অরণ্য রোদন
একখন্ড একলা জলা, পাখির চোখের মত টলমল,
চলে এসো তুমি, শুনতে পাখির কোলাহল,
এই অজানা অরণ্যে, পাইনের বনে,
শেষ আলোতে, বেলা শেষের আধাঁরে,
শহর থেকে দুরে এই আদারে বাদারে।
এখানে গাছের ছায়া ভেসে যায় জলে,
এখানে মনের ছায়া ভেসে উঠে জলে।
এভাবেই ভেসে গিয়ে, কোথায় গিয়েছ চলে?
এসো তবে প্রিয়া, এই নিবিড় বীথি তলে।
প্রানহীন এ বনে,... বাকিটুকু পড়ুন
