তুমি অথবা শরৎকাল
রোদ হাসলে আকাশের নীল হাসে।
গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ দল ব্যস্ত হয়ে
দূর সীমাহীন দিগন্তে ছুটে।
লিলুয়া বাতাসে তোমার মুখে এসে পড়া চুল আর
ঢেউ খেলানো আঁচলের সাথে—
কাশবনে সব কাশফুল নেচে যায়।
নিভৃতে একজোড়া অপলক চোখ আনমনে
তোমা পানে চেয়ে রয়।
কাশফুলের মতো নম্র
অপরূপ সুন্দর দুরন্ত চঞ্চল
তুমি অথবা শরৎকাল
আহা কী মায়াবী !
কোন নামে তোমায় ডাকি
আকাশী - নীলিমা... বাকিটুকু পড়ুন