"সাধারণ ছাত্ররা" আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করায় দেশের মানুষের বড় অংশ হাঁফ ছেড়ে বেঁচেছিলেন সামান্য সময়ের জন্য। আজকে, ৫ মাস পর, দেশের বড় অংশ বুঝতে পেরেছেন যে, আন্দোলনটা ঠিক "সাধারণ ছাত্ররা" করেনি; এই আন্দোলনটার মুলে আছে আমেরিকান দুতাবাস: সাধারণ ছাত্রদের রাস্তায় আনার দরকার ছিলো, রাস্তা দখল করার জন্য, যাতে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী রাস্তার দখল নিতে না'পারে। সাধারণ ছাত্রদের রাস্তায় আনার জন্য "ট্রেইনড প্রাক্তন ছাত্রদের ব্যবহার করা হয়েছে, যাদের আগের ইতিহাস ভীতিকর"।
সাধারণ ছাত্রদের নামে প্রতারণা করা হয়েছে, ইহা কোটা-আন্দোলন ছিলো না; ইহার উদ্দেশ্য ছিলো শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যু্ত করা, শেখ হাসিনাকে হত্যা-করা ও দেশের কন্ট্রোল মিলিটারীর হাতে নেয়া। সেটাই ঘটেছে। প্রতারকদের ভাড়া করে নেয়া হয়েছিলো।
গত ৫ মাসে যা ঘটেছে, তাতে মুক্তির আনন্দ উবে গেছে: জাতি এখন শংকিত, ভীত, চলমান নৈরাজ্য জাতিকে ভবিষ্যত নিয়ে হতাশ করে তুলেছে।
**** সবচেয়ে ভীতিমুলক ঘটনা হলো, প্রতারক ছাত্রদের ৪/৫ জন সরকারের অংশ হওয়ায়; এদের রাজনৈতিক জ্ঞান কোন অবস্হায় দেশ চালনার জন্য যথেষ্ট নয়, এদের রাজনৈতিক পরিচয়ও ভীতিকর।
নতুনবর্ষ নতুন আশার সন্চার করেনি; মানুষ একটু ভালো খেয়ে, আনন্দ করে, শব্দ করে, জাতির চলমান নৈরাজ্য ও হতাশা থেকে কয়েকঘন্টা মুক্তি পাবার চেষ্টা করেছেন মাত্র।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪০