ভালোবাসা মানুষের স্বভাবজাত কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটি তাই আমরা অন্যদের ভালোবাসি।অন্যদের ভালোবাসা পেতে চাই ।আমাদের প্রত্যেকের জীবনে অনেক মানুষ রয়েছে যাদের কে আমরা খুব বেশি ভালোবাসি সবসময় তাদের ভালোবাসার মানুষ করে রাখতে চাই , কেনো চাই , কারণ কি জানেন তাইলে শুনেন , উনি বা উনারা আমাদের মনে জায়গা করে নিয়েছেন তাই । তাই বলে কি অন্য কাউকে ভালোবাসা যাবে না অবশ্য ই যাবে । কথায় আছে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা মিলে শত্রু ও বন্ধু হয় ভালোবাসা পেলে। কিন্তু কতটা বাস্তব মনে হয় পুরোপুরি বাস্তব না হলে প্রায় ই বাস্তব। একটু খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে এমন কতক ধরনের মানুষ রয়েছে যাদের সব সময় ভালোবাসতে ইচ্ছে করে , কখনো তাদের প্রতি বিতৃষ্ণা জাগে না , এমন টা কেনো হয় কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন , করলে হয়তো একটা না একটা উওর অবশ্যই আসে , তাইলে শুনেন আমার দৃষ্টিতে এই জগতে এমন কতগুলো মানুষ রয়েছে যাদের শুধু ভালোবাসতে ই ইচ্ছে করে কারণ ওদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে তাই , হয়তো অনেকে প্রশ্ন করবে , এটা কেমন কথা হলো ভাই , ভালোবাসা পেতে আবার যোগ্যতা লাগে নাকি , অবশ্যই লাগে যেমন ধরুন আপনি যে মানুষ টাকে ভালোবাসলেন ,সে ই আপনার ক্ষতির কারণ হলো কোনো ভাবে আপনি জানতে পারলেন তখন খুব কষ্ট পাবেন , উক্ত ব্যক্তির ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই বলেই উনি আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করছেন । এ জগতে খুব কম ই আসে যোগ্য যারা ভালোবাসা পাওয়ার অধিকার রাখে , খুব কম ই তারা বলে না আমাকে ভালোবাসো আমি যোগ্য। যোগ্যতা কেউ নিজে বলে প্রকাশ করে না , তার স্বভাব ই বলে যে উনি যোগ্য নাকি অযোগ্য। ঠিক তেমনিভাবে ভালোবাসার বিষয় টা ও তাই , যে ভালোবাসা পাওয়ার যোগ্য সে ঠিক তার প্রমাণ দিয়ে দিবে এজন্য আজীবন আপনার আমার মনে থেকে যেতে পারবে । আর যার যোগ্যতা নাই সে ও আপনার আমার ভালোবাসা পাবে কারণ আমরা হয়তো জানি সে যোগ্য না ভালোবাসা পাওয়ার তারপর পায় । কেনো জানেন , তাইলে শুনেন কারণটা হলো , মানুষ সবাইকে ভালোবাসতে পছন্দ করে , এজন্য সে অনেক সময় জানে যে অমুক তার ভালোবাসা পাবার যোগ্য না তার পর ও ভালোবেসে যায়, শয়নে স্মরণে রেখে দেয় তার স্মৃতি আজীবন ।। এরকম অনেক মানুষ জীবনে আসে আমাদের কিন্তু থেকে যায় আজীবন যেনো মনে হয় তার প্রতি আমার একটা আত্মার বন্ধন আছে কিন্তু নাই আত্মার বন্ধন তারপর ভালোবাসা দিয়ে সেই বন্ধন তৈরি হয়ে যায় ।এবং আজীবন থেকে যায় ।ভালোবাসা আছে বলেই জগত টা সুন্দর। যেদিন ভালোবাসা বিলীন হয়ে যাবে সেদিন আবার ধ্বংসলীলার তাণ্ডব দেখবে বিশ্ব । ভালোবাসা আমাদের সুন্দর ভাবে বাঁচতে শিখায় , প্রেরণা যোগায় তাই আমরা এতো ভালোবাসার মধ্যে ই রাখতে চাই নিজেকে সবসময়।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১