১। মোদির ভূমিধস বিজয়ের পরে বেশ কিছুকাল কাটিয়া গিয়াছে। দুয়েকটি সম্মেলনে দেখা হইলেও তেমন একটা কথা হয় নাই। তাই ট্রাম্প বাবাজি চাহিতেছিলেন এশিয়া সফরে বাহির হইয়া মোদির সাথে দেখা করিতে ! এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাইবে ! তাহার নিজের ব্যবসাও আছে !
আর্যপতি ট্রাম্প ভারতে আসিবেন ইহাতে সাজ সাজ রব পড়িয়া গেল ! মোদী ও তাহার আশির্বাদপুষ্ট ছাম্বাদিকরা বগল বাজাইতে বাজাইতে বগলে ঘা বানাইয়া ফেলিল ! যথারীতি ট্রাম্প আসিলেন, দেখিলেন এবং জয় করিলেন (Veni, vidi, vici, বিচি নহে !!) !!
রাতের খাবার শেষে ট্রাম্প আর মোদী গল্পে মজিলেন ! ট্রাম্প যথারীতি চাপাবাজি করিতেছেন, মোদী মুগ্ধ হইয়া শুনিতেছেন ! এক পর্যায়ে মোদী জিগাইলেন, আপনি এতো ধনী হইলেন কেমনে ? এর গূঢ় রহস্য বলিবেন কি ?
----জুয়া খেইলা !! ট্রাম্প ফিস ফিস কইরা উত্তর দেয় ! কাউরে বইলেন না !
--- জুয়া খেইলা এতো টাকা ইনকাম হয় ! কইলেই হইল ! ঝাইড়া কাশেন তো মিয়াবাই !! মোদির বিশ্বাস হইতে চায় না !
--- হয় মানে, লাগবা বাজি ? ট্রাম্প চ্যালেঞ্জ করে !
---আইচ্ছা, হইয়া যাক ! ফিডার খাওয়া রাহুলরে পরাজিত করিয়া মোদির আত্মবিশ্বাস তখন তুঙ্গে ! তাই ট্রাম্পের টোপ ফাতনাসহ গিলিয়া ফেলিলেন !!
---- আমি এখন চীনে যাইতেছি , এক সপ্তাহ পরে আমি যখন ফিরিব তখন আপনার একটা বিচী থাকিবে আরেকটা গায়েব হইয়া যাইবে ! ১ মিলিয়ন ডলার বাজী , ট্রাম্প কহিলেন !
---- ইহা শুনিয়া মোদী ঢোক গিলিলেন ! এক মিলিয়ন ডলার ! হালায় আবার বিচি ফেলানোর লাইগ্যা স্নাইপার লাগাইবো নাতো? শোনা যায় , সিআইএ রাত রে দিন বানাইতে পারে ! বিচি যদিও এমনিতেই অকেজো , তারপরও প্রাইম মিনিস্টারের বিচি বইলা কথা ! বাদুড়ের ঝোলা হইলেও থাকিতে হয় ! নইলে ইজ্জত থাকে না ! লোকে কহিবে , ভারতের পিএমের বিচি নাই !! ছ্যা ছ্যা !! তয় এক মিলিয়ন ডলারের লাইগ্যা এই রিস্ক লওয়া যায় !!
আমি রাজি , মোদী কহিলেন !
----- অতঃপর ট্রাম্প চীনে চলিয়া আসিলেন !
এদিকে বীচি পাহারা দেওয়ার জন্য মোদী ব্ল্যাক ক্যাট কমান্ডোদের ডাকিলেন , যশোদাবেনরে ডাকিয়া সব খুলিয়া বলিলেন ! এমন পতিভক্ত স্ত্রীর চাইতে বিশ্বস্ত পাহারাদার মোদী আর কোথায় পাইবেন ! তারপরও মনে শান্তি হয় না ! শেষে এক সপ্তাহের ছুটি লইয়া গুহায় ধ্যানে বসিলেন ! গুহায় ধ্যান করিয়া নির্বাচনে জিতিয়াছেন, বাজিতে জিতিবেন না কেন !! প্রবল আত্মবিশ্বাসে মোদী তাই চ্যালেঞ্জ গ্রহণ করিলেন ! কোনমতেই বীচিহারা হওয়া চলিবে না !!
এক সপ্তাহ পরে সিংপিংরে লইয়া ট্রাম্প ফিরিয়া আসিলেন ! যথারীতি বাজির কথা উঠিল ট্রাম্প জিজ্ঞাসা করিলেন , সব ঠিক আছে তো ?
মোদী বীচিতে হাত দিয়া বলিলেন , সব ঠিক আছে ! কোন স্যাবোটাজ হয় নাই ! বীচি দুইটাই আছে !
-----আচ্ছা ! সিংপিং আপনার বীচি দুইটা পরীক্ষা করিয়া দেখিবেন। তিনি পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে বাজির টাকা আপনি পাইয়া যাইবেন !!
মোদী ঢোক গিলিলেন ! বেজন্মা ট্রাম্প আরেক বেজন্মা সিংপিংরে বীচি পরীক্ষার জন্য লইয়া আসিয়াছে ! ট্রাম্পের কি আক্কেল জ্ঞান নাই ! তয় এক মিলিয়ন ডলার তো এমনি এমনি দিবে না ! বীচি পরীক্ষা করিয়াই দিবে ! তাই মোদী আর আপত্তি করিলেন না ! ভেতরের ঘরে গিয়া সিংপিংয়ের হাতে বীচি সোপর্দ করিলেন ! সিংপিং নাড়িয়া-চারিয়া, টিপিয়া-টুপিয়া বিভিন্নভাবে পরীক্ষা করিয়া অবশেষে সন্তুষ্ট হইলেন ! বাহিরে আসিয়া হ্যান্ডগ্লাভস খুলিতে খুলিতে বলিলেন, সব ঠিক আছে !
ট্রাম্প মোদিরে এক মিলিয়ন ডলারের চেক দিয়া দিলেন ! মোদী খুশি হইলেও কেমন জানি শান্তি পাইতেছিলেন না ! আড়ালে ট্রাম্পকে জিজ্ঞাসা করিলেন, কি মিয়া, বাজিতে তো হারিলেন , কেমতে বড়লোক হইলেন কইলেন না তো !
ট্রাম্প বলিলেন, হারি নাই ! এই যে দেখুন দুই মিলিয়ন ডলারের চেক ! এই বাজি হইতে আপনারে এক মিলিয়ন দিয়াও আমি এক মিলিয়ন কামাই করিয়াছি !!
------কেমনে , কেমনে ? মোদী বিস্ময়ে জিজ্ঞাসা করিলেন !!
------ চীনে গিয়া সিংপিংরে কহিলাম , আমি আপনারে মোদির বীচি হাতানোর ব্যবস্থা করিয়া দিতে পারি , আমারে ২ মিলিয়ন ডলার দিতে হইবে ! সিংপিং রাজি হইলেন ! অতঃপর আপনার বিচি হাতাইয়া আমারে ২ মিলিয়ন ডলার দিলেন ! আপনার এক আমার এক ! দেখলেন তো , জুয়া খেলিয়া কেমতে বড়লোক হইয়াছি !!!
মোদী বিস্ময়ে হা হইয়া গেলেন ! শালার বেজন্মা ! আমার বীচি হাতাইয়া ব্যবসা !
ওদিকে সিংপিং দেশে যাইয়া পত্রিকায় সাক্ষাৎকার দিলেন, কেমনে মোদির বীচি হাতাইয়াছেন তাহা বিস্তারিত বলিলেন ! পরদিন পত্রিকার প্রথম পাতায় আসিল , "চীন, ভারতের বীচি হাতাইয়াছে !!" সারা দুনিয়ায় রাষ্ট্র হইয়া গেল, ছ্যা ছ্যা !!
২। বেশ কিছুকাল পরে মোদী বাংলাদেশ সফরে আসিলেন ! ভারতের মহারাজ বাংলাদেশ সফরে আসিয়াছেন ! যথারীতি অনেকেরই বগলে ঘা হইয়া গেল ! রাষ্ট্রীয় সফরে শোভাবর্ধনের জন্য কিছু খুচরা প্রোগ্রাম রাখিতে হয় ! মোদির সাথে সফরে ব্লগার শুভঙ্করও আসিয়াছে !! তাহার বগল বাজানোতে মোদী যারপর নাই সন্তুষ্ট হইয়া সফরসঙ্গী করিয়াছেন ! শুভঙ্করের ইচ্ছাতেই সামুর ক্যাফেটেরিয়াতে একখানা ঘরোয়া আয়োজন করা হইয়াছে ! উহাতে আছে ব্লগার এম আর ৫, ঘূর্ণিঝড় , বাঁশবাগান, ভোদাই , গাভিয়ান সহ অসংখ্য ভারত ও মোদীভক্তকুল ! সামুর প্রটোকল অফিসার বায়বীয় চৌধুরী সব দেখভাল করিতেছিলেন ! এই আয়োজনে একখানা পদ্ধতিগত ভুল হইয়া গেল ! শুভঙ্কর, বায়োবীয়র সাথে পূর্বালোচনা না করিয়াই মোদির প্রবেশকালে বিকট আওয়াজে "জয় শ্রীরাম" শ্লোগান দিয়া ফেলিল ! বেমক্কা শ্লোগান শুনিয়া ব্লগাররা বুঝিতে পারিতেছিলেন না কি বলিবেন ! এ ওর দিকে তাকাইতেছিলেন ! মোদীও বিব্রত হইয়া কটমট করিয়া শুভঙ্করের পানে তাকাইলেন !! এই মর্কটরে সঙ্গে আনাই ভুল হইয়াছে! যাহোক নমস্কার জানাইয়া তিনি ব্লগারদের নিয়া বসিলেন ! কুশলাদি জিজ্ঞাসার পরে ব্লগাররা মোদিকে বিভিন্ন প্রশ্ন করিতেছিলেন ! মোদী তাহার বুদ্ধিদ্বীপ্ত উত্তর দিতেছিলেন ! সহসা এম আর মোদিকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা , এতো আকাম, এতো ব্যর্থতার পরেও এমন নিরঙ্কুশ বিজয় কেমতে পাইলেন !!
মোদী ফিসফিস করিয়া বলিলেন, জুয়া খেলিয়া !!
------আরে ধ্যাৎ! জুয়া খেলিয়া কেহ ভোটে জেতে নাকি !! এম আর অবিশ্বাসে বলিয়া ফেলিলেন !!
-----মোদির চোখ চকচক করিয়া উঠিল ! মৃদু আওয়াজে বলিলেন, জুয়া খেলিয়া শুধু ভোটে জেতা নহে, ধনীও হওয়া যায় !! লাগবা বাজি ?
---কি রকম? বাঁশবাগান জিগায় !!
---বাজি খেলিলেই বুঝিবেন !
---আচ্ছা , শুরু করুন দেখি, ঘূর্ণিঝড় আগ্রহ প্রকাশ করিলেন !!
---- আমি মন্তর পড়িয়া ফু দিলে ১০ ঘন্টা পরে আপনাদের বীচি গায়েব হইয়া যাইবে ! ১ কোটি টাকা বাজি , মোদী বলিলেন !
সকলে সমস্বরে, একরাশ ঘৃণাভরে , চিৎকার করে বলে..........
!!!!!!!!!!!!!!!!!!!নাআআআআআআ !!!!!!!!!!!!!!!!
কি হল ? কি হল ? মোদী জিজ্ঞাসা করিলেন , উনারা এমন করিতেছেন কেন ?
প্রটোকল অফিসার বায়বীয় চৌধুরী বলিলেন, স্যার, অতিকায় ছাগু সম্প্রদায় সামু হইতে লোপ পাইয়াছে , তেলাপোকা , পাঁঠারা টিকিয়া আছে ! তয় টারজানের জ্বালায় তাহাদের বীচি সবসময় কান্ধে উঠিয়া থাকে ! অবশ্য মডু অভয় দিয়া দিনশেষে নামাইয়া আনে ! এক্ষণে আপনি মন্ত্র পড়িয়া তাহাদের বীচিই গায়েব করিয়া দিতে চাহিতেছেন, তাই ইহারা আতঙ্কে এমন করিতেছে !!!
মোদী ভীষণ রাগিয়া শুভঙ্করের পানে চাহিলেন, তুই বেটা শুভঙ্করের ফাঁকি , আগে বলিস নাই কেন, এইখানে বীচির নিরাপত্তা নাই !!!
শুভঙ্কর শরবত খাইতেছিলো , বিষম খাইয়া নিজের বীচি চাপিয়া ধরিল !!
মোদী মনে মনে শংকিত হইলেন, এমনিতেই চীনা প্রেসিডেন্ট বীচি হাতানোয় মিডিয়া বলিয়াছে, চীন ভারতের বীচি হাতাইয়াছে ! ! এই অনিরাপদ পরিবেশে, বাংলাদেশে যদি বীচি কান্ধে ওঠে, মডু নামাইলেও মিডিয়া বলিবে , "বাংলাদেশ, ভারতের বীচি নামাইয়াছে !!" ! ইজ্জত যেটুকু আছে সেটুকুও যাইয়া পুটু দেখা যাইবে !!
নাহ , আর থাকা ঠিক হইবে না !! "শালার ট্রাম্প যে কেমনে বড়লোক হইলো, আমিতো খেলিতেই পারিলাম না !! " বলিতে বলিতে মোদী প্রস্থান করিলেন !!
(Disclaimer: এই পোস্ট সম্পূর্ণ কাল্পনিক ! জীবিত বা মৃত কোন ব্যক্তি বা ঘটনার সাথে মিলিয়া গেলে পোস্টদাতা কোনভাবেই দায়ী নহে , যাহাদের সাথে মিলিয়াছে তাহারাই দায়ী !!)
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩