নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

বিশ্বসেরা ৫০ শিক্ষকের একজন বাংলাদেশের

২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫০


বিশ্বের শীর্ষ ৫০ জন শিক্ষকের একজন হিসেবে পুরস্কার নিয়েছেন বাংলাদেশের শাহনাজ পারভিন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরাম’ সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ শীর্ষক এ পুরস্কার বিশ্বসেরা এই শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কানাডার শিক্ষক ম্যাগী ম্যাকডোনাল্ড শীর্ষস্থান লাভ করেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুই দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ। আগামী ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা এবারের সম্মেলনের মূল লক্ষ্য ছিল। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ সম্মেলনে অংশ নেন। এ ছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নেন। এ বছর সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ দেওয়া হয়। এই ৫০ জনের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের সঙ্গে বাংলাদেশের বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভিনও ছিলেন। শিশুদের ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখেন তিনি। প্রাথমিক শিক্ষা নিতে শিশুদের ব্যর্থ হওয়ার কারণ নিয়ে তিনি গবেষণা করেছেন। এর আগে ২০১০ সালে বগুড়ার শেরপুর উপজেলার সেরা শিক্ষকের পুরস্কারও পেয়েছিলেন তিনি।সূত্র

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

টারজান০০০০৭ বলেছেন: উনার বিশেষত্ব কি ?

২| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: ভাল তো।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৭

প্রবাসী দেশী বলেছেন: নিশ্সন্দেহে এটি একটি ভালো ও পথ প্রদর্শক খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.