ফেসবুক একটা মন্তব্যের জন্য গণ রিপোর্ট খেয়ে আমার আইডিটি গত ২৪ ঘন্টা "বাংলাদেশের আপামর জনগন" হয়ে ছিলো। অর্থাৎ সব কিছু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার উপায় ছিলো না।
যে মন্তব্যের কারনে রিপোর্ট খেয়েছিলাম তা অনেকটা এমন ছিলো, ' হাজী সেলিম দুর্নীতির দায়ে দশ বছরের সশ্রম কারাদন্ড নিয়া বিদেশে চলে যেতে পারেন কিন্তু অন্যদিকে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী (কয় বার নির্বাচিত সেই আলাপ বাদই দেন) কিছুটা উন্নত চিকিৎসার স্বার্থে নাজিমউদ্দিন রোড থেকে শাহবাগের পিজি হাসপাতাল পর্যন্ত যাইতে আইনের শাসন 'মানবিক' শাসনের কাছে স্যারেন্ডার করে।
যাইহোক, আমি রিপোর্ট খেয়েছি, ব্যাপার না। ঈদের সময় আপ্যায়িত হয়েছি। আমার পেট ভরে গেছে। যিনি পেট ভরে খাওয়ান, মানুষ তার প্রশংসা করে। আমিও এই ব্যাপারে প্রশংসা করছি। হাজী সেলিম যা করেছেন, সেটাই আইন। বাংলাদেশে থাকতে হলে একজন মানুষকে কেন আওয়ামীলীগ করতে হবে না অন্তত এর ভেক ধারন করতে হবে - হাজী সেলিমের ঘটনাতেই তা প্রমান হয়ে গেছে। এখন আমার মন টন বেশ ভালো। দেশে আইনের শাসনের উদহারন দেখে যদি মন খারাপ হয়, তাহলে আপনি দেশদ্রোহী।
কথা সেটা না মুল কথা হলো হাজী সেলিম তথা আওয়ামীলীগের এই ধরনের সকল অন্যায় বা 'আইনের শাসনের' ব্যাখ্যা ডঃ হাছান মাহদুদ যদি কখন দিতে ব্যর্থও হন, আমাদের সহ ব্লগার জনাব হাসান কালবৈশাখী সাহেব এই ব্যাপারে কখনও ব্যর্থ হতে পারেন না। আফসোস, আওয়ামীলীগের এত বড় একটা সম্পদ ব্লগে অবহেলায় পড়েছে আছে, কারো সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২২ দুপুর ১:৩০