somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন সাধারন লোক।

আমার পরিসংখ্যান

কালো যাদুকর
quote icon
বিশেষ কিছু নেই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অরণ্য রোদন

লিখেছেন কালো যাদুকর, ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৩



একখন্ড একলা জলা, পাখির চোখের মত টলমল,
চলে এসো তুমি, শুনতে পাখির কোলাহল,
এই অজানা অরণ্যে, পাইনের বনে,
শেষ আলোতে, বেলা শেষের আধাঁরে,
শহর থেকে দুরে এই আদারে বাদারে।
এখানে গাছের ছায়া ভেসে যায় জলে,
এখানে মনের ছায়া ভেসে উঠে জলে।

এভাবেই ভেসে গিয়ে, কোথায় গিয়েছ চলে?
এসো তবে প্রিয়া, এই নিবিড় বীথি তলে।
প্রানহীন এ বনে,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

অনুবাদিত কবিতা গুচ্ছ-১ ও অন্যান্য

লিখেছেন কালো যাদুকর, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

-------------------
---ব্লু-বেরি পাই---
------------------
-------------------
মোড়ের বেকারিতে ভিড়,
ক্রেতা আসে, চলে যায় চিজ কেক, অ্যাপেল পাই, প্যাটিস, বা টোস্ট বিস্কেট কিনে,
রাতের শেষে সবই বিক্রি হয়ে যায়।
এক কোনে পরে থাকে ব্লু-বেরি পাই।

কেউ খায় না, কেউ কেনে না ওকে,
একাকী পরে থাকে ব্লু-বেরি পাই-
প্রতি রাতে ফেলে দেয়া হয় পঁচে যাওয়া উচ্ছিস্ট হিসেবে।

কিছু জীবন ঠিক ব্লু-বেরি পাইয়ের মত।
তারা অপেক্ষা... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

বিভ্রম

লিখেছেন কালো যাদুকর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০


এই অস্তগামী সূর্যের মতই জীবন মায়ামি,
মনে হয়-
এই বুঝি, সুন্দর বিকেলের মত
আলো ছায়ার মেলায় জীবনের শ্রেষ্ঠ সময় জ্বলে ।
এর বুঝি নেই শেষ ৷

তবুও একটু পরেই
দিগন্তে মিলায় আলো,
জীবনের অবসানে।

অন্ধকারে হারায় আলো
চিরতরে,
অতীতের বিকেলের কথা মনে করে,
কেউই দুফোঁটা অশ্রু ঝড়ায় না।

আবেগে বা ভালবেসে।



বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

এক চুল দূরত্ব (একানব্বই )

লিখেছেন কালো যাদুকর, ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০



একটি সময় প্রার্থনা ছিল নক্ষত্র খচিত রাত্রির
এখন অপেক্ষা তুষারে জমে যাওয়া সকালের।

একটি দুইটি করে অনেক কথা জমেছে,
কথা গুলো বসেছে সারি সারি পাখির মত।
কথাগুলো শব্দ হীন,
কথাগুলোতে সংঘর্ষ নেই,
আছে শুধু আশার কথা, ভালবাসার কথা।

আশংকা হয় একটি ঝড়ো বাতাসের-
ওরা না ভয় পেয়ে উড়ে যায়,
চারিদিকে।


একটি তুষার ঝড়ে কথাগুলো জমে যাক চিরতরে,
এক... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!

শীতের রাতের কথা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৯

শহরের এই প্রান্তে প্রায় স্তব্ধ রাত আজ,
ঝরণার কলকল শব্দে রাতের সঙ্গীত বাজে কাছে কোথাও ৷
আকাশের তারারা এক দৃষ্টিতে তাঁকিয়ে আছে ঠান্ডা দৃষ্টিতে,
বাঁশের পাতার শব্দও শোনা যায় বাতাসের আবেগে ৷
শোবার ঘর থেকে শুয়ে এসবই দেখছি -
এ কানা রাতে ৷

পেঁচার ডাক শোনা গেল
একটি ইঁদুর হয়ত মরবে কোথাও ৷
এই সুন্দরী রাতে ৷

শহরের এই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

অপ্রকাশিত সূর্য

লিখেছেন কালো যাদুকর, ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৪

আমরা যারা অযাচিত সমলোচনা করি,
ঠিক করি কি সব সময়?
ভেবে দেখি কি - চশমার গ্লাস পরিস্কার করে?
"রাতে জ্বলে ওঠা সব তারা
অন্য কারো কারো আকাশে সূর্য"
একটি সূর্য অস্তমিত হয়েছে কয়েক মাস হল
এখনো তার রেশ রয়েছে,
আকাশের লালিমায়।



-------
বল্গার নুরু সাহেব একজন গুনী মানুষ ছিলেন। তিনি সত্যই একজন সাদা মনের মানুষ ছিলেন। তার মৃত্যুর খবরটি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

যদি দেখা হত এমন করে-

লিখেছেন কালো যাদুকর, ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৫১


ঘন নীল সন্ধ্যায় তারায় তারায় খচিত আকাশ,
পথ রেস্তোরায় শোভিত ডিনারের প্রস্তুতী ৷
নিস্তরঙ্গ রাতের অন্ধকারে নেই অস্থিরতা, হতাশা ,
যেন জীবন থেমে গেছে মধ্য যুগের রোমান্টিকতায় ৷
এখানে শুধুই পাওয়ার ও বেঁচে থাকার রসদে পরিপূর্ণ গলি ৷
জ্বলজ্বল তারারা জোনাকী হয়ে জ্বলছে ,
যেন আনন্দধারা ঝড়ছে অনবরত ৷



খবরের কাগজ বা সোশাল... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

নো আইসক্রিম ফর "ইয়ান "

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০




একটু পরেই ধেয়ে আসবে "ইয়ান"
লন্ডভন্ড করে সব কিছু হবে বিলীন।
নারিকেল গাছের বেণী ধরে দিবে প্রচন্ড টান,
ভেঙ্গে চৈরির হবে সবই খান খান।

রাস্তা, বসতী, বাণিজ্য বেসাত
সব ডুবে হবে কুপোকাত।

লাখো মানুষের বিপন্ন জীবন ,
একই সাথে ব্যকুল পশু ও অরণ্য বিতান।

সারি সারি পাইন আর পামের বৈচিত্র,
ইয়ানের রোষে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

"উষ্ণতম শীত "

লিখেছেন কালো যাদুকর, ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮

আজ শীতের প্রথম দিন
এরকম বিকেলে তোমার হাতটি ধরে - লম্বা দেবদাড়ু গাছের ছায়া দিয়ে হেঁটেছি কত ৷
মনে পড়ে ৷

এখন এ হাতদুটো পঁচে গেছে,
এখন এ হাতে শুধুই মৃত কবিতার জন্ম হয় ৷
শীতের ঝড়া পাতার মত
সে কবিতাগুলো ঝড়ে পড়ে,
তুমি শুন্য - এই ফাঁকা হৃদয় থেকে।



নোট:
উত্তর আমেরিকাতে আজ শীতের প্রথম দিন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

রাজকীয় শেষকৃত্ব

লিখেছেন কালো যাদুকর, ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪


খবর বেরিয়েছে রানী আর নেই,
কালো মানুষ বলে ---বেশ বেশ।
বিশ্বের তাতে ক্ষতি বৃদ্ধি নেই।
এসবই প্রতীকী ব্যাপার-
দাসত্বের শোষনের,
নিপীড়নের,
বহু মানুষের বুক ভাঙ্গা হাহাকারের।

তবুও কালো মানুষের লাইন পড়বে,
সারি সারি।
পুষ্পিত সুভাষ নিয়ে হাজির হবে
লক্ষ সাধারণ জন।

তাতো আসবেই ,
ওরা সবই ভুলে গেছে,
দুশো বছরের ধূসর স্মৃতি
হারিয়ে গেছে,
রাজকীয় আবরণে।

স্মরণ সভায় উপস্থিত সবাই,
নতুন রূপে আসবে,
অতিআধুনিক দাসত্বের মালা পরে।
বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

মানুষের স্মৃতি

লিখেছেন কালো যাদুকর, ১৩ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৮



আজ পৃথিবীতে অনেকগুলো ঘটনা ঘটেছে।
বায়ুর উষ্ঞতা বেড়েছে,
একজন প্রাক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত হচ্ছে,
অনেক মাস ধরে ধরণী জল বন্চিত হয়ে আছে,
বাগানের সব গাছগুলো মৃতপ্রায়,
যে যাকে পারছে লুট করছে,
বড়দেশ ছোটদেশকে মারছে,
আর নিজেদের বাহাদুরি দেখাচ্ছে।

বড় কম্পানীগুলো মানুষের রক্ত চুষে নিচ্ছে,
শেয়ার মার্কেট লুট হচ্ছে।

সর্বত্র পরিবর্তনের হাওয়া।

বাতাসে মানচিত্রের ব্যাপক পরিবর্তনের হাওয়া,
সে হাওয়া কার নৌকাতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

শান্তির পায়রা

লিখেছেন কালো যাদুকর, ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৯



কত দূর প্রান্ত থেকে এসেছে
কত পায়রারা,
পরম করুণাময়ের দরবারে।

কেউ কালো, কেউ সাদা, কেউবা নীল, বাদামি , তামাটে বর্ণের।
কেউ লম্বা, কেউ খাট
কত তার বিচিত্র মেলা।

রাজা , ফকির সবাই এসেছে,
দুইখণ্ড কাপড়ের দরিদ্র বেশে,
মুখে তোমার জয় গান নিয়ে,
লাব্বাইক ধ্বনিতে মুখরিত প্রান্তর।

কত প্রাণের কত আশা,
কত স্বপ্ন
কত ভালবাসা ,
পূর্ণ হবে আজ।
একশত... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

সূর্যাস্তের গল্প।

লিখেছেন কালো যাদুকর, ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৩১



একটি জীবন
ধাপে ধাপে কত ধাঁ ধাঁ
পথের বাঁক পেরিয়ে দুরে যেতে যেতে অনেক দুরে চলে যাওয়া।

তবুও বুঝি হয়না শেষ এপথ-
শেষ বিকেলের মত
নতুন রূপে নিয়ে ফিরে আসে প্রতিদিন ।

পথিক কখনো বিস্মিত,
কখনোবা ক্লান্ত - শ্রান্ত
কালের ভারে।

সবুজ বনানীতে স্বর্নের প্রলেপ,
বন্যতা হাড়িয়ে যায়,
সন্ধ্যার মুগ্ধততায়।

কান্তির ছোপে
পথিকের না হাঁটা পথ
আজানাই রয়ে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

রূপকথার বন্যা

লিখেছেন কালো যাদুকর, ১৮ ই জুন, ২০২২ সকাল ১০:৪৮



ঠিক করে মনে নেই, টেকনিক্যাল নামটি কি । হয় "এল নিনো", অথবা "লা নিনো"। পৃথিবীর একটি অংশে ব্যপক বন্যা হয়ার সম্ভবনা থাকবে, আরেক অংশে খরা হবে, আগামী কয়েক বছর ধরে। এটি আমেরিকান জাতীয় ওয়েদার সেন্টারের পুর্বাভাস (https://www.climate.gov/enso) । আমাদের এখানে এবার অনেক গরম পরেছে। তাপমাত্রা একশর... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

বন

লিখেছেন কালো যাদুকর, ২৭ শে মে, ২০২২ দুপুর ১:১৬



চারদিকে সারিসারি পাইনের মেলা
খয়েরী পাহাড়ের তলে সবুজ শেষবেলা।

বিশালতার মাঝে একটুকরো ডেরা
এ যেন সমুদ্রের মাঝে একটি ভেলা।

ছোট - সে নয় কেবলই ছোট।
সে নয় এটো।

শহরায়ন ক্লান্ত ও নষ্ট
ছোট গাঁ ই ভবিষ্যতে স্পষ্ট।



_____________
পৃথিবী কি আরেকটি বড়যুদ্ধের দিকে যাচ্ছে? ঐযুদ্ধের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬৮৮৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ