somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সাদা পাতা !

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মেঘের নিমন্ত্রণ

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:২১


বৃষ্টি পড়ছে,
মেঘ যেন ডেকে বলছে আমায়
আয়, ছুটে আয়
পেরিয়ে মাঠ-ঘাট, প্রান্তর
আয়, আকাশ মিশেছে যে সীমানায় ।

হায়, নিয়ম এর শিকল পড়া আমার পায়
আমি যেতে নাহি পাড়ি,
তাই বসে আছি দোরে, তাকিয়ে দূর প্রান্তরে
ভাবছি, মেঘ যেন করেছে আমার সাথে আড়ি,
কিন্তু মেঘ যেন আবার ডেকে বলেছে আমায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!

রূপকথা

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:১৯




( তুমি বসে আছ একা, দেখে আমি )

তোমার পাশে এসে বসে
আমি বলছি তোমায় হেসে,
আমি তোমায় ভালবাসি ।

তুমি বললে হেসে,
" আহ! রাখ তোমার মজা । "
তার পর, হেসেই উড়িয়ে দিলে ।

কিই বা হত ক্ষতি
আমায় একটু ভালবেসে নিলে ।

আমি এবার মুখটা একটু করে ভারি
বললাম,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

পালায়ন

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:১৭



আকাশে শুনা যায়
গুরু-গুরু মেঘের গর্জন,
দ্বার হতে দেখা যায়
ফোঁটায়-ফোঁটায় বৃষ্টির বর্ষণ ।

মোর হৃদয় ডাকিয়া যায়
চাহিয়া তোমার-ও দর্শন,
বারে-বারে হৃদয় মোর ছুটিয়া যায়
জানি না কি বলে করিতেছ তাহারে আকর্ষণ ।

দেখা দাও, দেখা দাও
মোরে বেদনা দিয়া, যদি আনন্দই পাও
তবে একেলা ঘরে কেন কর রোদন ।

সব... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

শেষ বেলায়

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:১৪



মোর দ্বার গুল সব রইল খোলা
ওগো, তোমার হয়নি-কো বেলা,
দ্বারের পাশে, বসে আছি আমি একা
যদি, এই বেলাতে দাও গো দেখা,
মোর নয়ন জুড়ায়,
মোর পরাণে লাগে গো দোলা,
তোমার ছোঁয়ায়,
মোর ইচ্ছা গুল সব, করে কলরব
লুটাইয়া পড়ে তোমার ও চরণ তলায় ।

হে দেখা দাও, দাও হে দেখা
তোমায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

ভালবাসার দিনলিপি

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:১২



আমার বন্ধু রুদ্র, ছোট বেলা থেকেই না কি কথা বলতে পারে না। হলে এসেই অর সাথে পরিচয়। কয়েক দিন দিন ধরেই দেখছি ও একটা মেয়ের ছবি আঁকছে। জিজ্ঞাস করতে বলল ওর মোনালিসা । তাই ভাবলাম অর ডাইরি টা একবার পরেই দেখি, ও ঘরে নাই। আর আ পড়লাম তাতো কোন প্রেম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

ডুব

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৯

দশ বছর পর আজ মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে শুবল । আজ সে মুক্ত, সত্যই মুক্ত। কোন পাপও নেই, কোন পিছুটানও নেই। অবশ্য পাপ তার কোন কালেই ছিল না।

বের তো হোল জেল থেকে, কিন্তু কোথায় যাবে। তার তো আপন বলে কেউ নেই। এই দুনিয়ার এত মানুষের মাঝে তার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

খোকা

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৯

এবার রোজা একটু বড় দিনেই হচ্ছে। তবে আমি যার কথা বলছি সে এই দীর্ঘ দিনে রোজা রাখার জন্য ক্লান্ত নয়। বয়স সত্তর ছুঁই ছুঁই করলেও কেউ দেখলে মনে করবে ষাট বছর হয়েছে কি হয় নি। উপর থেকে যতই শক্ত দেখাক ভিতরটা ক্লান্তি আর দুর্বলতায় ভরে আছে। তবে সেই ক্লান্তি যতটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

যাত্রা

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৮

অমল সরকার, শহরের বড় ডাক্তার। মাঝ বয়সী, দুই সন্তানের জনক। তবে দেখে তত টা বয়সী মনে হয় না। চুল গুল কিছুটা লম্বা, ঘন কাল, দাড়ি নেই। অর্থের কোন অভাব নেই, সংসারে তেমন কন ঝগড়া নেই তবুও মনে সুখ নেই। যদিও চলায় তা দৃশ্যমান নয় কিন্তু চোখে তা স্পষ্ট। এত কিছু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

নিষিদ্ধ

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৭

সমাজ ছাড়ি বহুদূরে আমার বাস,
আমার ঘরের বায়ুতে মিশানো
সমাজ পতিদের শ্বাস,
রাত বদলায়
হাত বদলায়
সুখ বদলায়,
দুখ থাকে বার মাস।

রাতের আধারে
ঘৃণার আলিজ্ঞনে
থাকেনা ভালবাসা,
থাকে কেবল হাজার না বলা কথা
আর দীর্ঘশ্বাস।

আমি ঘৃণিত
আমি নির্বাসিত,
তবুও সমাজ পতিদের সাথে আমার নিত্য সহবাস। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

জটিলের পূজারী

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৭


মানুষ জটিলের পূজারী,
সত্য, সহজ-সরল
মানুষের কাছে তা আবাল-তাবোল, গরল ।

যে কবি সত্য জীবনের গান গায়
সে মানুষের কাছে ধন্যই-ধন্যই না পায়,
দেশের মণি দেশে না বিকায়
পরদেশে সে থাকে মহারাজার গলায় ।

সত্য শেষে দিনের আলো ছেড়ে হয় নিশাচরী
জটিলের নামে সকলে হয় মিথ্যার পূজারি । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

মা(২)

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ১১ ই মে, ২০১৭ রাত ৮:২৭

মা,
তোমার কাছে দুঃখ রইল জমা,
দুঃখের দামে সুখ গুল সব, তোমার থেকেই কেনা
যতই করেছি অপরাধ, ততই করেছ ক্ষমা ।
তোমার হাত ধরেই এসেছি এতটা দুর,
তোমার চোখে দেখা স্বপ্ন
তোমাকে নিয়েই স্বপ্নের জাল বোনা,
স্বপ্ন আমার, একদিন
তোমার থেকে নেব আমার জমান সব দুঃখ,
আনব তোমার জন্য আকাশ ভরা সুখ । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

শহর তলির বৃষ্টি

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

এখানে বৃষ্টি হলে
আসে না মাটির সুবাস,
আসে নরদমার পচা গন্ধ।
এখানে বৃষ্টি নয় স্নিগ্ধ
এখানে বৃষ্টি নয় আনন্দের অবকাশ,
বরং সারাদিনের উপবাস
এখানে বৃষ্টি মানে খুদার জালায় দগ্ধ ।
এখানে বৃষ্টি মানে চালাঘর দিয়ে পানি পড়া
এখানে বৃষ্টি মানে কোন রোগের মহামারি,
এখানে বৃষ্টি মানে কাজ নাই
ঋণের দায়ে যাবে ঘর-বাড়ি ।

এটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

পাপী

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

যত পাপ করেছি আমি
সেই পাপে হয়েছি পাপী,
দিয়েছ সাজা হে অন্তর্যামী।

আমার সাথে করা অন্যায়
সেকি পাপ নয়,
তবে কেন সে হল না পাপী,
কেন তার হল না সাজা হে অন্তর্যামী,
তবে কি তারে সাজা দিব আমি
নাকি আবার সেই পাপেও হব পাপী।

আমার হল না ক্ষমা,
তবে তার কেন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

শূন্য সময়

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৩

শূন্য থেকে শুরু হয়ে,
আবার হঠাৎ করে
শূন্যেই গেছে সব মিশে,
ভালবাসা গেছে ক্ষয়ে
সময় এর যাঁতাকলে পিষে ।

হে সময়
এই শূন্যতা সহ্য করার নয়,
মোর ভালবাসা দাও ফিরিয়ে
হোক তা সত্য কিংবা অভিনয়,
লও তোমার এই স্মৃতি
যা কেবলই দুঃখের কথা কয়
ফিরিয়ে দাও আমায় সব যা হারিয়ে গেছে ।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

কালো হাত

লিখেছেন পাবেল মাহমুদ সিজান, ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৬

গভীর আধার রাত
করিতে ধ্বংস, আজ
উদ্যত কিছু কালো হাত ।

হে সত্য, জাগ্রত হও
এখনি সময় প্রতিবাদের কথা কও,
হে সত্য, আজ
আন রাঙ্গা প্রভাত,
অবনমিত কর,
উঠিত হয়েছে যত কালো হাত । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৩৫৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ