মৌমিতা খান যথেষ্ট সৌখিন মানুষ। তার বাসার ছাদ বাগানে দৃষ্টি নন্দন ফুলের বাগান যেমন রয়েছে তেমনি রয়েছে মহিলাদের অবসর সময় কাটানোর লেডিস কর্নার । এর সবচেয়ে সুন্দর দিক হল গোপণীয়তা রক্ষা ও ইচ্ছেমত সময় কাটানো। তার দোতলা দালানের ছাদের অর্ধেকটা অংশ জুরে রয়েছে এই লেডিস কর্নার।
বছর দুয়েক আগে মৌমিতা খান ও তার তিন বান্ধবী যখন শহরের নামী এক রেস্টু রেন্টে বসে পারিবারিক ও ব্যাক্তিগত আলাপে লিপ্ত তখন হঠাৎ করেই তিনি দেখতে পান পাশের টেবিলে বসা দুজন মানুষের চারজোড়া কান তাদের গোপন আলাপ নিভৃতে শুনছে এবং আরও গুপ্তধন পাওয়ার জন্য মানুষ যেমন অস্থির হয়ে উঠে তেমনি উস্থিরতার ভাজ কপালে পড়েছে মানুষ দুটির। এক পলকের জন্য হলেও এটা বঝতে পেরে মৌমিতা খান তাদের জমানো আলাপে পানি ঢেলে উঠে পড়েন এবং তার সঙ্গীদের বলেন এখানে আর নয়।
বাকি তিন বান্ধীর ভ্রুঁ কুঞ্চিত হয় মৌমিতার এহেন আচরণে। পরে মৌমিতা সব খুলে বলেন। বান্ধবীরাতো হেসে গড়িয়ে পড়ে এ ওর গায়ে। আরে বাবা খেমটা নাচে আবার ঘোমটা কিসের। শুনলই বা দু, চারজন তাতে কি এমন আসে যায়।
না আমাদের মাঝে অন্যেদের প্রবেশ মোটেই কাম্য নয়। সেই থেকে ভাবনা শুরু। নিজেদের মত করে আরাম-আয়েশে সময় কাটানো ও গোপনীয়তা রক্ষা করা যায় কিভাবে ? এক রাতে এই নিয়ে মৌমিতা তার স্বামীর সাথে আলাপ করে। অনেক কথার পর সিদ্ধান্ত নেয়া হয় তাদের ছাদেই গড়ে উঠবে সেই কাংক্ষিত লেসিড কর্নার।
মৌমিতা তার স্বামীকে বলেছে তোমরা পুরুষেরা কিন্তু এখানে প্রবেশ ও নাক গলাতে পারবেনা।
শুনে মৌমিতার স্বামী রুদ্র বলল –বুঝেছি তোমরা তোমাদের স্বামী, প্রেমিক আর পৃথীর তাবত পুরুষের বদনাম ও গিবত করার জন্যই এখানে একত্রিত হবে। তা আমাকে কন্তু তোদের এই হিংসাত্মক আক্রমন থেকে বাদ দিও। আমার বদন্যতায়ই কিন্তু গড়ে উঠেছে ব্যতিক্রমী এই লেডিস বকবক হাইজ।
কি বললে ?
না না লেডিস কর্নার।
খুব ঘটা করে উদ্ভধন করা হলো সেই বিখ্যাত লেডিস কর্নার। সবাই মুগ্ধ নয়নে দেখে এর ভিতর ও বাহিরের সৌন্দর্য। যেমন বসার ব্যবস্থা, তেমনি খাওয়ার, হাটাচলার। লাইটিং, ডেকরেসন সব মিলিয়ে অনন্য।
সবাই যখন প্রসংশা করে মৌমিতার মনটা ভরে যায়। সে এর প্রতিষ্ঠাতা ভাবতেই ভাল লাগে।
উদ্ভোধনের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে একজন একজন করে নীজ জীবনের গভীর গোপন অধ্যায় কথন-
আজকে ছিল সায়নার পালা। ভারী সুন্দরী তরুণী। সদ্য বিবাহ হয়েছে। তার কন্ঠ যেমন মিষ্টি তেমনি ব্যবহারও। কিন্তু এমন একজন মেয়ের জীবনেই কিনা ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা যা উপস্থিত সবাইকে অবাক করেছে।
নারী মানেই জীবনের কোন না কোন পর্বে ব্যর্থতার মর্মান্তিক স্পর্শর শীকার ।
ক্রমশ চলবে-
ছবি নিজের তোলা ও নিজের ডিজাইন করা।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫