"ধরতে চাই তোমার হাত"
এ.কে.এম রেদওয়ানূল হক (নাসিফ)
চলতে চাই তোমার সাথে , বলতে চাই কত অপূর্ণ কথা ওগো প্রিয়তমা ;
বলতে চাই মনের কথা , রাখতে চাই তোমার মনে আমার ভালোবাসা জমা !
দিবা কি গো সেই সুযোগ তোমাকে বলতে সকল জমানো কথাগুলি আমায় ;
যদি দাও সেই সুযোগ আমায় , ভালোবাসা দিয়ে পূর্ণতা দিবো কথা দিলাম তোমায় !
চাই না কিছু আমি , চাই শুধু একটু ভালোবাসার সুযোগ তোমার কাছে ওহে রুপবতী ,
চাই ধরতে তোমার হাতটি ওগো , থেকে যেতে চাই তোমার পাশে অনন্তকাল ব্যাপি ।
চলতে চাই ওগো তোমার হাত ধরে যতকাল না শেষ হয় দুজনার পথ চলা,
ভালোবাসি তোমায়, ভালোবেসে যাবো , যতকাল না পূর্ণ হবে আমাদের ভালোবাসা।
দিবে কি সেই সুযোগ, পাবো কি সেই সুযোগ আমি তোমার হাত ধরে একসাথে হাঁটার ,
আসে যদি সেই সুযোগ ওগো , একসাথে ই রয়ে যাবে দুটি মন শেষ হবে না দুজনার ভালোবাসার