শুদ্ধভাবে সালাম দেয়া ও আল্লাহ হাফেজ বলাকে বিএনপি-জামায়াতের মাসয়ালা ও জঙ্গিবাদের চর্চা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। ঢাবির অধ্যাপকের এই বক্তব্যে অনলাইনে প্রতিবাদের ঝড় উঠেছে গত দুই দিন ধরে ।
একজন মুসলিম হিসেবে যে কারো সাথেই আমরা কথা বলা শুরু করি আসসালামু আলাইকুম দিয়ে এবং বিদায় নেই আল্লাহ হাফেজ বলে। চিরচারিত এই মুসলিম প্রথা এখন শুনলাম জঙ্গীবাদের লক্ষন!!
যাই হোক আর কথা না বাড়াই। ব্লগের সব ব্লগারদের উদ্দেশ্যে ছোট্ট এক খোলা চিঠি -
আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন সবাই। এই করোনাকালে তেমন ভালা থাকার সুযোগ নেই অবস্য। আমিও মানসিকভাবে ভাল নেই।দেশে যাওয়াটা খুব জরুরী হয়ে পড়েছে কিন্ত যেতে পারছি না। প্রিজনের কাছে যাবার জন্য মনটা ভয়ঙ্কর রকমের অশান্ত হয়ে আছে। কিন্ত বিদেশ ভ্রমনকে এখন অসম্ভব কঠিন করে রাখা হয়েছে হাজারো জটিল নিয়ম কানুনের বেড়াজালে। মন ছুটে গেলেও মনকে শক্ত করে বেধে রাখা ছাড়া তাই দ্বীতিয় আর কোন উপায় এখন নাই। আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ্ হাফেজ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩