**** আমি চাঁদগাজী নিকে ব্লগিং করার সময়, ব্লগার হাসান মাহবুব আমাকে ১টা গালি দিয়েছিলেন; তিনি আমার ১ পোষ্টে মন্তব্য করেছিলেন; মন্তব্যটা ছিলো, "তুমি একটা মাদারচোদ"। আমি বিনিময়ে কিছু বলিনি। আমি কখনো কোন মানুষকে গালি দিইনি এই জীবনে।
আজকে ব্লগারস ইন্টারভিউতে ব্লগার হাসান মাহবুবের ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে; এই ধরণের বাল্যখিল্য ইন্টারভিউতে অংশ নেয়াটা হাস্যকর ব্যাপার। উহা এখনো ১ম পাতায় আছে; এই ইন্টারভিউ'এর এক যায়গায় তিনি আমার ব্যাপারে কথা বলেছেন; উনি বলেছেন যে, চাঁদগাজীকে ( আমাকে ) ব্যান করার পর কেন ফিরতে দেয়া হয়, এই ব্যানের কোন মানে আছে? চাঁদগাজী কি "পরিশুদ্ধ" হয়েছে?
আমার প্রশ্ন, চাঁদগাজীর কি "পরিশুদ্ধ" হওয়ার মতো কিছু আছে? আমার জন্ম হয়েছে "পরিশুদ্ধ" অবস্হায়। আমি পরিশুদ্ধ হয়ে কোন ব্লগারের মতো হবো, এই রকম কেহ কি কখনো ছিলেন ব্লগে, নাকি আসার সম্ভাবনা আছে?
আমি কোন বাংলা ব্লগে পরিচয় না'দিয়ে যদি "৩ লাইন লিখি বা ২ লাইনের ১টি মন্তব্য করি", যাঁরা বাংলা ব্লগে গত ১৫ বছর ব্লগিং করেছেন, তাঁদের ৬০ ভাগ বলতে পারবেন যে, ইহা ফারমার/খেলাঘর/ চাঁদগাজী/সোনাগাজী লিখেছে! নতুন করে আমার পরিশুদ্ধ হওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৬