মাননীয় বাংলাদেশ সরকার প্রধান,
আমি বেলাল সরকারের নাতনী, গ্রামঃ দেলুয়া, থানাঃ বেলকুচি, জেলা ; সিরাজগঞ্জ। বাবাঃ আমীর হামজা সরকার, আমরা তিন ভাই এক বোন। আমার দাদার চার ছেলে, তিন মেয়ে। দাদার এক বড় ভাই ও এক বোন ছিলেন। আমি আমার দাদা বাড়ির সবার নির্যাতনের বিবরণ তুলে ধরতে পারবনা কারণ আমি ক্লাস সেভেন পর্যন্ত দাদার পরিবাররে সাথে ছিলাম । এর পর থেকে বিচ্ছিন্ন। আমি শুধু আমাদের নির্যাতনের কথা বলতে পারি। আমি এই মুহূর্তে আমার দুই ভাই ও আমার নিরাপত্তা চাই। আমাদের যদি নিরাপত্তা দিতে না পারেন , তবে আমাদের আপনি নিজের হাতে মেরে ফেলুন, কোন রকম শাররিক নির্যাতন ছাড়া। আমরা হিজড়া, পতিতা, শিয়া মিডিয়া কর্মী কোন কিছুই হতে চাই না। আমরা আমাদের মতো স্বাধীন ভাবে বাঁচতে চাই। আমি আমার স্বামীকেও আর চাই না, তাকে অনেক বার বুঝাতে চেয়েছি সে বোঝে না কারণ তাঁর সাথে সবসময় হাফ মানুষ মেলামেশা করে। আমার ভাইদের বউ কেউ সরিয়ে দিন। তাদের আমরা মেনে নেব না।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪১