সাম্রাজ্যবাদ
আমি বাংলাদেশের মতো উন্নয়নশীল বলেই
তুমি গ্রীবা উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে ভেংচে দাও,
যেভাবে অন্যরাজ্যের ওপর শোষণ চালায়
তুমিও তোমার শৈল্পিক সৌন্দর্যর পুঁজিবাদে
আমাকে মোহগ্রস্ত করে শোষণ করে চলেছ।
আমি দারিদ্রসীমার নিচে বাস করি বলেই
তুমি সাম্রাজ্যবাদ হয়ে আমাকে দখল কর,
সাম্রাজ্যবাদের অর্থনৈতিক লক্ষ্যর মতোই
তোমার লক্ষ্য মুগ্ধতা, আর আমি সৌন্দর্যে
মুগ্ধ শোষিত দিনমজুর, কুলি, গার্মেন্টস্ কর্মী
অথবা বড়জোর মধ্যবিত্ত কেরাণীর... বাকিটুকু পড়ুন
