নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ হাফেজ

২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৯



আল্লাহ হাফেজ।
জয়বাংলা ।
জয়বঙ্গবন্ধু ।
বাংলাদেশ চিরজীবী হোক

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৮

ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশ বা বঙ্গবন্ধুর জয় কামনা করার কারণ কি? আমরা কি কোন ধরণের যুদ্ধে লিপ্ত?
বাংলাদেশের কি মরে যাবার কোন সম্ভাবনা দেখা দিয়েছে?

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কি যে ঘটলো এবার তো তা নিজ চোখেই দেখলেন।

আফসোস!

২| ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১২

এক চালা টিনের ঘর বলেছেন: আল্লাহ হাফেজ মানে কী? ব্লগ ছেড়্ব দিচ্ছেন? যদি তাই হয় তবে দু:খজনক।

অবশ্য ব্লগ ছেড়ে দেয়ার পেছনে কারণও আছে। সস্তা ধর্মীয় পোস্ট, হা হা হি হি, এগুলো তো ব্লগিং হতে পারনা। একজন ছেলে/ মেয়ের নামে খোলা একাধিক নিক থেকে পোস্ট/মন্তব্য করে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লগ বেশ জমজমাট। অথচ বাস্তবে কি একটা বিশ্রী অবস্থা! ব্লগে ভুয়া মাল্টি গুলোর হা হা হি হি তীব্র বিরক্তিকর। ফলে মেইন ব্লগাররা ইন্টারেস্ট হারায় ফেলছে।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আর নতুন কোন পোস্ট দিব না।
তবে মন্তব্য করবো।
আমাদের ধৈর্য ও সহনশীলতা কম।

৩| ২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: আফসোস।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের যে অবস্থা তাতে আফসোস করা ছাড়া আর উপায় কী?

৪| ২৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১১

কামাল১৮ বলেছেন: জীবনের বেশির ভাগ সময় শুনে আসলাম খোদা হাফেজ।শেষ জীবনে এসে শুনতে হয় আল্লা হাফেজ।দুটিকেই বাদ দিতে হবে।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খালেদা জিয়ার ভক্ত আশেকান, জামাত, হেফাজতসহ বেশীর ভাগ আল্লাহওয়ালা পাবলিক বলে- আল্লাহ হাফজে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ ইত্যাদি।

অন্য দিকে ফ্যাসিস্টরা বলেন- খোদা হাফেজ।
খোদা ডাকলে আল্লাহ খুবই নারাজ হন।

৫| ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ কি আপনার মনে কোন কষ্ট দিয়েছে?

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরে না। এটা ভার্চুয়াল জগত। এখানে আমি কেন কষ্ট পেতে যাবো।
আসলে আমার সময় নেই। লেখালেখি করছি প্রচুর।

এছাড়া এরই মধ্যে দেশও ছেড়েছি।


https://www.dhakatimes24.com/2024/10/07/368281

৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

মিরোরডডল বলেছেন:





Bye


১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Thank you so much. See you!

৭| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:২৪

এক চালা টিনের ঘর বলেছেন: মাল্টি ঢাবিয়ান কি আপনারেও টার্গেট করছে?

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরে না।
আমার ওস্তাদ মধুকবি বলেছেন= আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?

৮| ২৮ শে মে, ২০২৪ রাত ১২:১৮

জ্যাক স্মিথ বলেছেন: এই স্ট্যাটাসের মানে কি?

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন মানে নেই।
তবে আপনার লেখার ধার কমে যাচ্ছে দিনে দিনে।
আমি খুবই রাগ করেছি।

আপনার লেখা পাঠ করিয়া পূর্বের ন্যায় আরাম পাওয়া যাইতেছে না।
আফসোস!

৯| ১০ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: কী হলো?

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:










কিছুই হয়নি, স্যার।
আর কোন পোস্ট দিব না।
পত্রিকাতে লিখবো।
আমার বই আসেব বই মেলায় ।


আমার এই লেখাটি পাঠ করতে পারেন। আপনি এক সময় সরকারি চাকরি করতেন।

১০| ২৪ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৩

রাসেল বলেছেন: আফসোস।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক আফসোস!
বড়ই কোমল মতি আমরা ।

১১| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবনার অমিল থাকতেই পারে তাই বলে অভিমানে চলে যাওয়া অপ্রত্যাশিত; এটা আমি কামনা করিনা।

১২| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা এপ্রিলের পোস্ট

আফসোস B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.