somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ'ল না ত ভাই, তাই লিখি ক'রে ঘাড় নীচু!

আমার পরিসংখ্যান

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা
quote icon
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ধূসর ফিলিস্তিন

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯



আমি মরুর আকাশচুম্বী ইমারাতের ভিড়ে
খুঁজে ফিরি এক নুয়েপড়া কুটির—
যেখানে খেজুর পাতার বিছানা পাতা।
খোদার ভয়ে যেখানে চোখের ধারা আর তরবারির ধার একাকার হয়ে গিয়েছিল।


যে চোখে ইনসাফের জিদ ছিল, কিন্তু নিঁদ ছিল না।
যে ইনসাফের তরবারিতে সাফ হয়েছিল কুফফারের গোবর্জনা।
আর, নিদ্রাহীন যে চোখের বিনিদ্র সফরে সুফলা হয়ে উঠেছিল ফোরাতের কূল।
আর দজলার আজলা-আজলা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

একটি অরাজনৈতিক কবিতা

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৩



সাম্যের গান গাই—
বাংলাদেশের পথ নাকি সোজা চলেছে শ্রীলংকায়!

দেশের যা কিছু আয়-উন্নতি হইতেছে পর পর,
সব কিছু তার আওয়ামী করেছে, বাকিরা হাজতঘর।
এদেশে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার জামাত এনেছে, বাকিটুক “সেই নারী”।

এই দেশে যত বাড়িয়াছে দাম— গ্যাস, বিদ্যুৎ, তেল
মূর্খ তোমরা, বোঝোনা ওসব উন্নয়নের খেল?
দাদাকে দিয়েছি ইলিশের ঝোল, সুইস ব্যাংকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

শহিদমিনার

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

ফেব্রুয়ারি বছর ঘুরে আসবে যখন একা,
শূন্য বুকে জাগবে আবার পুষ্প দানের ঠেকা।
মুক্ত পায়ের ঐকতানে সেই পুরাতন গীতে
বুলির ছটায় ছুটব মোরা ফেব্রুয়ারির শীতে;
পুষ্প মালা দিতে।

শীতের কাঁথা নীচেয় ফেলে তীব্র শীতের ভোরে
মুক্ত পায়ে পৌঁছে যাওয়া শহীদমিনার-দোরে—
এটাই কি কম ত্যাগের কথা বর্তমানের দেশে?
এখন কি আর সময় আছে রক্তদানের, হেসে?... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

স্বদেশ

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৯

গুণ ধরেনি, ঘুণ ধরেছে তোমার মেরু-মজ্জাতে
হে দেশ, আমি তোমার মতোই, লুকোইনে আর লজ্জাতে।
চলুক বয়ে নরক-নদী, মড়ক লাগুক গোড়ায়,
শেকড় তোমার উপড়ে গেলেও করব কেয়ার থোড়াই।


ধর্ষণে রোজ সেঞ্চুরি হোক, তাতে আমার কী আর!
স্বদেশ, আমি তোমার মতোই করব শুধু “চিয়ার”।
শাস্তি না আর, মাস্তি হবে, আকাম করো যতোই—
দেখেও আমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

আযান

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৪



“ঘুমের চেয়ে নামাজ বড়ো, ঘুমের চেয়ে নামাজ”—
ডাকিস কেন কান ফাটিয়ে,পাস না খেয়ে কাম আজ?
কাক-ভোরে রোজ ডাক দিয়ে যাস, তাক লেগে যাই শুনে
ঘুমের মজা কাড়িস যে তুই গুণ্ডা-ডাকাত-খুনে!
আরাম-আয়েশ খুন করে তুই মেজাজ করিস গরম
তুই খাবি কি চাবুক-পেটা,মারব এনে খড়ম?


আজকে হঠাৎ রাত্রে আমার আব্বা গেলেন মারা
দুঃখে আমার বুক ফেটে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     like!

কবির মৃত্যু

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০


এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু
বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।
সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়?
অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।


বলুক না দেশ প্রলাপ-বচন, জ্বলুক না দেশ চিতায়—
ওসব ছাড়াই কাব্য হবে, ভাবব না আর বৃথাই।
হাঁটব না আর ন্যায়ের পথে, মাতব বিষের চুমায়!—
আমি... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

নির্বাচনের ধীর বচন

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

নির্বাচনটা এমনি করেই সুষ্ঠু হোক
সোনার সকল ছেলেগুলো আগের মতোই দুষ্টু হোক
হাতে তাদের চা-পাতি, দা ঘুরতে থাক
সোনার এদেশ সোনার মতোই পুড়তে থাক

কেন্দ্রগুলো এমনি করেই হোক দখল
চলতে থাকুক আগের মতোই ভোগ-দখল

সোনার ছেলে একটু না হয় দুষ্টু হোক
নির্বাচনটা “আগের মতোই” সুষ্ঠু হোক।

—নির্বাচনের ধীর বচন
আহমদ মুসা,
... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

কবিতাখানা ভোটের

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

পাঁচটা বছর রাস্তা ঘুরে আসল আবার ভোট
হাজার জোটের, হাজার নোটের নানান রকম ঘোঁট
নানান দফার ইশতেহারে আমজনতা, রোজ
নতুন দিনের আশায় চালাস নতুন মুখের খোঁজ।

আসবে যখন নতুন নেতা—নতুন ভোটের ফল
নতুন করে কাঁদবি আবার আমজনতার দল!
নতুন-নতুন নিপীড়নের চলবে নতুন ডোজ
দেশের টাকায় বসবে আবার কাক-শকুনের ভোজ
ঘুরেফিরে আগের পথেই টানবি আগের জের
আগের মতোই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

ভাল্লাগে (একটি অরাজনৈতিক কবিতা)

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

রঙ্গে ভরা বঙ্গদেশের নীতি এখন চকচকা,
শোষণ-ত্রাসন নিপাত গেছে, দেশ যে এখন ফকফকা!
হচ্ছে দেশের অগ্রগতি, বলবে কি কেউ হয়না তা?
আমিও তা করব স্বীকার, ধড়ে আমার কয় মাথা?

এখন দেশে সাম্য দেখে আমার ভীষণ সুখ লাগে—
মানুষ-কুকুর দুইজনাতেই আস্তাকুঁড়ে ভিখ মাগে;
আস্তাকুঁড়েয়, রাস্তাজুড়েই —চলছে সুখের বর্ষণ এ।
সেঞ্চুরি রোজ... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

দুটি অণুগল্প

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫



১.
শুনশান নিরিবিলি স্টপেজে বাস এসে থামতেই জানালা দিয়ে বাইরে উঁকি দিলাম। দেখলাম, কড়া রঙের শাড়িপরা মাঝবয়সী এক মহিলা আরেক মহিলার দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলছে—এরপর থেকে কড়া গলায় কিছু বললেই কলার ধরে কষিয়ে একটা থাপ্পড় দিবি। নারীরা আর পিছিয়ে নেই। নারী পুরুষ এখন সমান। আমরা সমান... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

কাঠুরে ও জলপরি(আধুনিক ভার্সন)

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

চার-পাঁচশ বছর আগের কথা। সেই সময় চারদিকে ছিল পরিদের আনাগোনা। মানে, তারা যেমন এটা-ওটা আনত, তেমনি আবার মানুষজনকে গুণতও। এখন যেমন আমাদেরকে তারা গোণায়
ধরে না, পরিদের পরিস্থিতি তখন ও-রকম ছিল না মোটেই।




তো, সেই সময় এক কাঠুরে গেল বনের মধ্যে কাঠ কাটতে। পাশেই ছিল একটা মাঝারি গোছের পুকুর।... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ১৫৫৭ বার পঠিত     like!

মা-দিবস

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ১৪ ই মে, ২০১৮ রাত ১২:৫২


আজকে শুধু তোমায় মাগো পড়ছে আমার মনে
গভীর ব্যথা গুমরে কাঁদে নিবিড় হৃদয়-কোণে!
আমার পাশে নেই মা তুমি—তোমার ছায়া শুধু,
চতুর্দিকে তবুও তুমি—বাদবাকি সব ধু-ধু।
জ্বরের ঘোরে কাঁপছি যেন—গভীর নিশীথ রাতে
চোখ মেললেই তোমার সে মুখ দেখছি আঁখির পাতে।
উদ্বেগে মা তোমার মুখে কিসের নিবিড় ছায়া
তোমার মুখে তোমার বুকে গভীর... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

কোটার রাজ্যে পৃথিবী গদ্যময়

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪১

অস্ত্র হাতে যুদ্ধ করে করলি স্বাধীন দেশটারে,
কোটার প্যাঁচের টোটার ঘায়ে করলি আবার শেষ তারে!
ছেলেপুলে, নাত্-পুতেরাও যোগ দিল হায়! তোর সাথে
স্বাধীনতার সূর্য কোথায়? অমানিশার ঘোর রাত এ!

পাকির শোষণ, রানির শোষণ—করল শোষণ সব সখী,
শেষকালে এই কোটার শোষণ—তফাৎ তবে রইল কী?
এই জগতের ব্যাপার বোঝা নয়তো মোটেই শক্ত রে!... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৮২ বার পঠিত     like!

একুশ

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

আমি মগজে আমার ধার দিয়েছি, মগজ দিইনি ধার
চাবুকের ঘায়ে এ বুক আমার ছিঁড়েছে বারংবার।
আমি রেগেছি আবার, জেগেছি আবার শত শ্বাপদের মাঝ
... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

আক্ষেপ

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯



তোর ওই চোখে দেখেছিরে আমি প্রলয়ের প্রতিধ্বনি—
দেশের আকাশে জমছে শুধুই দুর্ভাগ্যের শনি।
শনির আঘাতে অচিরেই বুঝি অশনি আসবে নেমে,
প্রচণ্ড তার উগ্র আঘাতে সব কিছু যাবে থেমে।


কেন জানি মনে হয়,
ধূলিঝড়ে ভরা এদেশে কখনও হবে না সূর্যোদয়।
মহাকাল ধরে এমনি করেই নিরীহেরা হবে বলি,
পাষণ্ড সব ষাঁড়ের আঘাতে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬২৬৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ