নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
গাড়ী যখন বেতন ভোগী ড্রাইভার ছাড়া অন্য কেউ চালায় তখন আপনি কোথায় বসবেন?
গাড়ি আধুনিক জীবনের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস।
মানুষকে বেঁচে থাকার প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে হয়।
ফলে গাড়ি ব্যতীত চলাটা এই জমানায় খুবই কঠিন একটি কাজ এবং অসম্ভব একটি কাজ বটে।
বিষয়টি অনেকের কাছে মামুলী ব্যাপার মনে হতে পারে । কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভদ্রতা। অনেকেই বিষয়টিকে হাল্কা করে দেখেন। কিন্তু এটিকে হাল্কা করে দেখার কোন অবকাশ নেই।
১। ড্রাইভার ব্যতীত ( ড্রাইভার যদি আপনার বেতন ভোগী না হয়) আপনি যদি একমাত্র যাত্রী হন তাহলে আপনি কোন ভাবেই পিছনের সিটে (Back Seat)- এ বসতে পারেন না। এটা খুবই অভদ্রতা।
২। আপনারা দু’জন পাশাপাশি বসেছেন মানে আপনারা দু’জনেই সমান। কেউ কাউকে ছোট ভাবছেন না।একে অপরকে শ্রদ্ধা আর সাম্যের দৃষ্টিতে দেখছেন। সভ্য সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
৩। পিছনের সিটে বসলে এটা বুঝাবে যে, তুমি আমার কর্মচারী আর আমি তোমার বস। আমি তোমার চেয়ে ভালো বা উন্নততর অবস্থানে আছি।
৪। ট্যাক্সিতে আপনি ইচ্ছে করলে ড্রাইভারের পাশে নাও বসতে পারেন। তবে এটা দেশ ভেদে বিভিন্ন রকম হতে পারে। অনেক দেশে ট্যাক্সিতে আপনি ড্রাইভারের পাশে বসলে তিনি ইতস্ততঃ (নিরাপদ বোধ না করা) বোধ করতে পারেন। আবার অনেক দেশে এটা মনে নাও করতে পারেন।
৫। সাধারণতঃ শিশুরা (১০-১২ বছর বয়সীরা) সব সময় পিছনের সিটেই বসে । এটাই নিয়ম।শিশুরা বাবা যদি ড্রাইভ করেন তবে তাদের মা বসবেন তার পাশে।
৬। আপনি যদি নিজে ড্রাইভ করেন আর আপনার ব্যক্তিগত গাড়ীতে যদি আপনার বসকেও কোথাও পৌছে দিতে চান তাহলে আপনার বসের উচিত হবে আপনার পাশের সিটে বসা।আপনি ছোট পদে চাকরি করতে পারেন কিন্তু আপনি তার ব্যক্তিগত ড্রাইভার নন।
৭। বস যদি তার নিজের ব্যক্তিগত কিংবা অফিসিয়াল গাড়ীতে উঠেন এবং তার ব্যক্তিগত ড্রাইভার কিংবা অফিসের ড্রাইভার গাড়ী ড্রাইভ করেন কেবল তখনই বস মহোদয় পিছনের সিটে আয়েশ করে বসতে পারবেন। এটাই ভদ্রতা।
৮। ড্রাইভিং সিটের পাশে বসে আপনি যিনি গাড়ী চালাচ্ছেন তাকে বিভিন্ন দিক নির্দেশনা, জিপিএস এর গতি বিধি, রাস্তার নির্দেশনা দেখে চালানোয় সহযোগিতা করতে পারেন।
৯। আপনার বন্ধু যদি তার ব্যক্তিগত গাড়ীতে করে আপনাকে নিয়ে ঘুরতে যান এবং তিনি নিজে ড্রাইভ করেন তাহলে আপনি অবশ্য তার পাশের সিটে বসবেন। এতে আপনার দুই জনেই সম্মানিত হবেন।
১০। আপনি নিজে ড্রাইভ করলে আপনার শিশুরা পিছনের সিটে বসবে আর তাদের মা আপনার পাশের সিটে বসবেন।
১১। আপনার বাবা-মা, ভাই বোন সহ ড্রাইভ করলে বাবা-মা পিছনের সিটে বসবেন আর আপনার কোন ভাই বা বোন আপনার পাশের সিটে বসতে পারেন।
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রাত্যহিক জীবনের অন্যান্য জিনিসের মত গাড়িও খুবই প্রয়োজনীয় একটা জিনিস ।
যদি ও আমাদের বেশিরভাগ লোকেরই এই জিনিসটা নাই।
আফসোস!
২| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: আগে গাড়ি ছিল বেছে দিসি। এখন বাপেরটা চালাই প্রয়োজন পড়লে। কখনো ড্রাইভার রাখার প্রয়োজন পড়েনি। নিজেই চালাই।
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যদি আপনার সাথে কোথাও যেতে চাই তাহলে আমি কোন সিটে বসবো?
৩| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ঠিক যেখানে বসতে কমফোর্ট সেখানেই বসবেন। আপনার চয়েজকে আমি সম্মান করব।
০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আপনার বাম পাশের সিটে বসতেই স্বাচ্ছন্দাবোধ করব।
কেননা আমি আপনাকে আমার অধীনস্থ কোন ড্রাইভার মনে করছি না।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০১
রানার ব্লগ বলেছেন: আমার গাড়ি নাই এতো সব যন্ত্রনাও নাই । বেশ আছি !!