কেয়া - তুমি
তুমি যেন রোদের ভেতর নরম এক আলোর রেখা,
যেন ঝর্ণার কলতানে গাওয়া কোন এক প্রাচীন রেখা।
চোখে তোমার স্বপ্ন জ্বলে, ছায়া-ছোঁয়া আগুন,
চলার পথে পাথর ভাঙো, শোনাও সাহসের অগ্নিবিনা।
তোমার হাসি—একটা বিপ্লব, নরম অথচ তীক্ষ্ণ,
তোমার দৃষ্টি—স্বপ্নের মানচিত্র, এতটাই বিশুদ্ধ, এতটা গভীর।
ভীষণ সুন্দর তুমি, শুধু রূপে নয়—মনের রঙে,
তুমি সাহস, তুমি শপথ, তুমি প্রতিজ্ঞার ধ্বনি।
তুমি হার... বাকিটুকু পড়ুন
