তেরই নভেম্বর
আমার ঠোঁটে তোমার অধর
তুমি কাঁপছো থরোথর্
কেউ জানলে কি বা ক্ষতি
জানুক তেরই নভেম্বর।
কেউ কারণ হয়ে আসে
কেউ দারুন ভালোবেসে।
আমার ঠোঁট জানে সে ঋণ
তোমার খেয়ালী চুমুর দিন।
আমি নীড় হারালাম ভিড়ে
তুমি নৌকো ভিড়াও তীরে
আমি বাড়াই দুপা ভুলে
তুমি অন্য কাকে ছুঁলে।
তুমি খুলছো খোঁপার চুল
আমি গুনছি আমার ভুল
তোমার নীড়ের প্রতি টান
দেখি জলে তোমার ছায়া
আমি কেবল বেমানান
তাই... বাকিটুকু পড়ুন
