উত্তাল

একদা কথার ফুলঝুরিতে নিজেই অবাক হতাম। নিজের কথাতেও এবং অপরেরও।কথায় কথায় কবিতা, কথায় কথায় আবেগ। মুহূর্তেই আনমনা হয়ে চোখ বুঝে দিবা স্বপ্ন দেখা। আহা ! কষ্টের দিনগুলো পার করে এসে সেই দিনগুলোই আজ মনে হচ্ছে সেই দিনগুলোই সুখের ছিলো।
মানুস আজব প্রানী।