সাবেক ব্লগার চাঁদগাজীকে ব্লগারদের একটা বড় অংশ পছন্দ করেন না। তাকে কেন্দ্র করে ব্লগারদের একটা অংশ নানা সময়ে আলোচনা, রম্য বা ব্যাঙ্গের মাধ্যমে অপমান বা অনেকে তীব্র আক্রমনাত্বক ভাষায় সমালোচনা পোস্ট বা মন্তব্য করেন। ব্লগ টিমের এই নিয়ে তেমন কোন বক্তব্য নেই। যিনি ঢিল ছুড়বেন, তিনি ঢিল খাবেন এটাই নিপাতনে সিদ্ধ। কিন্তু যখনই দুই পক্ষের মধ্যে কেউ সীমা লঙ্গন করেছেন, তখন আমরা ব্যবস্থা গ্রহন করেছি। ফলে সাম্প্রতিক সময়ে ব্লগার চাঁদগাজী নিকটিকে স্থায়ীভাবে ব্যান করা হয়েছে।
সম্প্রতি তিনি অন্য একটি নিকে ব্লগে এসেছেন এবং ব্লগিং করছেন এবং মাঝে মাঝেই তিনি তার স্বভাব সুলভ আচরন অনুসারে ব্লগিং করছেন, আক্রমন করছেন। ইতিমধ্যে এইবার তাঁর বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থাও নেয়া হয়েছে এবং সামনেও নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহন করা হবে। যেদিন ব্লগ টিম মনে করবে, এই নিকটিকে যথেষ্ঠ সুযোগ দেয়া হয়েছে আর নয়, সেদিন স্থায়ীভাবে উক্ত নিকটিকেও বন্ধ করে দেয়া হবে।
কিন্তু এর আগে বিভিন্ন অশ্লীল নামে মাল্টি নিক খুলে, নিজের ব্যক্তি স্বত্তার অন্ধকার রুপটি প্রকাশ করে বা অন্য যে কোন ঘৃণিত পন্থা পন্থা অবলম্বন করে যতই আক্রমন করা হোক, মডারেশন প্যানেল বা মডারেটরকে ব্যক্তিগত আক্রমন করা হোক, পর্ণ এটার্ক হোক আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে মাথা নোয়াবো না। আমরা নতুন নিকে মন্তব্য সুযোগও বন্ধ করব না।
আমরা কোন সুনির্দিষ্ট ব্লগারের পক্ষে লড়ছি না,কোন নির্দিষ্ট ব্লগারের পক্ষেও আমরা কাজ করছি না। তবে আমরা এইভাবে অন্যায়ের শিকার হয়ে কোন ব্লগারকে ব্লগিং সুবিধা থেকে বঞ্চিত করব না।
যিনি কাজটি করছেন, তার মানসিক সুস্থতা কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৭