somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Wong Kar-Wai এর Chungking Express, মুখরিত নগরে একাকীত্বের হাহাকার।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক নগরসভ্যতা সর্বদাই কর্মচঞ্চল। সবাই কাজে ব্যস্ত। নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে ঘনবসতিপূর্ণ নগরীতে মানুষ দিন থেকে রাত ছুটে চলেছে যন্ত্রের ন্যায়। নগরীতে প্রতিদিন কতশত মানুষের বিচরণ, প্রতিদিনই কারও না কারও সাথে মানুষের দেখা হচ্ছে। পরিচয় হচ্ছে।কত মানুষের সংস্পর্শে আসছে সবাই। কিন্তু তারপরও মানুষ একা। এত মানুষের মাঝেও মানুষ একা।সঙ্গীহীনতার হাহাকার তাকে গ্রাস করে। কর্মচঞ্চল নগরসভ্যতার মাঝে মানুষের এই একাকীত্বকে পর্দায় তুলে এনেছেন পরিচালক Wong Kar-Wai তাঁর Chungking Express সিনেমায়।

ছবিটিতে কোনও সুসংহত গল্প নেই। আছে শুধু চরিত্রগুলোর হাহাকার। সঙ্গলাভের তীব্র আকাঙ্ক্ষা। ছবিটিতে দুজন লোকের জীবনকে দেখানো হয়েছে। দুজন লোকের গল্পের কোনও সংযোগ বা মিল নেই।কিন্তু মূলকথা একই। একাকীত্ব। দুটি চরিত্রেরই সঙ্গীর সাথে সম্প্রতি সম্পর্কচ্ছেদ হয়েছে।

প্রথম গল্পে দেখা যায় একজন পুলিশ অফিসার যার নম্বর ২২৩। পাঁচ বছরের পুরনো সম্পর্ক ভেঙে যায় তার পহেলা এপ্রিল। তার ভ্রম হয় হয়তো এটা এপ্রিল ফুলের মতোই কোনও ঘটনা হবে। তাই সে আশায় বসে থাকে হয়তো তার সাবেক প্রেয়সী তার সাথে যোগাযোগ করবে।তাই সে প্রতিদিন অপারেটরের কাছে খোঁজ নেয় তার জন্য কোনও মেসেজ এসেছে কি না। সে মনস্থির করে একমাস অপেক্ষা করবে। প্রেমিকা যদি ফিরে না আসে তাহলে সে সামনে এগিয়ে গিয়ে তার একাকী জীবনের অবসান ঘটাবে। তার এই সিদ্ধান্তকে দারুণভাবে প্রতীকায়িত করেছেন পরিচালক।ছবিতে দেখা যায় চরিত্রটি ত্রিশটি প্রক্রিয়াজাতকৃত আনারসের ক্যান কিনে আনে যাদের সবার মেয়াদ পহেলা মে পর্যন্ত। চরিত্রটি বিশ্বাস করে সবকিছুরই মেয়াদোত্তীর্ণের তারিখ আছে। এমনকি তার একাকীত্বেরও। তাকে বলতে শোনা যায়-

" Somehow everything comes with an expiry date. Swordfish expires. Meat sauce expires. Even cling-film expires. Is there anything in the world which doesn't?"

পরের গল্পের চরিত্রেরও তার সঙ্গীর সাথে সম্পর্কের ইতি ঘটে। তাকেও একাকীত্ব গ্রাস করে। সে তার একাকীত্ব কাটাতে তার বাড়ির আসবাব, তোয়ালে,জামাকাপড় এদের সাথে কথা বলে। সময় কাটায়। তার একাকীত্বজনিত দুঃখবোধকে অনুভব করা যায় আসবাবপত্রের সাথে তার কথোপকথনে কিংবা তার অ্যাপার্টমেন্টের অবস্থা বর্ণনায় ।

"Did I leave the tap running, or is the apartment getting more tearful? I always thought it would cope okay. Didn't expect it to cry so much. When people cry, they can dry their eyes with tissues. But when an apartment cries, it takes a lot to mop it up."

ছবিটির গল্পের কোনও পরিণতি দেখতে পাওয়া যায় না।এর মূল কারণ হচ্ছে পরিচালক গল্পের পরিণতি নয় বরং গল্পের গল্প হয়ে ওঠাটা দেখাতে চেয়েছেন। সফলাতা, ব্যার্থতা সবাইই দেখে।কিন্তু এর পেছনের প্রচেষ্টা সবার অগোচরে থেকে যায়। পরিচালক মূলত সেই প্রচেষ্টাকেই দেখাতে চেয়েছেন। চরিত্রগুলোর পরিণতি মিলন, বিচ্ছেদ দুটোই হতে পারতো। কিন্তু পরিচালক চরিত্রদের একাকী জীবনের যাত্রাপথ তুলে ধরেছেন সেলুলয়েডে। সেটা দেখাতে গিয়ে তিনি তাঁর অভিনব নির্মাণদক্ষতার পরিচয় দিয়েছেন। সিনেমার বিভিন্ন দৃশ্যে প্রধান চরিত্র ছাড়া বাকি সবার চেহারা আবছা করে দিয়েছেন। দৃশ্যে দেখা যায় আবছা চেহারাগুলো,যাদের সবারই উদ্দেশ্য মূলত এক, ছুটে চলেছে অবিরত,কারও একে অপরের দিকে তাকানোর সময় পর্যন্ত নেই। সেই আবছা চেহারার লোকগুলোর মাঝে দাড়িয়ে অনন্তকাল ধরে আনমনে সিগারেট টেনে যাচ্ছে একজন একাকী মানুষ যাকে সামান্য কুশল জিজ্ঞাসার সময় বা ইচ্ছা এই শহরের মানুষগুলোর নেই। ছবিটি দেখার পর মানসপটে ভেসে ওঠে প্রখ্যাত কবি 'আবুল হাসানের' 'পাখি হয়ে যায় প্রাণ' কবিতার সেই বিখ্যাত লাইন-

"অবশেষে জেনেছি মানুষ একা।
জেনেছি মানুষ তার চিবুকের কছেও ভীষণ অচেনা ও একা।"

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

শিব নারায়ণ দাস নামটাতেই কি আমাদের অ্যালার্জি?

লিখেছেন ...নিপুণ কথন..., ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫৭


অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিবনারায়ণ দাসের কাছে গিয়ে।
.
গত বছরের জুন মাসের শুরুর দিকের কথা। এক সকালে হঠাৎ মনে হলো যদি জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের সঙ্গে দেখা করা সম্ভব... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

প্রতি মাসে সামু-ব্লগে ভিজিটর কত? মার্চ ২০২৪ Update

লিখেছেন জে.এস. সাব্বির, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮

মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-

গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×