ব্লগার হিসাবে মানুষের প্রতি আপনার কর্তব্য কী?
একজন ব্লগার একজন সাধারন মানুষের চেয়ে আলাদা।
একজন সাধারন মানুষ কাজ করে। সংসার নিয়ে ব্যস্ত থাকে। সে শুধু তার কাজ এবং সংসার নিয়েই ভাবে। দেশ বা সমাজ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
মাথায় অনেক প্রশ্ন, কোনটা রেখে কোনটা বলি! আজ কয়েকদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে যে, ধরেন আমাকে কোন একটা ব্যাংক আমার অবস্থা বিচার করে একটা ক্রেডিট কার্ড দিলো এবং তার লিমিট ধরেন ৫০ হাজার (লিমিটের বাইরে খরচ করা যায় না), মানে আমি তাদের টাকা থেকে যে কোন সময়ে ৫০ হাজার খরচ করতে পারবো এবং সময় সময়ে আবার তাদের সেই টাকা ফেরত দিবো, যদি সময় মত ফেরত না দেই তবে ইন্টারেষ্ট আসবে এবং সেটাও আমার দায়িত্ব, এখানে ব্যাংক এবং আমি! আরো পরে ফেরত না দিতে পারলে আইন আদালত বিচার আচার আছে!
এদিকে আমার অভিজ্ঞতার কথা বলি, আমাকে ২০০০ সালের দিকে একটা ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
ভাজা রুটির মত অস্বচ্ছ কাচের জানালা দিয়ে যখন মুক্ত বিহঙ্গের ছবি তুলি
তখন শহরে একটি সর্বনাশ ঘটে গেছে!
ক্রেন উল্টে গেছে,
মানুষ চাপা পড়েছে
বর কনে বসে আছে পাশাপাশি
জীবন্ত অথচ ধূসর একটি সময়ে
পাশের আত্মীয়টি থেতলে মরে পরে আছে
গাড়িটি থমকে আছে,
চারিপাশে অসংখ্য কৃত্রিম চোখ সংগ্রহ করছে তাদের দূর্দশার চিত্র।
কারোরটা স্থির,কারোরটা গতিশীল
স্থানীয় সময় থেকে শুরু করে তথ্যবহুল এক-একটি উপস্থাপনা।