ঝড় বয়ে যাচ্ছে শহরে
ঝুল বারান্দায় তুমি দাঁড়ালে না
খেলা শেষে বিরান মাঠ
জবুথুবু দুটি কাক বিদ্যুতের তারে
ফিসফিসিয়ে কথা বলে; কি বলে
বোঝো পাখিদের ভাষা?
আমাদের এজমালি দিন কেটে যায়
এ পথেই নিরুদ্দেশে গেছে স্বপ্ন ফেরিওয়ালা
স্বপ্নভরা যাদুর বাক্স, মাথায় নকশাদার টুপি
বহু পুরনো ব্যাগপাইপ বাজিয়ে বাজিয়ে
তুমি কি আবার দেখেছিলে?
শুনেছি এ তল্লাটে আরও এসেছিলো
আমি দেখিনি!
হঠাৎ পাগলপাড়া মাতম ঝড়ের
স্নান সেরে তুমি দাঁড়ালে না
আরও ঝড় মাতমের খবর কখনও পাবে না
পেলে তেমনি দাঁড়াতে আজও
আনমনে দেখতে আকাশ; বজ্রপাত মেঘের গর্জন
এসবও উপভোগ্য হতে পারতো
কারণ জেনে গেছো সব তোমার জন্য
এ ঝড় এ তুমুল মাতম বুকে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২২ দুপুর ১২:০৬