(ছবি নেট হতে)
জটিল ভাইকে সবাই হয়তো চিনেন না। আমি কোনোকালেই তাঁর ভক্ত ছিলাম না। এমনকি কখনও আমি তাকে ব্লগার হিসেবেও স্বীকৃতি দিতে রাজি নই। তাছাড়া ভবিষ্যতে তিনি করবেন এমন একটি পোস্টের মাধ্যমে এনার মোড়ক সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে গেছে। আপনারা জানেন ইদানিং তিনি সংগ্রহ হতে অনেককিছু পোস্ট করেন। সেই পোস্ট হতে কিছু ফ্যাক্ট নিয়ে মন্তব্যের মাধ্যমে আমি এই পোস্টে তুলে ধরতে চেষ্টা করবো যে তিনি আসলে কি ধরণের এজেন্ডা নিয়ে কাজ করছেন!!!
এই পোস্টে জনস্বার্থে আমি জটিল ভাইয়ের সম্পূর্ণ মুখোশ খুলে দিতে চাই!!!
ফ্যাক্ট নং ০১
মেয়ে- মা আমি কি খুব অলস?
মা- মোটেই না।
মেয়ে- আমি কি অহংকারী?
মা-কখনোই না!
মেয়ে- আমি কি ঝগড়াটে?
মা- প্রশ্নই আসেনা। কেন?
মেয়ে- তবে সবাই যে বলে আমি বাবার মতো না হয়ে তোমার মতো হয়েছি!



মন্তব্য: উপরের ফ্যাক্টটি বিবেচনা করে দেখুন জটিল ভাই কেমন সূক্ষভাবে কোমলমতী মেয়েদের মায়ের মুখের উপর কথা বলা শিখিয়ে দিচ্ছেন যা স্পষ্টতই বেয়াদবি। এমনিতেই আমাদের মেয়েরা কি কম যায়?
ফ্যাক্ট নং ০২
বাবা- তুই আবার ফেল করেছিস! পারেরবার যদি ফেল করিস তবে আর কখনও আমায় বাবা বলে পরিচয় দিবি না!
ছেলে- জ্বী বাবা। এখন হতে আমি নিয়মিত পড়বো এবং তোমার মুখ উজ্জ্বল করব।
বেশ কিছুদিন পর…….
বাবা- কিরে! আজকে তোর রেজাল্ট হবার কথা না? কি রেজাল্ট করলি এবার বল।
ছেলে গম্ভীর হয়ে- এক্স কিউজ মি! আপনি কে?



মন্তব্য: জটিল ভাই এখানে অতি সুকৌশলে ছোট ছেলেদের বাবার মুখের উপর কথা বলা শিখিয়ে দিচ্ছে যা সমাজ ব্যবস্থায় খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। এমনিতেই আমাদের ছেলেরা কি কম পাকনা???
ফ্যাক্ট নং ০৩
১ম জন- থাপ্পর দিয়া ৩২ দাঁত ফালাইয়া দিমু! তুই আমারে চিনোস???
২য় জন- থাপ্পর দিয়া ৬৪ দাঁত ফালাইয়া দিমু! তুই আমারে চিনোস!!!
এই শুনে ৩য় একজন এগিয়ে এসে,
৩য় জন- চিনাচিনি পরে হইবো। সবাই জানি মাইনষের দাঁত ৩২টা। আপনে ৬৪ডা ফালাইবেন কেমনে???
২য় জন- জানতাম আপনার লাহান কেউ না কেউ আমগোর মাঝে বাম হাত ঢুকাইবো! তাই হেইডাসহ হিসাব কইরাই কইছি!!!



মন্তব্য: দেখলেন জটিল ভাই কেমন সুন্দরভাবে ঝগড়াটিকে আরো চাঙ্গা করে দিলেন? এবার খুন-খারাবী হলে এর দায় কে নেবে???
ফ্যাক্ট নং ০৪
স্ত্রী- বিয়ের আগে তুমি আমায় কত্তো ভালবাসার কথা বলতে। কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রতি তোমার কোনো আসক্তিই নেই।
স্বামী- তোমাকেতো আমি প্রেমের শুরুতেই বলেছিলাম বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আসক্তি নেই!



মন্তব্য: এর মাধ্যমে কিন্তু জটিল ভাই অতি চালাকের মতো পরকীয়াকে সাপোর্ট করলেন। এনাদের মতো মানুষদের জন্যেই আজ সমাজের এতো অধঃপতন ঘটে চলেছে!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৮