আমার মৃত্যুর হাতছানি
প্রেয়সীর তোমার চোঁখে আমার মৃত্যু দেখতে পাই।
তোমার বলে চলা কথার লহরে আমি থেমে যাই।
পড়ে থাকে সত্যজিতের ফেলুদা বা তিন গোয়েন্দা।
পড়ে থাকে কস্ট ম্যানেজেরিয়ালের হিসেব ঠাসা খাতা।
আমায় গোল্লায় নিলে বুঝি তোমার শান্তি হয়?
আমার রাশ তুমি নিয়ে খেলছো তোমার মতো।
এবয়স প্রেমের নয় অভিযানের, ওরা কয়।
অদম্য উন্মাদনায় ভুলে পড়ে প্রেম আছে যতো।
প্রেয়সী আমি... বাকিটুকু পড়ুন
