শান্ত সুবেহ ভাংলো ঘুম
ওই কুহু কুহু ডাকে,
কোকিল বেটা গাইছে গান
দেখি জানালাটা খুলে।
উতলা মন বাড়িয়ে দেয়
মোর হৃদয়ের স্পন্দন,
কোমল হাওয়ায় ভরে গেল
মোর হৃদয়েরই অংগন।
কোকিল বেটার সরু ঠোটে
এ যে বসন্তটা দুলছে,
আমার ভাংগা হৃদয়টাও
যেন জোড়ায় মিলিয়ে যাচ্ছে।
একটু দূরে দূর আকাশে
কিছু হলুদ তারা জ্বলছে,
বুঝতে বাকী রইলো না আর
ওহে, বসন্ত ফির আসছে।
আহা! কত প্রতীক্ষায় ছিলাম
আমি কত শত কবির হয়ে,
অশোক ফুল ফুটলো তবে
প্রতিটি মানবের অনুভবে।
আকড়কাটা আকড়ে রবে
এই বসন্তটাকে ঘিরে,
নাযিফাটা মনিমালায়
ভিজবে যে খুব করে।
পলকজুঁই গুনবে যে সে
একটি একটি করে,
বানাবে সে মহুয়ার মালা
দিবে সাথীদের বিলিয়ে।
লাল শিমুলে রাংগাবো
তাহার বাদামী রঙের কেশ
হলুদ রঙের পলাশ ফুলে
মুছবো তাহার ক্লেশ।
পাখিফুলে করবোটা কি
আমি ভেবে না পাই কুল!
কেমেলিয়া গুজে দিবো খোপায়
যেন না যায় খুলে চুল।
আরো গুজবো রক্তকাঞ্চন
তাহার কান ও চুলের ফাঁকে,
সৌন্দর্য যেন না রয় কম
হলুদ শাড়ির অবয়বে।
নাযিফাকে দেখবো আমি
এক সমুদ্র মায়ায় ডুবে,
তাকে বিনে কেউ ঠাই পাবে না
আমার হৃদয়ের মাঝারে।
প্রিয় সহব্লগারগন,কেমন আছেন সকলে?
বাড়ি গিয়েছিলাম আর তাই ব্লগে আসতে পারিনি বলে খুব অভিমান করেছেন আমার উপর না?আমি বুঝতে পেরেছি।কিন্তু কি করবো বলেন গ্রামের নেটওয়ার্কের অবস্থা এতো বাজে বলে বোঝাতে পারবো না।আমি আপনাদের মনে দুঃখ দেয়ার জন্য লজ্জিত।
সর্বদা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই দোয়াই করি আপনাদের জন্য।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮