বন্ধু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ । বন্ধু আসলে কে অথবা কারা , এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক চলে অনেকের মধ্যে, অনেকে বলে বন্ধু তো সেই যে আমার হাসিখুশি রাখার কারণ , আবার অনেকে বলে বন্ধু তো সেই যা আমার সাথে আড্ডা দেয় সবসময় , কেউ বলবে বন্ধু তো সেই যে আমাকে ছাড়া কোথাও যায় না আমাদের একেক জনের কাছে বন্ধুর সংজ্ঞা একেক রকমের হয় । আসুন একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি আসলেই প্রকৃত বন্ধু কে :-
বন্ধু আসলে অনেক গভীর একটা বিষয়, এতোই গভীর বিষয় যে বিষয়টি সংজ্ঞায়িত করা কারো পক্ষে সম্ভব নয় । সংজ্ঞার সংজ্ঞা তো আমরা সবাই জানি তাই না, না জানলে বলি শুনেন , আমাদের জানা শব্দ দিয়ে অজানা শব্দকে আমাদের জানার মতো করে ব্যাখ্যা করাই হলো সংজ্ঞা। এখন এই সংজ্ঞার সাথে বন্ধুত্বের সম্পর্ক কি অনেকেই প্রশ্ন করবেন তাইলে শুনেন , কিন্তু বন্ধু তো জানা বিষয় সবাই জানে বন্ধু কারা হয় , কিন্তু না আপনি আমি যেভাবে জানি সেভাবে বন্ধুত্বের সংজ্ঞা হয় না রয়েছে অনেক অজানা বিষয় ও তাই আমি সংজ্ঞার উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাতে চাইলাম ।
সুতরাং বন্ধুত্ব বিষয়টা ও এমন যে আমাদের জীবনে অজানা বিষয় গুলো কে জানা বিষয়ের দ্বারা আমরা আলোচনা করি , এখন আমি বলবো বন্ধু কাকে বলে তার অজানা বিষয় সমূহ , একটু মনোযোগ দিবেন আশা করছি
বিপদে পড়েছেন খুব বড় বিপদে সেই মুহুর্তে আপনি যাকে আপনার জীবনের সবথেকে ভালো বন্ধু মনে করেন তাকে স্মরণ করে তার কাছে যাবেন , দেখুন সে কি প্রতিক্রিয়া দেখায় , যদি ওই আপনার জন্য পাগলপারা হয়ে যায় আপনার টেনশন ওকে চিন্তাতে ফেলে দেয় তাইলে বুঝবেন উক্ত মানুষ টাই হলো আপনার প্রকৃত বন্ধু।
আপনার যখন কোনো বৈশিষ্ট্য আপনার বন্ধুর খারাপ লাগবে সেই সরাসরি বলে দিবে যে বন্ধু তোর এই জিনিস টা ভালো লাগেনি , যদি ও আপনাকে বলে না কর ঠিক আছে আর আপনাকে নিয়ে অন্যদের সাথে সমালোচনা করে তাইলে বুঝবেন ওই আপনার বন্ধু না ।
জীবনে যত কষ্টই থাকুক না কোনো যত কষ্টে থাকুক না কেনো যখন একটা মানুষ আপনাকে সব কিছু বলতে কেনো দ্বিধাবোধ করবে না তখন ই বুঝে নিবেন না উক্ত মানুষ ই আমার প্রকৃত বন্ধু।
কেউ যখন আপনাকে নিয়ে কুটুক্তি করবে , সেখানে আপনি যাকে প্রিয় বন্ধু ভাবেন যে যদি উপস্থিত থাকে কোনো প্রতিবাদ না করতে পারলে ও সেখান থেকে অন্যত্র চলে যাবে । কারণ একজন বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে কারো কাছে হাসি মশকরা পছন্দ করে না ।
কারো সাথে চলাফেলা করে , মজা করলে , আর একসাথে চললেই কেও বন্ধু হতে পারে না , বন্ধু হতে গেলে যোগ্যতা লাগে , সেটা যারা আমাদের মনে জায়গা করে নিতে পারে তারাই হলো প্রকৃত বন্ধু। আর এই বন্ধুত্বের এরকম অহরহ ইতিহাস রয়েছে এ জগত সংসারে ।