somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

আমার পরিসংখ্যান

নেয়ামুল নাহিদ
quote icon
আমাকে আমি বুঝি কতটুকু!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মায়াডোর

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬



এসো এসো, দ্যাখো – কি স্নিগ্ধ বৃক্ষতল
তটিনী বক্ষে মৃদু বায় জল কলকল,
আশাতে রয়েছে যেন ওগো কতকাল
পেতেছে আসন, বিছায়েছে আঁচল।


একবার মন খোলো, ম্যালো দুটি আঁখি
হাত দুটো দাও তো, হাতে হাত রাখি,
প্রেমেতে প্রেম নেব, নেই কিছু ফাঁকি
নগদে নগদ সব, কিছু নেই বাঁকি।


কাশফুল... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

কেউ যেন হায়

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৯


কেউ যেন হায়, একটু এল – অনেক গেল দূরে
একখানি মুখ, প্রেমের কথায় গাইল সুরে সুরে।
স্নিগ্ধ হাওয়া দমকা হয়ে, ছুটল পিছে পিছে
সাধের প্রেমের এই কি রূপ! সত্যি নাকি মিছে?

হঠাৎ নির্জনতার অন্ধকারে, উঠল কি যে জ্বলে
দৈন্যতার হিসেব সকল ভাসিয়ে নিল ঢলে;
একখানি মুখ, রইনা কাছে – শুধুই... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

অনুশয়ে আত্মা

লিখেছেন নেয়ামুল নাহিদ, ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪


শান্তি হারিয়ে গেছে ঘোরতর অন্ধকারে
ধমনীতে কলঙ্কের উদ্দাম নাচানাচি,
প্রতি মুহূর্তে হৃদপিণ্ড জানান দেয় তীব্র চিৎকারে
স্তম্ভিত পৃথিবীতে আত্মার বিদীর্ণ হাহাকারে,
ঠাঁই নাই, হবে না’ক ব্যর্থ এ অলীক পিঞ্জরে
যা দেখি আকাশ, বাতাস, দুঃসহ মরু চরাচরে।

আমি সাদা পাতায় হিসেব কষি কলঙ্কের
গুণে গুণে স্তুপ করি মিথ্যে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

সন্দেহ

লিখেছেন নেয়ামুল নাহিদ, ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮


নিজেই নিজের হৃদস্পন্দন মেপে দেখি
মাঝে মাঝেই, বুকের বাম পাশটায়
যে দিকে হৃদপিণ্ড, হাত দিয়ে স্পর্শ করি সেখানে
সবই তো ঠিকঠাক, এ’তো স্পন্দন নয় শুধু
যেন বলেও দেয়, টিকে আছি এখনো।
নিপীড়িত হবার শক্তি, অন্তরে বাহিরে
পরাধীন হয়ে, ‘স্বাধীন স্বাধীন’ রব তুলে
মিথ্যে মিথ্যে অভিনয় করে বাঁচবার শক্তি
কি দারুণ!... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

তিনটি লিমেরিক (পর্ব - ৯)

লিখেছেন নেয়ামুল নাহিদ, ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৫৩


ব্যাঙের নানি রাগ করেছে - জল করেছে ঘোলা
হেঁইয়ো বলে নাক ঝেড়েছে, কদিম পাড়ার ভোলা
দুয়ার নেই ঝুলছে তালা
ডুমুর ফুলের মালা
সত্য বটে, এইমাত্র বলে গেলো টিকটিকির খালা।


বুঝি বনবাঁদাড়ে ঘুরতে তোমায় কেউ করে নি মানা?
ঢেউ তোলো যে নদীর জলে, সেও তো আমার জানা
আবার যদি এই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

তুমি এলে না তাই

লিখেছেন নেয়ামুল নাহিদ, ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৭


তুমি তাকাও নি বলে
আমার আকাশে চাঁদ হাসে না বহুদিন।
জ্যোৎস্না ভরা কত পূর্ণিমা রাত
তবু ঘোর কাটে না অন্ধকারের,
বসন্ত, শরতের কোথায় হারিয়ে গেছে
প্রমুদিত, প্রবাহিণী হৃদয় জাগানীয়া হাওয়া।


তুমি আসো নি তাই –
নষ্ট চোখে প্রচ্ছন্ন সব রঙ্গিন আয়োজন
আমার তো সাদাকালো পৃথিবী এখন।

তুমি এলে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

তিনটি লিমেরিক (পর্ব - ৮)

লিখেছেন নেয়ামুল নাহিদ, ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪০


টোটাল তেইশ পদের রান্না করে নানী
আয়েশ করে ছড়িয়ে বসেন পা দুখানি
এক থালা বিরিয়ানি
তাতে দু’চামচ হানি
নাতনীরা দেখে বলে, ভেরি ভেরি ফানি।


তালপুকুরে জলের বদল হাওয়া থাকে ভরা
বর্ষাকালে আগুন গরম, শুকিয়ে নামে খরা।
নদীর ঘাটে
শুকনো মাঠে
ছুঁতে গিয়ে জলের ধাঁরা, পড়ল হাতে কড়া।

৩... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

তোমার চোখদুটো বুকের ভেতর

লিখেছেন নেয়ামুল নাহিদ, ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮


তুমি বলো নি কিছু, জালকে বিস্তৃত আমার আকাশ
সমুদ্র-পতন শব্দে তখন মগ্ন হৃদয়,
পাংশুলা অন্তরে এ কোন মায়া খেলা করে গেলো।
মায়াবী মৃদু জলপ্রবাহে সিক্ত হৃদয়, সিক্ত অনুভূতি
আমার চোখের জমাট অন্ধকারে তখন শুধু দুটি তারা;
তীব্র অন্ধকারে, তীক্ষ্ণ আলোর বিন্দুর মত দুটি চোখ
আমি দেখি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

তিনটি লিমেরিক (পর্ব - ৭)

লিখেছেন নেয়ামুল নাহিদ, ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৭


এক রাজ্যে এক কবি ছিল, একমনে লেখেন বসে কবি-তা
তিনিই লেখেন, তিনিই বোঝেন - কেউ বোঝে না সবি’তা
কাড়ি কাড়ি হাজার পাতা
উল্টে দেখে লেখার খাতা
সবাই বলে, নেইতো কিছু নষ্ট মাথা, লেখেন কবি যা’তা।



কিম্ভূত সুর শোনা যায়, কে বাজায় বীণা
সুর নাকি শোরগোল, মোটে তালহীনা!
লয়হীন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

ব্যাবধান

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২৯ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪৭


প্রাণ গেল এক ইঁদুরের, এক তেলাপোকার, এক তিমি মাছের
প্রাণ গেল এক হনূমানের, এক বাঘের, এক শুকুরের;
প্রাণ গেল এক জ্ঞানীর, প্রাণ গেল এক মূর্খের
প্রাণ হারাল বিত্ত-বৈভব, প্রাণ হারাল দারিদ্র্য
প্রাণ হারাল যোগী, প্রাণ হারাল ইতর
কালগ্রাসের কেন্দ্রপ্রসারিণী শক্তিতে আজ হয়েছে সমতা বিধান।

শৈবাল, ছত্রাক, নানা পরজীবীরা; আগুন, মাটি,... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

তিনটি লিমেরিক (পর্ব - ৬)

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৩


মুখ বেঁকিয়ে দাঁত বেরুলেই যায় না বলা হাসি
খুকখুক খুক করলেই যেমন যায় না বলা কাশি
হাসলে যদি কষ্ট করে
ক্যামনে বলি হাসি তারে
মন থেকে যে আসে হাসি, তারেই ভালোবাসি।


ভূপেন মোদের খারাপ ছেলে মোটেই নয়
যদিও তার ভাগ্যগুণে বছর বছর ফেল হয়
তবুও সে ভালো ছেলে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

আফসোস নেই আমার

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৯:২৩


আফসোস নেই আমার –
সিডনি, ভিয়েনা, নিউইয়র্কে জন্ম হয় নি বলে;
আফসোস নেই আমার –
প্যারিস, ভেনিস কিংবা লন্ডনে জন্ম হয় নি বলে।
আফসোস নেই আমার –
অতি প্রাচুর্যতায় জীবন প্রলেপিত হয় নি বলে,
রোবট আর যন্ত্রে জীবন নিয়ন্ত্রণহীন হয় নি বলে।
আফসোস নেই আমার –
আবেগ সহনাভূতি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

হৃদয়ে বাজে সাইরেন দীর্ঘশ্বাস

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১৫


এখনো চাঁদ দেখি, জ্যোৎস্নায় ভরা কুসুম গরম রাতে
এখনো কথা হয় রাত জাগা একাকী পাখির সাথে,
মনে মনে কত কথা আকুলি-বিকুলি ওঠে করে
ব্যাকুল ত্রস্ত মন পাখিটা ডানা ঝাপটিয়ে মরে।

এখনো মাতি তোমার গন্ধে
এখনো ভুলি তোমার ছন্দে,
যেই দ্বীপ জ্বলেছিল বহুকাল আগে,
সে তো এখনো সঙ্গী... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

তিনটি লিমেরিক (পর্ব - ৫)

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৭



লোকটা দারুণ, নাকটা শুধু বিঘৎ খানিক লম্বা
দাঁড়ায় যখন পা খানি ভাই, বিদ্যুতেরই থোম্বা
দেখে খুকির ভীষণ খুশি
কতই না তার হাসাহাসি
ডাক শুনে তার হাম্বা, খুকি নাম দিয়েছে ভোম্বা।



এসো এসো মোরগ ভাই, এসো মাই ডেয়ার
এসো বসো এইখানে, পাতা আছে চেয়ার
ভয় পাও?
ভুলে যাও -... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

এই রাত্রি

লিখেছেন নেয়ামুল নাহিদ, ২০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪


সেই ভালো, যেদিন নিস্তব্ধ নিশীথ পৃথিবীর বুকে
ভাববো না আর, আছি কি সুখে?
ভাববো না কবে কে বলেছিল – এই নাও আশা;
মিটে দিয়ো দাম, দিয়ে ভালোবাসা।

আঁধারের সাথে এক হয়ে মিশে
ভাববো না, রয়ে গেলো জীবনে কি অধরা?
থাকবে না বারবার মরে গিয়ে, ফিরে এসে –
আবার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৪৮০৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ