শহরের জানালায়
শহরের জানালায় বসে, ধোঁয়ার মতো নিঃশ্বাস ছাড়ি—
পেছনের ব্যস্ত রাস্তায় হারিয়ে যায় আমাদের কাহিনি।
তুমি ছিলে যেমন এক বসন্ত-ভোর,
আমি ছিলাম ধুলোমাখা ছাদে দাঁড়িয়ে থাকা বৃষ্টি-পিপাসু চড়ুই।
তোমার চোখে ছিল কুয়াশার মতো নরম ইশারা,
আর আমার মনে জমেছিল শত চাওয়ার শীতল পাহাড়।
বলে উঠিনি তখন,
শুধু মুঠোফোনে ভেসে যেত কিছু না লেখা বার্তা,
ভেতরে জ্বলত পরিপূর্ণ কিছু... বাকিটুকু পড়ুন
