শেখ হাসিনার পতন কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন?
মেজর জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া-
এরাই তো স্বাধীনতার পর দেশ চালিয়েছেন। কিন্তু এদের চেয়ে অনেক চিন্তাভাবনায় ও মেধায় উন্নত শেখ হসিনা। শেখ মুজিবকে দেশের জন্য ভালো কিছু... ...বাকিটুকু পড়ুন
বয়সটা তখন কোন তরুণীর প্রেমে পাগল হবার, এই বয়সে কোন রমণীর প্রেমে যে না পরেছে, দৃষ্টি নিবদ্ধ না হয়েছে কারো চোখে, প্রেম নামক অনুভূতির সাথে যার পরিচয় না হয়েছে সে... ...বাকিটুকু পড়ুন
প্রিয় ব্লগার,
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধর্মীয় বিষয় কষ্ট দিলে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার লিখা এড়িয়ে যাবার।
ব্লগে কিছু একটা হবে আর সেটা নিয়ে কোন প্যারা তৈরি হবে না সেটা তো হতেই পারে না । আগের বার যখন মডারেশন প্যানেল নিজেস্ব ভাবে প্রতিযোগিতার বিচারক নির্বাচন করেছিলো সেটা অনেকের পছন্দ হয় নি । আবার এইবার যখন মডারেশন ব্লগারদের মতামতের ভিত্তিতে বিচারক নির্বাচন করতে চাচ্ছে তখন সেখানেও কেউ একমত হতে পারছে না । নানা জনের নানা মত । আমরা বাঙালিরা আর কিছু না পারি এই মতামত দিয়ে দলে দলে বিভক্ত হতে পারি খুব ভাল ভাবে । তবে কোন চিন্তা নেই । এই সমস্যা সমাধানের জন্য আমি নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে বিচারন নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি । এর থেকেই যে... ...বাকিটুকু পড়ুন
আর পাঁচ জনের মতো শৈশবে আমিও পাড়ার বন্ধুদের সাথে মজাদার সব খেলাধুলা করতাম। কিন্তু তারই মধ্যে একটি ঘটনা আজও আমাকে একদিকে সামাজিক অবক্ষয়তার নগ্ন দৃষ্টান্ত স্বরূপ মস্তক অবনত করে দেয়, অপরদিকে কিছু না করতে পারার যন্ত্রণা হতাশায় বিহ্বল করে এক অনিশ্চিয়তার অন্ধকার গহ্বরে ডুবিয় দেয়।
আমাদের বাড়ি থেকে সামান্য দূরে ছিল বিশালাকার একটি তেঁতুল গাছ। বিশালাকার হওয়ায় এর নিচটা ছিল সুবিস্তৃত ছায়াময়। পথচারীদের সঙ্গে আশেপাশের এলাকাবাসীরাও খরতপ্ত রৌদ্রে একদন্ড জিরিয়ে নিতে বাড়ির কাজ ফেলে চলে আসতেন তেঁতুল তলায়।কারো কারো হাতে আবার তালপাতার হাত পাখা দেখতে পেতাম। আর এর উপরে ছিল হাজার রকমের পাখির আস্তানা। তাদের কলকাকলিতে মুখরিত হয়ে থাকতো... ...বাকিটুকু পড়ুন
হামিদ স্যার আমাদের এভাবে পাকড়াও করবেন, আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। প্ল্যানটা আমাদের মধ্যেই ছিল। আমরা চারজনেই হাতে হাত রেখে শপথ নিয়েছি, আমরা একে অন্যের কাছে বিশ্বস্ত। এই ভরদুপুরে কে এই বিশ্বস্ততাকে নির্দয় চোখে খুন করলো তা খুঁজতেই যেন আমরা সন্দেহে চারপাশে তাকালাম। আমাদের চোখে চোখে কথোপকথন হচ্ছে, হামিদ স্যার এদিকে চারজনের ব্যাগই একে একে উপুড় করা শুরু করলেন। কোচিং এ উপস্থিত সবার চোখ তাতেই ছানাবড়া।
আমাদের লিডার দুই ব্যাচ সিনিয়র পিয়াস ভাইয়ের ব্যাগ উপুড় করতেই ম্যাজিকের মতো কার্পেট পাতানো মেঝেতে হাজির হল কোরবানির গরু বাধার শক্ত মোটা দড়ি, টর্চ, দুই হালি পেন্সিল সাইজ ব্যাটারি, একটা মাঝারি সাইজ চাকু।... ...বাকিটুকু পড়ুন