কেমন চলছে রোজা? =
‘রোজা’ একটি ফারসি শব্দ, যার আরবি প্রতিশব্দ হলো ‘সাউম’ বা ‘সাওম’, যার অর্থ, সংযম। অর্থাৎ, আপনার দৈনন্দিন কার্যকলাপে সংযম চর্চায় সফল হলে তবেই আপনার রোজা স্বার্থক হবে, অন্যথায় নয়।
সংযম যথাযথভাবে পালন হচ্ছে কিনা তার তদারকি আপনি নিজেই করতে পারেন। সে লক্ষ্যে একটি প্রশ্নমালা নিচে দেয়া হল। আপনি নিজেকেই এ প্রশ্নগুলো করুন।
- 'আমি কি কামুক চোখে কোন নারী, বা, (নারীর ক্ষেত্রে) পুরুষের দিকে তাকিয়েছি?
- আমি কি কোন যৌন সুড়সুড়িমূলক মুভি, মুভির কাটপিস, বা নাচগান দেখেছি?
- আমি কি কাউকে ঠকিয়ে, কারো কাজ/ফাইল আটকে রেখে, জোরজবরদস্তি করে, বা এমনতরো পন্থায় অর্থোপার্জন করেছি?
- আমি কি কোনপ্রকার ভূমি দস্যুতায় জড়িয়েছি?
- আমি কি হীনউদ্দেশ্যে মিথ্যা কথা বলেছি, বা সত্য গোপন করেছি?
- আমি কি এর কথা ওকে, ওর কথা একে বলে ফায়দা লুটার চেষ্টা করেছি?
- আমি কি মজুতদারী করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছি?
- আমি কি ঈদের খরচের কথা বলে ঘুষের রেট বাড়িয়েছি?
- আমি কি লোভ-লালসা হতে নিজেকে মুক্ত রেখেছি?' - -
প্রশ্নগুলোর উত্তর পর্যালোচনা করলে আপনার রোজা ঠিকমতো হয়েছে কিনা তা নিজেই আঁচ করতে পারবেন।
সারাদিন লোভলালসা চরিতার্থ করে কেবল তারাবীর নামাজের সময় রোজা কবুল করার জন্য পরম করুনাময়ের কাছে দু'হাত তুলে কান্নাকাটি করলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। তাছাড়া, সারাদিন স্বেচ্ছায় দুই নম্বরী কাজ করে রাতের আঁধারে মাফ চাওয়ারও বা দরকার কি?
HE (Allah) is really smart. Mind it!
শুভকামনা।
এম এল গনি, RCIC/ কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট ও কলামনিস্ট।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:৩৮