somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

আমার পরিসংখ্যান

স্প্যানকড
quote icon
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে যায় তীব্র উত্তেজনায়
কিরকম যে হয়ে উঠি অবুঝ।

তুমি এলে
তবেই শান্ত হয় উঠানামা করা বুক
আর সমস্ত দু:খ
একদম কার্পাস তুলোর মতো... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

আহ: ! তোমার প্রেম

লিখেছেন স্প্যানকড, ০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯

ছবি নেট ।


তোমাকে ছুঁয়ে যাবার লক্ষ্যে
তড়িৎ গতিতে ছুটে চলে হৃদয়
শরীর অপেক্ষায় হচ্ছে ক্ষয়
এ অতি স্বাভাবিক নিয়ম
যা মেনে নিতে হয়।

আশ্চর্য কি জানো ,
আমরা কেউ পবিত্র নই
নই এমনকি হিসেবের বাইরে
যেদিন কবর হবে আমার
কবিতা হয়ে উঠবে বেদুঈন মেঘ
অথবা
মনে হবে
দিন খেয়ে ফেলা আঁধার
কি হবে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

তুমিই শিরোনাম

লিখেছেন স্প্যানকড, ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৩৮

ছবি নেট ।

চুপ কেনো?
সময় ঘনিয়ে আসছে
খুলে দাও সমস্ত দুয়ার।

দিনকে দিন বিশ্বাস হারিয়ে ফেলছি
টুকরো টুকরো হতে হতে
ফের তোমার অধরে চুমু খাচ্ছি।

জানি,
এ ও ছুটে যাবে
যেখানে চলছে ফুরিয়ে যাবার প্রস্তুতি।

চুপ কেনো ?
তোমাকে একা যেতে দিবো না
চল একত্রে যাই।

প্রেম নয় তামাশার বস্তু... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

স্ট্যাটাস

লিখেছেন স্প্যানকড, ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৯

ছবি নেট ।

সারাদিনের ক্লান্তিকে বিদায় জানিয়ে আসি বিছানায়
গা এলিয়ে নিজেকে জড়াই নানাবিধ ভাবনায়
প্রথম যে ভাবনাটার সাথে বোঝাপড়া করি
সে হচ্ছে
যদি সে ভালো আর না বাসে আমায়
কি হবে আমার?

তৎক্ষনাৎ নিজেকে দেখছি একজন কয়েদি
চারপাশে ঘন কুয়াশা
দম আটকে মরে যাবার জোগাড়
যেন সামনে দাঁড়িয়ে বিশ্রী চেহারার... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

খোলা উত্তর

লিখেছেন স্প্যানকড, ০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৬:০০

ছবি নেট । আর্টিস্ট ভিনসেণ্ট ভ্যানগগ

আমার কে তুমি?
স্পষ্ট দিলে না জবাব
অথচ
চিবুকে চুমুর দাগ
ওষ্ঠ ভেজায় শরাব।

ভুলে যায় সবাই
ভোলে না ইশ্বর
ভোলে না কবি
তুমি আমার নিষিদ্ধ গোলাপ।

আমার কে তুমি?
কেন এতোটা আমি বেসামাল?
নরকের দিকে নিবে টেনে
না, স্বর্গে ?
রওনা দেয়ার পূর্বে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

দেয়াল

লিখেছেন স্প্যানকড, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৪

ছবি নেট ।

জগতের এক আজব নিয়ম
হৃদয়ের বদলে কখনো কেনো মিলে না হৃদয়?
সে এক বিস্ময় !
দেহের সাথে দেহ মিশলে
তারে কি প্রেম কয়?
সে যা ইচ্ছে লোকে বলুক
জয় হোক প্রেমের জয়।

এই যে,
যাকে আমি ধুলোবালির মতো
গায়ে জড়িয়ে রাখছি
রোদ-ছায়া ,জল-কাঁদা মেখে
ক্রমাগত অনন্তহীন তার পানে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

যখন একা থাকি

লিখেছেন স্প্যানকড, ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৫৫

ছবি নেট

যখন একা থাকি
যেন আমি মরুর বুকে হাওয়া ঘুর্ণি
তখন তোমাকে একনাগাড়ে ভেবে চলি
তোমাকে মনে মনে স্পর্শ করি
শুনতে পাই ,
কিচেনে কাপে চামচ নাড়ার শব্দ
আমি ছাড়া আর কেউ এ শব্দ শুনে নাই।

খুব দ্রুত জানালা খুলে ঠান্ডা বাতাস পাই
জনমানবহীন রাস্তার সাথে কথা বলি
আসমানে ঝুলে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

হার জিত চ্যাপ্টার ২৯

লিখেছেন স্প্যানকড, ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

ছবি নেট ।

আমার প্রেম কি
একটিবার তোমাকে ছুঁয়ে যায়না ?
খুব আলতো করে
গভীর আলিঙ্গনে মিশে রয়না
তোমার হৃদয় এবং শরীরে ?

আমার বিষাদ ও সেই একই কায়দায়
তোমার কাছে কি ঘেঁষেনা?
আমার কবিতার প্রতিটি স্তবক
প্রতিটি বিরামচিহ্ন যেখানে তোমায় ঘিরে।

অবাক ব্যাপার তুমি ধরতে পারোনা
সহজ এ কথা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

হার জিত চ্যাপ্টার ২৮

লিখেছেন স্প্যানকড, ২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

ছবি নেট ।

ভীষণ রকম তোমাকে স্পর্শ করার ইচ্ছে জাগে
পরক্ষনেই উপলব্ধি হয়
যে ডালে রেখেছি হাত
বিনা শব্দে তা ভেংগে মিলেছে আঘাত।

তোমারও কি এমন ইচ্ছে জাগে?
জাগলেও লুকিয়ে রাখবে
বলতে এসো না শখ করে।

যদি তাতে মেঘ জমে চোখের কোণে
যদি আসমান ডাকে
ভেবে নিও
আমিই আছি... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

হার জিত । চ্যাপ্টার ২৭

লিখেছেন স্প্যানকড, ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০৭

ছবি নেট ।

আমার ভিতর বাহিরে
ইশ্বর এবং শয়তান দুই বিদ্যমান
কখনো ইশ্বর চলে আসে
কখনো শয়তান খুব ভয়ানক রুপে
যে ক্ষুদ্র পোকাটি উড়ছিল মনের আনন্দে
আমি তাকে তালু বন্দী করি অনায়সে
এরপর দম বন্ধ করে মেরে ফেলি
অথচ একবার ভাবিনি ওর সন্তান আছে
ওর সংসার আছে
ওর জন্য... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

হার জিত । চ্যাপ্টার ২৬

লিখেছেন স্প্যানকড, ১৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

ছবি নেট ।

আমার আমি
দুজন দুদিকের
দুজন দুই চিন্তায় মগ্ন থাকি
যখন কেউ প্রশ্ন করে
সব ঠিক আছে?
একজন হাসে
অন্যজন গোমড়া মুখে
সেই মুখটি কেউ দেখে না
সেই মুখটি সব সময় আঁধারে ঢাকা চাঁদ
হারতে হারতে
শুন্য হয়ে ঘুরে বেড়ায়
পালিয়ে যাওয়া রাজা এবং
মাকড়সার গল্প শুনে যায়।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

হার জিত । চ্যাপ্টার ২৫

লিখেছেন স্প্যানকড, ১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৩

ছবি নেট ।


তোমার জন্য বন্য
তোমার জন্য শুন্য

পুর্ণতা মুছে গেছে
জীবন ফুরিয়ে যাচ্ছে

যেতে দিচ্ছি সব
বাঁধা দেয়ার ক্ষমতা পেলাম কই?

আমি সাধু হতে চাইনি
শয়তান হয়ে বেঁচে রই।

তোমার জন্য ঘুরে মরা
কাঁঠ গোলাপ ঝরে পড়া

হলে না আমার তুমি
আমিও কারো নই

দেয়ালে টিকটিকি প্রকাশ্যে করে সঙ্গম
আমার... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

হার জিত । চ্যাপ্টার ২৪

লিখেছেন স্প্যানকড, ০৭ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১২

ছবি নেট ।


দূর থেকেও কাছে আসা
কাছে থেকেও দূরে
কাছে দূরের খেলায়
গোটা জগৎ পোড়ে।

তোমাকে বলে যাই
অতীত থেকে বর্তমান ভবিষ্যৎ
দিনশেষে তুমিহীন
ক্লান্ত হাত দুয়ারে।

মনে মনে তোমাকে নিয়ে
কতো গহীনে চলে যাই
একলা ফিরতে চাইনি বলে
তাইতো দুহাত বাড়াই।

শুন্য এবং এক
মিলে না কখনো একই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

হার জিত ।চ্যাপ্টার ২৩

লিখেছেন স্প্যানকড, ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৩

ছবি নেট ।

এই কি জীবন ?
এই কি চাওয়া পাওয়া?
যে জাহাজ পাড়ি দিল সহস্র অমাবস্যা
পুর্ণিমা জোছনার রাত
যার মাস্তুলে উড়ে প্রেমের পতাকা
সেথায় আজকে বিষাদের ছায়া
শকুনের হাত।

আমি গোধূলি লগ্নে নেচে গেছি আপন মনে
ভাবনার দুয়ারে যার মুখচ্ছবি
তাকে করেছি স্মরণ ক্ষনে ক্ষনে।

হে নারী ,
তুমি দিলে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

হার জিত ।চ্যাপ্টার ২২

লিখেছেন স্প্যানকড, ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ২:৪১

ছবি নেট ।

চলো পালাই
ক্রমশ আমি ধরে নিয়েছি
পালাতে পারলে বাঁচি
পালাতে পারলে খুশী।

চলো পালাই
জং পড়া সমাজে
ভদ্রতা কত আর সাজে ?
ঠিক আছি বলি কেবল শুধুই লাজে।

চলো পালাই
সে অনেক কথা হয়নি বলা
এমনিই কি এক সাথে চলা?
শিখে ফেলি নব কিছু ছলাকলা।

চলো পালাই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮৩০১৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ