somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

" ভাবনার দেয়াল "

আমার পরিসংখ্যান

ফয়াদ খান
quote icon
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

"""""""" ভালবাসি ""'''''''''

লিখেছেন ফয়াদ খান, ০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৩

""""" ভালবাসি """"
ভাবি যখন তোমায় নিয়ে
ঘরের কোনে সঙ্গোপনে,
হৃদয় নীড়ে ঢেও খেলে যায়
নানান রঙের স্বপ্ন বুনে।
রূধির ধারায় ঝড়ো কাঁপন
শিরায় শিরায় তুফান আনে।
তাইতো আমি সব ভুলে আজ
পড়ে থাকি তোমার ধ্যানে।
তোমায় পাওয়ার আকুলতা
জাগে মনে ক্ষনে ক্ষনে ।
বন্ধু তোমায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     like!

" মেঘমালাদের কথন "

লিখেছেন ফয়াদ খান, ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:২১

গুড়ি গুড়ি বারি ঝরে এলো বরষা
নীলাকাশ ছেঁয়ে যায় কালো ধুয়াশা,
মেঘমালারা ফিরে পায় দুর্বার বেগ
একে একে জড়ো হয়,শুনায় আবেগ !!

সমাবেশ করে যেন দেয় জানিয়ে,
গগনের সীমানাটা যাবে ছাড়িয়ে!
চমকায় বিদ্যুৎ, বাজে বজ্র নিনাদ
আজ তারা ধুয়ে নিবে নিখিলের খাঁদ!

একসাথে দিবে তারা মহাপথ পাড়ি!
সেথা যেন মিশে যাবে যেথা স্বীয় বাড়ি।
এই যেন পণ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

""ঐতিহ্যের বৈশাখ ""

লিখেছেন ফয়াদ খান, ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:২৭

এলো বৈশাখ লাগে আনন্দ
মনে তে তবু যে ভয় !
কখন কোথায় ঝাপিয়ে পরে
কাল বৈশাখী ঝড় !!
শিশুরা মহা আনন্দে মাতে
এলো যে নব বৎসর,
মনে তবুও দুরুদুরু ভয়
কখন নামে যে ঝড়!
চারদিকে নব আলোকসজ্জা
আলোয় ভরেছে ঘর!
নবযৌবনা নদীর অথৈ জলে
দু'কুল কাঁপে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

. " স্বপ্নে বেঁচে থাকা "

লিখেছেন ফয়াদ খান, ২৪ শে জুন, ২০২২ রাত ৮:২২

কোটি মানুষের প্রেরণায়
নতুনের করি খোঁজ !
আগামী কে কিছু দেওয়ার আশায়
স্বপ্ন দেখি রোজ ।
স্বপ্ন পূরণ সকাশে অবলা
দেব দূতে দেয় ভোজ !

কত স্বপ্ন আসে মনের মাঝে !!
আর হারায় কত শত!
কত স্বপ্ন সহসা ধুলোয় মিশে
রেখে যায় শুধু ক্ষত !!

মর্ত তলের কত না স্বপ্ন
প্রকাশ প্রয়াসে ব্রত।
স্বপ্ন পূরণের প্রয়াশে সকলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৩ বার পঠিত     like!

""""""ফেরারি আমি """'’''

লিখেছেন ফয়াদ খান, ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬

কোন একটি দলের কর্মী হওয়ার অপরাধে যখন তার হাত পায়ের রগ কেটে তাকে চিরতরে পঙ্গু করে দিলাম !
তখন তো মানবতা লঙ্ঘিত হয়নি !
লগি- বৈঠা ও ইটের আঘাতে আঘাতে ঐ ছেলেটির মাথা চূর্ন-বিচূর্ণ করে, তার লাশের উপর অসুর নিত্য করলাম !!
কই তখন তো মানবতা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

"_রূপের বড়াই ""

লিখেছেন ফয়াদ খান, ২৪ শে মার্চ, ২০২২ রাত ১:০৬

রূপের মোহেই অন্ধ তুমি
খেলছো রূপের খেলা,
রুপ যে তোমার মরীচিকা
ক্ষণিক ফুলের মেলা ,
দিনের শেষে কাটবে মোহ
থাকবে কেবল হেলা !

পাপড়ি জুড়ে রঙের ডালি
ফুটবে যবে ফুলের কলি !
প্রশংসা তে যাবে ভেসে ,
শ্রমের শেষে হাসবে মালি ।
চাইবে সবে দিতে আদর !
সবার কাছেই থাকবে কদর ।
রবির আভায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

" ভাষার ছুটি "

লিখেছেন ফয়াদ খান, ১৩ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৩

সেদিন বন্ধু এসেছিলে উঠোনে আমার
রেখেছিলেন চোখে চোখ
হয়তোবা কিছু ছিল বলার
দেখি লজ্জাবনত মুখ ।
ধীর পায়ে আরো কাছে এলে
শেষে হয়ে গেলে বুঝি মূক ।
আনত নয়না ওগো
চোখ তুলে দেখো
আরো কাছে এসে
চোখে চোখ রাখো।
নাইবা হল ভাষার প্রকাশ
আজ চোখে চোখে কথা হোক ।
আজকে না হয় ভাষার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

""আসলে বোকা নই"" !!!!

লিখেছেন ফয়াদ খান, ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৩


ওরা ভাবে আমি বোকা ,
আসলে তো বোকা নই !!
এতো চালাকের ভীড়ে
আমি বোকা সেজে রই ।
সোজা চলি,সোজা ভাবি
সোজা পথে গাঁ ভাসাই
তাই দেখে কেউ ভাবে
বাঁকা পথ জানা নাই।
নানা ছিদ্রান্বেষী লোক
কত কিছু বলে যায় ,
চুপ থেকে শোনা ছাড়া
কি বা আর করা যায়।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

আয় ফিরে মানবতা -!!!!!!

লিখেছেন ফয়াদ খান, ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮





এতো কেন অসুরতা ? মানবতা গেল কোথা ?
বুক ভরা কাতরতা ,ঘুনে ধরা নীতি- কথা ,
হীন অকর্ম - অসারতা, লাশ পরে যথা তথা ।
শান্তির সু- বার্তা , আজ যেন উপকথা ।

দূর হোক অজ্ঞতা ,হৃদ কোনে কি যে ব্যথা !
আয় ফিরে মানবতা , বিশ্বের ঘরে ঘরে ,
আয় ফিরে এই বারে, ঘোর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

"" কিসের বড়াই ""

লিখেছেন ফয়াদ খান, ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮

মানুষ তুমি কোথায় ছিলে ?
কোথায় যাবে চলে !!
ভুলে গেলে কতো অসহায় ছিলে ?
যবে ধরনীর বুকে এলে !!!
ছিলে দুর্বল বড় অসহায় !!
এতো বড়াই তবে কিসে?
কিসের এত বাহাদুরি ?
রুধির ধারায় ফুঁসে !!

চলনে-বলনে বিষাক্ত সবি
তাকাব্বরির বিষে !
মাটি হতেই উত্থান আর
মাটিতেই যাবে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

""মায়ের ছায়া ""

লিখেছেন ফয়াদ খান, ২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

খোকন তোমার আর কাঁদে না
খিলখিলিয়ে আর হাসে না
প্রান খুলে আর গান ধরে না
খেলাধুলায় আর মজে না।
চুপিসারে ফুঁপিয়ে ফুঁপিয়ে
করুন সুরে কেঁদে কেঁদে,
ক্লান্ত হয়ে গভীর রাতে
চক্ষু দুটি বুজে ।
আনমনে কোন মায়ার ঘোরে !
কোথায় যেন যায় হারিয়ে !
ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে যেন
মায়ের ছায়া খুঁজে ।
না জানিয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

"_মাগো তোমায় মনে পড়ে ""

লিখেছেন ফয়াদ খান, ১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৬

মাগো তোমায় মনে পড়ে
থাকি যখন একা ঘরে ,
কেমন করে আমায় ছেড়ে
থাকছো সুদূর তেপান্তরে ?
যেমন করে গানের পাখি
গান গেয়ে যায় আপন সুরে !
যেমন করে মৌমাছিরা
সুখ খুঁজে পায় ফুলে ফুলে !
তেমনি করে তোমার কোলে
দুঃখ সকল যেতাম ভুলে !!
ভেবে ভেবে তোমায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

"""উদয়ের প্রতীক্ষায় ""

লিখেছেন ফয়াদ খান, ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৫

কষ্ট গুলো থাক না চাপা !
সে কী পাষন্ডতার গন্ধ ,
বিবেক কপাট খুলিস না আর
চোখ গুলো থাক বন্ধ !!
মানবতা ডুকরে কাঁদুক
আইন- আদালত অন্ধ !

জীবিত থেকেও মৃত্যুর সম
চেপে থাকা নানা দ্বন্দ,
সদা হাসিমুখ মলিন হল
হারায়ে বাঁচার ছন্দ।
উদয়ের পথে ডোবে কতো প্রান
নেমে আসে কালো সান্ধ্য... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!

"""আবেগি অনুরাগ""""

লিখেছেন ফয়াদ খান, ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২২

নিদ নাহি আসে চোখে
রাত যে হয়েছে ঢের
কতো স্বপ্নের জাল বুনে বুনে শেষে
ধূলোয় মিশেছে ফের !
তারায় তারায় খচিত নীলাকাশ যেন
জ্বলজ্বলে মুক্তোয় একাকার !
পাবন আবেশে উর্মিমালারা যেন
খেলা করে জলাধার !
জোছনা ছড়ানো রজনীর বুকে
সাধ জাগে হারাবার !!
নিভৃতের ছায়া তিমিরের সনে
মিলেমিশে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

"""প্রনয় কাব্য """"

লিখেছেন ফয়াদ খান, ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১১

নিদ নাহি আসে চোখে
রাত যে হয়েছে ঢের,
কতো স্বপ্নের জাল বুনে বুনে শেষে
ধুলোয় মিশেছে ফের !

তারায় তারায় খচিত নীলিমা যেন
জ্বলজ্বলে মুক্তোয় একাকার ।
জোছনা ছড়ানো রজনীর বুকে
আনমনে হারায়েছি বহুবার।
বারবার ঘুরে সরে গেছি দূরে
খুজে ফিরি রাহাবার !!


আমবশ্যার ঘনকালো রাতেও
বিদায় নিয়েছে ঘুম !
কুহেলী মোড়ানো শিশির সিক্ত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৫৮২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ