"সেদিন দেখেছিলাম "
এ.কে.এম .রেদওয়ানূল হক (নাসিফ )
সেদিন দেখেছিলাম তোমাকে , আমার পাশ দিয়ে
যেতে ওহে সুকেশিনী ,
চাইছিলাম কথা বলতে একটু , কিন্তু তুমি শুনো নি
আমার কথা ওহে অভিমানী ।
পিছু পিছু যেতে চেয়েছি ,তোমার সাথে চেয়েছি করতে
প্রতিটা পথ অতিক্রম ,
তবু কেন যেনো পারি নাই এসেছে চলার পথে বাধা
করেছে আমায় ব্যতিক্রম ।
প্রথম দেখাতে চোখে চোখ ইশারা হয়েছিলো
ভাবের আদান প্রদান হয়েছিলো একটু দুজনার ,
বুঝে নাই আমি তাকিয়ে ছিলাম শুধু অবাক অপলক
দৃষ্টিতে শুধু মাত্র যে একজনার ।
ওগো বুঝি নাই আমি তোমার সেই চোখের ভাষা
তাকিয়ে ভাবছিলাম একান্ত মনে ,
তুমি চলে গেলে , একা ফেলে আমায় , দিয়ে গেলে
ভালো বাসার একটু অনুভূতি হৃদয়ে।
সেদিন দেখেছিলাম তোমাকে ট্রেন স্টেশনের বৃষ্টিস্নাত
সুন্দর একটা পড়ন্ত বিকালে ,
বার বার আসুক , বহুবার আসুক সেই দিন , সেই মুহুর্ত
বৃষ্টিতে ভিজতে চাই দুজনে ।