নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রেজা ঘটক

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩


ছবিঃ একদিন রেজা ভাইয়ের সাথে দেখা পরীবাগের কাছে। তিনি শাহবাগ যাচ্ছিলেন। সাথে ক্যামেরা ছিল বলে অনুরোধ করে এই ছবিটা তুলে নিয়েছিলাম। ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারী, শুক্রবার।

আমাদের রেজা ঘটক ভাইয়ের জন্মদিন আজ।
রেজা ভাই দশ বছরের বেশি সময় ধরে সামুতে আছেন। এই দশ বছরে ৮০০ টি পোষ্ট দিয়েছেন। তিনি আগাগোড়া একজন সংস্কৃতিমনা মানুষ। প্রিয় মানুষদের সাথে খুব আড্ডা দেন তিনি নিয়মিত। প্রচুর মুভি দেখেন, খুব গান শুনেন। লেখালেখিও করছেন অনেকদিন ধরে। তার ছোট গল্প গুলো আমার খুব পছন্দ। তিনি নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকা আর অনলাইন নিউজ পোর্টাল গুলোতে নিয়মিত লেখালেখি করেন। লেখালেখি আর ঘুরে বেড়ানো তার নেশা। রেজা ভাই প্রচন্ড প্রানবন্ত এবং হাসি খুশি একজন মানুষ। তার মুখে সব সময় হাসি লেগেই থাকে। তার গলাতে বেশির ভাগ সময় একটা গামছা থাকে। এই গামছা তিনি সব সময় কেন গলায় পেচিয়ে রাখেন কে জানে !


রেজা ঘটকের জন্ম ১৯৭০ সালে। গ্রামের বাড়ি পিরোজপুরে। গ্রামের নাম বানিয়ারি। কৈশোর কেটেছে গ্রামে। তারপর থেকে ঢাকায় বসবাস। অর্থনীতিতে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স করেছেন। রাজধানী ঢাকায় মানুষের বাসায় বাসায় ডিসের লাইন লাগানোর কাজ দিয়ে চাকরি জীবনের শুরু। এরপর অসংখ্য প্রতিষ্ঠানে নানান রকম কাজ করেছেন। চাকরির উপর চরম বিরক্তি নিয়ে চাকরি ছেড়ে দেন এবং মনে সিদ্ধান্ত নেন আর চাকরি করবেন না। এখন তিনি স্বাধীন। ইচ্ছা হলে অথবা কেউ বিশেষ অনুরোধ করলে ফ্রি ল্যান্স কাজ করেন। গত এক যুগ ধরে তিনি চলচিত্র ও নাটক নির্মাণের সাথে যুক্ত আছেন। অসংখ্য নাটকের স্ক্রিপ্ট লিখেছেন। তার প্রকাশির বইয়ের সংখ্যা পনের টি।



এক সাক্ষাৎকারে একবার রেজা ভাইকে প্রশ্ন করা হয়েছিল- গল্প লেখার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। একটি ঘটনা বা অভিজ্ঞতা কি করে আপনি গল্পে রূপান্তর করেন? গল্পগুলোতে আপনার ব্যক্তিগত ছাপ কিভাবে এসেছে?
উত্তরে রেজা ভাই বলেছেন, একবার লোকাল বাসে ঢাকা থেকে সিরাজগঞ্জ গিয়েছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে একদল মুরগিবিক্রেতা সেই বাসে উঠলেন। তাদের সঙ্গে মুরগি ছিল। কিছু মুরগির খাঁচা বাসের ছাদে তোলা হল। কিছু বাসের ভেতর ওঠানো হল। তাদের কয়েকজন ছাদে উঠলেন, কয়েকজন বাসের ভেতরে রড ধরে দাঁড়ালেন। মুহূর্তে গোটা বাস মুরগির গন্ধে ভরে গেল। এখন এই ঘটনার আমি প্রত্যক্ষ সাক্ষি না হলে চলন্ত বাসের ভেতরে মুরগির গন্ধ কেমন তা কিন্তু বুঝতাম না। এমনিতে আমি গ্রামের পোলা। নিজেও মুরগি পালতাম। কিন্তু দীর্ঘদিন শহরে থাকার কারণে মুরগির সেই গন্ধ কিন্তু হুট করেই আমার মনে পড়ার কথা না। অবশ্যই ব্যক্তিগত অভিজ্ঞতা গল্প লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ উৎস। সেই উৎস কে কতোটা দক্ষভাবে গল্পে প্রয়োগ করতে পারেন, সেটাই দেখার বিষয়।



রেজা ঘটকের প্রথম উপন্যাস 'মা'। এই উপন্যাসের প্রচ্ছদ তিনি নিজেই করেছেন। তার এই উপন্যাসে ভূগোল আছে। ইতিহাস আছে। অর্থনীতি আছে। বিজ্ঞান আছে। ধর্ম আছে। রাজনীতি আছে। পরিবেশ আছে। ন্যাচারাল ডিজেস্টার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে। দুর্ভি আছে। ষড়ঋতু আছে। দেশ বিভাগ আছে। হিন্দু-মুসলিম দাঙ্গা আছে। ভাষা আন্দোলন আছে। সামরিক শাসন আছে। জাতীয় নির্বাচন আছে। মুক্তিযুদ্ধ আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। জাতীয় ও পারিবারিক শোক আছে। আর আছে কিছু নির্মোহ সত্যের অনুসন্ধান।



তার নির্মিত প্রথম সিনেমা 'হরিবল'। খুব শ্রীঘই সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছি। এই সিনেমাটি তৈরি করতে গিয়ে তিনি প্রচুর পরিশ্রম করেছেন। সংখ্যালঘু প্রান্তিক পরিবারের সমাজ দ্বারা নীপিড়নের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'হরিবোল'। পাশাপাশি প্রান্তিক গ্রামের কৃষ্টি ও ঐতিহ্য 'হরিবোল' ছবিতে নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুভি সম্পর্কে রেজা ঘটক বলেন, 'ফারাক্কা বাঁধের পর পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় বলেশ্বর নদ ও তার শাখা-প্রশাখাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। বলেশ্বর নদের তীরবর্তী জনপদের সেই দুঃখ-দুর্দশা, হতাশা-প্রত্যাশা, ভালোবাসা ও প্রচলিত জীবনযাপন 'হরিবোল' ছবি'র প্রেক্ষাপট।'



রেজা ভাইয়ের যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে তা হলো, কোনো শিল্পী, কবি বা সাহিত্যিক অসুস্থ হলে তিনি সবার আগে দৌড়ে যান। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার। সবচেয়ে বড় কথা মানুষটা তার দেশকে অত্যাধিক ভালোবাসেন। এই যে হোঙ্গিংগা, সংখ্যালঘুদের উপর হামলা, কোটা আন্দোলন ইত্যাদি সব বিষয় নিয়ে দেশের মানুষের প্রতি তার সীমাহীন ভালোবাসা তার প্রতিটা লেখায় প্রকাশ পায়।



রেজা ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তার জন্য এক আকাশ শুভ কামনা।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০

ওমেরা বলেছেন: চেহারা সুরুত দেখে তো মনে হয় সে নিজেই বিয়ে করে নাই, সে আবার ঘটক হল কি ভাবে !!

আচ্ছা, সেদিন না আপনি কত আক্ষেপ করে বল্লেন, কোন ব্লগারের সাথে আপনার এ পর্যন্ত দেখা হয় নাই ? এটা তো সাদা মিথ্যা না।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: না, ভুল বলেছি।
রেজা ভাইকে চিনি।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: তবে রেজা ভাই ছাড়া আর কাউকে চিনি না।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

সৈয়দ তাজুল বলেছেন: ওমেরা আপুর উত্তর দেন!

একজন পুক্ত ব্লগারের সাথে সাক্ষাত করেও অতৃপ্ত কেন মিয়া ভাই?

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: তার সাথে আমার মাঝে মাঝে রাস্তায়, বইমেলায় দেখা হয়। বছরে দুই একবার।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

তারেক ফাহিম বলেছেন: রেজা ভাইয়ের জন্মদিনের শুভ্চ্ছো।
রেজা ভাইর জন্য শুভকামনা।
রেজা ভাইর সম্পর্কে জানতে পেরে ব্লগার রাজিবনুরকে ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

সেতুর বন্ধন বলেছেন: শুভ জন্মদিন রেজা ভাই।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

সৈয়দ তাজুল বলেছেন: শুভ জন্মদিন...]

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

সৈয়দ তাজুল বলেছেন:

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

তার ছিড়া আমি বলেছেন: আমারও মনে হচ্ছে আপনি কোন এক পোষ্টে লিখেছেন, কোন ব্লগারের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় নাই। তাহলে কি আপনি মিথ্যুক?

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: আসলে রেজা ভাইয়ের সাথে খুব দেখা সাক্ষাত হয় না। গত পাঁচ বছরে হয়তো দুইবার দেখা হয়েছে। তাও এক দুই মিনিটের বেশি কথা হয়নি।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: শুভ জন্মদিন

৯| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

মাআইপা বলেছেন: “রেজা ঘটক” নামটা চেনা কিন্তু জানা হয়নি কখনো।
একজন গুণী ব্লগারের প্রতিভা নিয়ে লেখার কারণে আমরা নতুনেরা তা জানলাম। রাজীব নুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা।
ওনার চেহারায় একটা ব্যাপার আছে .............

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

১০| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪

তার ছিড়া আমি বলেছেন: জনদরদী, দেশদরদী রেজা ঘটক ভাইকে শুভ জন্ম দিন।

১১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

মহসিন ৩১ বলেছেন: পরিচিত হতে চাইলে উদ্দেশ্য... এবং পরে হচ্ছে গিয়ে বিধেয়; নইলে পরে গ্লাসনস্ট !

১২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: রেজা ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


রেজা ঘটকের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ, উনার সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হলো।

তিনি অনেক কিছু করছেন; উনার সিনেমাটি জনপ্রিয় হোক, এই কামনা রলো।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি পোস্টের মন্তব্যর উত্তর দেন না। তাই উনার পোস্ট পড়ি না সচরাচর...

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ব্যস্ত মানুষ। তবে একেবারেই যে মন্তব্যের উত্তর দেন না তা না।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এই সেই রেজা ভাই, খুব ভালো লাগলো। ওনার ঐ সিনেমা হরিবল নিয়ে একদিন পোস্টে পড়েছিলাম, আর্থিক ব্যাপার নিয়ে। জন্মদিনের শুভেচ্ছা রইল। এমন একটা পোস্টেরর জন্য রাজিব ভাইকে অসংখ্য ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: রেজা ঘটক ভাই সম্পর্কে জেনে ভাল লাগলো। ধন্যবাদ রাজীব ভাই।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৭

জাহিদ অনিক বলেছেন:


রেজা ঘটককে জন্মদিনের শুভেচ্ছা -

১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৯

ধ্রুবক আলো বলেছেন: রেজা ভাইয়ের জন্য এক আকাশ শুভ কামনা।

২০| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুজনের জন্যই শুভ কামনা।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট। ভালো লাগলো। আমার সাথে কোন ব্লগারের আজ পর্যন্ত দেখা হয়নি। দেখার হবার কোন সম্ভাবনাও নেই।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: আপনি থাকেন কই?
মালোশিয়া? কানাডা? যেখানেই থাকেন না কেন আমি নিজে গিয়ে দেখা করে আসবো।

২২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রাজিব ভাই আপনাকে ধন্যবাদ রেজা ভাইকে নিয়ে লেখার জন্য । উনার জন্মদিনে উনাকে অনেক শুভেচ্ছা । বইমেলায় উনাকে নিয়মিত দেখেছি এক রঙ্গা এক ঘুড়ির স্টলে । তবে কথা হয়নি কখনও । দুজনের জন্যই শুভ কামনা ।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: এরপর দেখা হলে কথা বলবেন উনি খুব আন্তরিক মানুষ। খুব আড্ডাবাজ ।

২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: রেজা ঘটককে জন্মদিনের শুভেচ্ছা, আর আপনাকে ধন্যবাদ, ওনাকে নিয়ে পোস্ট লিখার জন্য।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন সুস্থ থাকুন।

২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫

*** হিমুরাইজ *** বলেছেন: রেজা ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল।

২৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রেজা ভাইয়ের জন্য একরাশ শুভ কামনা।

২৬| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

নীলসাধু বলেছেন: ভালো লাগা রইলো। পোষ্টটির জন্য শুভেচ্ছা জানবেন।
গতকাল ঘটক দার জন্মদিন ছিল।
চলচ্চিত্রকার কথা সাহিত্যিক রেজা ঘটক আমার খুবই কাছাকাছি একজন মানুষ।
একসাথে আমরা অনেক সময় কাটাই। তাকে আপাদমস্তক ভালো মানুষ বলা ছাড়া উপায় নেই। নিজের বন্ধু বলে বাড়িয়ে বলছি বিষয়টা তা নয়। সত্যি তিনি সাদা মনের একজন ভালো মানুষ। দেশ এবং মানুষের ভালো ছাড়া মন্দ কোনকিছুতে তাকে দেখিনি আমি।

লেখালিখি ঘুরাঘুরি আর চলিচ্চত্র সহ সাংস্কৃতিক সকল কাজে বাদ প্রতিবাদে তাকে পাওয়া যায় সবসময়।

এই ব্লগেও নিয়মিত সে পোষ্ট দেয় কিন্তু অনেকের মন্তব্যের উত্তর দেয় না বলেই অনেক ব্লগারই তার উপর নাখোশ এটা আমি জানি। তারপরেও এই ছোট বিষয়ে তার উপর রাগ বা মন খারাপ করলে আমি মনে করি সেটা অবিচার হবে।

ভালো থাকুন সকলে।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.