আমি সামুতে এসেছিলাম ২০১২ সালের শেষে দিকে; আমার ২/১টি কমেন্টের পরপরই কিছু ব্লগার আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন; তখন অনেক অনেক ব্লগার ছিলেন সামুতে; কিন্তু দক্ষ ব্লগার তখনো ছিলেন না; শতকরা ১০ ভাগ এটাসেটা লিখতে পারতন, বাকীদের অবস্হা লিলিপুট। কোন একটি বিষয়ের উপর পুর্ণ ও সঠিক ধারণা নিয়ে লেখার মতো ব্লগার সামুতে হাজারে ২/৪ জন ছিলেন।
লেখক যা ছিলেন, পাঠকদের অবস্হা ছিলো আরো ভয়ংকর, কি পড়ে কি বুঝতেন, সেটা আল্লাহ জানতেন, গড়ে কমেন্ট ছিলো ৬ পায়ের গরুর রচনার মতো। কমেন্ট যে ফিডব্যাক দেয়ার জন্য উহা বাংগালী ব্লগারেরা বুঝতেন বলে মনে হয় না; ফিডব্যাক বলতে তেন কিছু আমার চোখে পড়তো না; কমেন্টে পারিকবারিক আলোচনা থেকে শুরু করে গালাগালি সবই থাকতো।
সামু আমার ৭টি নিক খেয়ে ও মোট ব্লগিং'এর সময়ের ৩ ভাগের ১ ভাগ সময় সেমিব্যানে রেখে, আমাকে স্বাভাবিক ব্লগিং'এ বাধা দিয়েছে। এরপরও আমি চেষ্টা করছি ব্লগিং করতে ও ফিডব্যাক দিতে।
ধারণাগত ভুল ব্লগিং'এর ২ টি সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি নীচে:
(১) ১ জন ব্লগার লিখেছেন যে, আওয়ামী সরকারের পতনের পর, বাংগালীদের ভারত ভ্রমণ অনেকটা বন্ধ; এর ফলে, "ভারতীয় মুদ্রার মান কমে গেছে।" ( ট্যুরিজম ও মেডিক্যাল সেবা থেকে আয় সামান্য কমেছে; কিন্তু তাতে ভারতীয় মুদ্রার মান কমতে পারে না )
(২) ১ জন ব্লগার বিস্ময় প্রকাশ করে পোষ্ট দিয়েছেন, "ভারত অর্থনৈতিকভাবে সব সময় আমাদের পেছনে ছিলো, সম্প্রতি কিভাবে ওরা আমাদের সামনে চলে গেলো?" ( ১৯৭১ সাল থেকেই ভারতীয় অর্থনীতি অনেক সবল ছিলো পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের তুলনায় )
এই ২টি পোষ্টে আমি ব্যতিত অন্য কেহ সঠিক ফিডব্যাক দেননি; আমি উনাদের ভুল ধরিয়ে দেয়ার পর, ২ জনই আমার উপর ক্ষেপেছেন; এইভাবে হাজার হাজার ব্লগার আমার উপর ক্ষেপেছেন। এমনকি সামুটিমের ব্লগারেরা হিজিবিজি লিখেন ও আমার ফিডব্যাকে উনারা আমার উপর ক্ষেপেছেন সব সময়।
ব্লগার রাজিব আমার পোষ্টে বারবার কমেন্ট করে ১ জন কলিকাতার ব্লগারের সুনাম করতেন; আমি ব্লগে উনার আচরণ দেখতাম টং দোকানে বন্ধুদের মতো, উনার ফিডব্যাকগুলো আবর্জনা ছাড়া কিছুই ছিলো না। আমি উনার কেমন্টের সমালোচনা করার পর, সামুর অনেক ব্লগার আমার উপর ক্ষেপেছেন। কিন্তু আমি জানতাম যে, আমি সব সময় সঠিক মন্তব্য করার চেষ্টা করি।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৯