ব্লগে কে কে বলেন, আমেরিকা শেখকে হত্যা করেছে? খুব বেশী ব্লগার ইহা বলেন না; তারা শেখের দুর্নীতি, আওয়ামী লীগের দোষ টোষ নিয়ে বলেন যে, কিছু বিপথগামী সৈনিক শেখকে হত্যা করেছিলো। আমি জানতাম যে, সিআইএ শেখকে হত্যা করেছে। শেখ হাসিনাও ইন্দিরা থেকে আসল ঘটনা জেনেছে; কিন্তু ইহা কখনো মুখে আনেনি। আমেরিকান দুতাবাস জানতো যে, শেখ হাসিনা না'জানার অভিনয় করছে; তারা জানতো যে, ইন্দিরা গান্ধী অবশ্যই এসব বিষয়ে পাঠ দান করেছে।
১৯৭৪ সালের দিক থেকে বাংলাদেশ মিলিটারী আমেরিকার পকেট ছিলো; জিয়ার মৃত্যুর পরও জিয়ার জেনারেলরা ও এরশাদ আমেরিকার পকেটে ছিলো। বেগম জিয়া ও জামাতের মাখামাখি আমেরিকা পছন্দ করতো না; কিন্তু জেনারেলরা বেগম জিয়ার সাথে আছে, আমেরিকার জন্য যথেষ্ট ছিলো।
আমেরিকা সব সময় খেয়াল রেখে আসছিলো হাসিনা নিজ দলের কাছে ও বাংগালীদের মাঝে আমেরিকান-বিরোধী মনোভাব গড়ার চেষ্টা করছে কিনা! আমেরিকা শেখ হাসিনার উপর বড় ধরণের অসন্তুষ্ট হয়েছিলো শেখ হাসিনা যখন মিলটারীকে কন্ট্রোলে নেয়ার চেষ্টা করেছিলো।
শেখ হাসিনা চীনের সাথে ব্যবসা করতে গিয়ে ক্রমেই আমেরিকাকে বিরক্ত করে আসছিলো; আমেরিকা ব্যবসার জন্য মন খারাপ করেনি, মন খারাপ করেছে চীনকে কাজে অকাজে গুরুত্ব দেয়ায়।
আমেরিকা স্পষ্ট প্রমাণ পেয়েছে যে, শেখ হাসিনা মনেপ্রানে বিশ্বাস করে যে আমেরিকাই তার বাবাকে হত্যা করেছে; এবং সে আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকার পকেট থেকে মিলিটারীকে বের করে আনার ব্যবস্হা নিয়েছে। বাংলাদেশের মতো দেশের উপর আমেরিকা কেন যে আধিপত্য রাখতে চায়, ইহা বুঝা মুশকি হতে পারে ইহা ১ ধনের ঝোঁক।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৭