবে।।

মনে করেন আপনার এইডস হইছে।

ডাক্তার আপনাকে কম্পিউটারাইজড প্রেসক্রিপশন লিখে, কার্ডে ডাটা ইনপুট দিয়ে ল্যাবে পরিক্ষা করতে পাঠাবে ।
আপনি ল্যাবে গিয়ে যদি বলেন আমি যক্ষার টেস্ট করামু তাইলে আপনেরে এমন উষ্ঠা দিবো যে পরে পাইলস এর চিকিৎসা শুরু করতে হবে।।

ল্যাবওয়ালারা আপনার কার্ড চেক করে পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্টের হার্ড কপি দিবে + সেই কার্ডে ডাটা ইনপুট দিয়ে আপনাকে বলবে আদিঅস (মানে বিদায়)।

তারপর সেই পূর্বের ডাক্তার আপনার অবস্থা বুঝে ঔষধ কার্ডে ও কাগজে ইনপুট করে বলবে আদিঅস (মানে বিদায়) ।

আপনি তখন সেই মেডিকেল কার্ড নিয়ে পৃথিবীর (বাংলাদেশ ব্যাতীত) যেকোন ফার্মাসীতে গিয়ে বলবেন কাক্কু আমাকে ঔষধগুলো দিনতো ।

কি ঔষধ দিবে তার নামও আপনার বলার দরকার নাই।
ফার্মাসিস্ট আপনাকে সঠিক মাপ ও ডাক্তারী পথ্যমত ঔষধ দিয়ে ঔষধের যা দাম হয় তার ৪০% রেখে বলবে আদিঅস (মানে বিদায়) ।
(ঔষধের দাম ৬০% সরকার বহন করে) ।
(কি, বিশ্বাস হয়?)

আর দেখুন,
ময়মনসিংহ সানকিপাড়ার আলামিন সাহেব পাদে ব্যাতিক্রমী গন্ধ পায় বলে ভাতের সাথে তিন বেলা এন্টিবায়োটিক খায়। (ফলে আয়ু কমছে৩০ বছর।)

বলে রাখা ভালো,
ওরা প্যারাসিটামল ও কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়াই দিচ্ছে।

ওদের,
এখানে একেকটা ফার্মাসিস্ট (ফার্মাসীর দোহানদার) একেকজন ডাক্তারের চেয়ে কোন অংশে কম নয়।

আর,
আমার বন্ধুর তিন নাম্বার বৌ এর সৎ মায়ের পুলা বড় পাদি নেতা বলে আমি (আমি না) একটা ফার্মাসী খুলছি তো বটেই, পারলে ঘরে বসে বসে ক্যান্সারের ঔষধ ও বানাই।

=এই পোস্ট লেখতে লেখতে সারা বিডির মুড়ে মুড়ে বুইত্তা বুইত্তা ফার্মাসিস্টরা(!) কতশত এন্টিবায়োটিক ব্যবসা করে যে মানুষের আয়ু কমাচ্ছে তার ইয়াত্তা নাই ।

ফলাফলঃ

ওরা,
জন্মের ১ম দিন থেকে ৯০ বছরের বুড়া মানে মৃত্যু পর্যন্ত তার জীবনে যতগুলো-
১) ডাক্তার চিকিৎসা করছে তার রেকর্ড আছে,
২) কি কি ঔষধ খাইছে তার রেকর্ড আছে,
৩) কি কি পরিক্ষা নিরীক্ষা করছে তার রেকর্ড আছে,
৪) কি কি টীকা পুস করছে তার রেকর্ড আছে,
৫) সরকারের কত টাকা খাইছে তার রেকর্ড আছে,
৬) ভবিষ্যতে তার বাচ্চা কিরকম হতে পারে তা ধারনা করতে পারে,
৭) কোন ডাক্তারের চিকিৎসায় কি ফল হচ্ছে তা মূল্যায়ন করতে পারে,
৮) ভুল ঔষধ বা ভুল চিকিৎসা সম্পূর্ন দূর হয়েছে।
৯) রিপ্রেজেনটেটিভ কি জিনিস এরা জানে না। আরোও আছে.....

আমরাঃ
ধুকে ধুকে অকাল মৃত্যু।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৩

সেতুর বন্ধন বলেছেন: পোস্টে ভাল লাগা। এমনটা আমাদের দেশে কল্পনা করাও ভুল।

২| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্টে ভালো লাগা।

আসলেই আমাদের দেশের সাথে অন্যান্যা দেশের কত পার্থক্য । আমাদের দেশ এতটাই স্বাধীন , যার যেমন ইচ্ছে করে যাচ্ছে :(

৩| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: কি যে বলেন দেশ এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে ইউরোপ আমেরিকা থেকে এইদেশে আসবে চিকিৎসা করানোর জন্য।
লেখা ভাল লেগেছে।

৪| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:

লেখার হিউমারটা বেশ ভালো লেগেছে ।

৫| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকাতেও প্রেসক্রিপশন ছাড়া জেনেরিক ঔষধ পাওয়া যায় না।
ব্যাথার, এন্টিহিষ্টামিন ইত্যাদি প্রেসক্রিপশন ছাড়া এমনিতেই কেনা যায়।
প্রেসক্রিপশন একটি নির্দিষ্ট ফার্মেসিতেই পাঠানো হয়, ডাক্তার দেখানোর সময়ই পছন্দের/কাছের ফার্মেসি জানতে চাওয়া হয়।
ঔষধ রেডি হলে ফার্মেসি থেকে ফোন করবে ঔষধ নিয়ে যেতে। প্রেসক্রিপশন/কাগজ নিয়ে বাড়াবাড়ি করে না, দেখতেও চায় না। সব তাদের কাছে অনলাইনে ডিটেইল আছে।
নাম/বয়স/ কোন ইনশুরেন্স ইত্যাদি মুখে বললেই হয়। খুব বিরল ক্ষেত্রে প্রেসক্রিপশন না, আইডি/ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়।
বেশিরভাগ ক্ষেত্রে ইনশুরেন্স কম্পানি ঔষধ মুল্য বহন করে।

৬| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: আমার মাকে ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু সেই ওষুধ কোঠাও খুঁজে পাচ্ছি না।

৭| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কইয়ের না ভায়া!
কইলজা হাডি যায়!

মনে অয় ভিনগ্রহী নরকে আছে!

ডরে ডাক্তারের কাছেই যাই না। আর উপায় নাই গোলাম হোসেন টাইপ ঠেকায় পড়ইরা যদিবা যাওন লাগে
সোবাহানাল্লা কুল হু আল্লা দমে দমে জপি যাতে মিনিমাম ভদ্দর নোক ডাক্তার কপালে জোটে!
টেষ্টের নামে কমিশনখোর, প্রেস্ক্রিপশনের আড়ালে কোম্পানীর ট্যাকায় বিদেশ ঘুরা ডাক্তর যে কপালে না পরে!

আল্লাহ মালিক। ভালই পাই! একটা দুইটা অষুধ দেয়। এন্টি না নরমাল। অসুথও ভাল হইয়া যায়।

মেডিক্যাল সিস্টেমটা কপি করতে পারে না স্বাস্থ্য মন্ত্রনালয়!?
মৌলিক মানবিক অধিকারের মানে কবে বুঝবো আমরা? আমরার নেতারা? সরকারেরা!!!!!!!!!????

৮| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কইয়ের না ভায়া!
কইলজা হাডি যায়!

মনে অয় ভিনগ্রহী নরকে আছে!

ডরে ডাক্তারের কাছেই যাই না। আর উপায় নাই গোলাম হোসেন টাইপ ঠেকায় পড়ইরা যদিবা যাওন লাগে
সোবাহানাল্লা কুল হু আল্লা দমে দমে জপি যাতে মিনিমাম ভদ্দর নোক ডাক্তার কপালে জোটে!
টেষ্টের নামে কমিশনখোর, প্রেস্ক্রিপশনের আড়ালে কোম্পানীর ট্যাকায় বিদেশ ঘুরা ডাক্তর যে কপালে না পরে!

আল্লাহ মালিক। ভালই পাই! একটা দুইটা অষুধ দেয়। এন্টি না নরমাল। অসুথও ভাল হইয়া যায়।

মেডিক্যাল সিস্টেমটা কপি করতে পারে না স্বাস্থ্য মন্ত্রনালয়!?
মৌলিক মানবিক অধিকারের মানে কবে বুঝবো আমরা? আমরার নেতারা? সরকারেরা!!!!!!!!!????

৯| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: রেজা শাহ্‌ ,




জীবন মরন নিয়ে একটা আকাশ পাতাল প্রভেদ বেশ রসিয়ে রসিয়ে আমাদের দেশীয় প্রেসক্রিপশানের মতো করে লিখে গেলেন.............

১০| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪৯

আনমোনা বলেছেন: বাংলাদেশ থেকে সদ্য আগত বন্ধুকন্যার জ্বর। ডাক্তার দেখালে শুধু টাইলানল দিয়ে বিদায় করলো। বলে দিলো কি কি লক্ষন দেখা দিলে আবার যেতে হবে, নতুবা তিন দিন অপেক্ষা করতে হবে জ্বর সারার জন্য। বন্ধু খুবই চিন্তিত। শুনলাম মেয়ের জ্বর হলে কখনো আ্যন্টিবায়োটিক ছাড়া সারেনা। সে বাংলাদেশ থেকে আনা খুবই শক্তিশালী, আবার বলছি খুবই শক্তিশালী আ্যন্টিবায়োটিক দিতে চাইলো। কি বলি, বাপের মন। তবু বললাম ডাক্তারের উপর ভরসা করতে। তিনদিন পার হয়ে ঠিক চার দিনের দিন জ্বর সেরে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.