এখন পশ্চিম চাহে যে, মুসলমানেরা যেন "ভাগ্যান্নষন"এর জন্য তাদের দেশে আর না যায়; কারণ, মুসলমানেরা পশ্চিমের সংস্কৃতিকে হেয় করার জন্য ধর্মকে ব্যবহার করে। একই আব্রাহামিক ধর্মের লোকজন হলেও, মুসলমানদের সংস্কৃতির সাথে পশ্চিমের সংস্কৃতির মিল নেই। ইউরোপ ও আমরিকা মুসলমানদের নিয়ে সুখী নয়।
(১) নিউ অরলিয়েন্সে গাড়ী তুলে দিয়ে ১৫ জনের হত্যাকারী হচ্ছে আমেরিকায় জন্মগ্রহন-করা মুসলিম; সে আমেরিকান মিলিটারীতে ১০ বছর চাকুরী করেছে। সম্প্রতি "আসল ইসলাম" গ্রহন করেছে। মানুষ হত্যা করে নিজেও প্রাণ হারিয়েছে।
(২) জার্মানীতে খ্রীষ্টমাস বাজারে হত্যাকারী লোকটি ১ জন মুসলিম ( সৌদী ডাক্তার ) মানসিক রোগী। আমেরিকা ও পশ্চিমে মানসিক রোগীরা মানুষ হত্যা করে চলেছে, ইহা থামানো মোটামুটি অসম্ভব এখনো। তবে, মুসলিম মানসিক রোগীরা, যারা মানুষ মারে, তারা ইসলামিক জংগী গ্রুপদের প্রভাবে ইহা করে থাকে; ইসলামী জংগী গ্রুপগুলো মুসলমানদের মাঝে এই ধরণের সমস্যাযুক্ত মানুষকে টার্গেট করে, সাধারণ মানুষ হত্যায় ব্যবহার করে।
ইসলামে করণীয়:
(১) আল্লাহের কাছে পুরোপুরি আত্মসমর্পন ( জন্ম-মৃত্যু, রিজিক, জীবন আল্লাহের পথে )।
(২) আল্লাহের সাথে সম্পর্ক স্হাপন ( ৫ টি পিলারের প্রেকটিস )।
(৩) নিজের ও নিজের দ্বীনের- ভাইদের জীবনের মান উন্নয়নের জন্য "জ্বিহাদ করা"।
এগুলোর প্রভাব পড়ে মানুষের জীবনের উপর; সাধারণ মানবজাতি থেকে এভাবে মুসলমানেরা আলাদা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ২:৪৯