somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

আমার পরিসংখ্যান

সেজুতি_শিপু
quote icon
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

চলমান

লিখেছেন সেজুতি_শিপু, ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১



দিগঞ্চলে একজোড়া চোখ থমকে ছিলো যেন-
ছুটছি তখন বড্ড জোরে, কে-ই-বা দেখছিলো,
ভেবেছিলাম এক ছুটেতেই অনেকদূরের পথ-
পেরিয়ে গেলে হারিয়ে যাবে থমকে থাকা চোখ।
বুকের মধ্যে উতল হাওয়ায় প্রবল ছিলো ঝড়
কে শুনছিলো সে দুর্যোগে পাথার ভাঙা স্বর?
একলা পাহাড় অপেক্ষাতে দাঁড়িয়ে ছিল ঠায়
পাহাড় চুড়ার স্বপ্নে ডিঙি উল্টো ভেসে যায়।
... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

সময়

লিখেছেন সেজুতি_শিপু, ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬

ছবি- ইন্টারনেট থেকে নেওয়া

এইসব ছক, ছকবাধা পথ,
ছকের রেখায় চলতে চলতে
ফুরিয়ে যাচ্ছে অরূপ জীবন-
কেমন যেন বিভ্রান্তিময়।
বিভ্রান্তিময় ভিতর বাহির,
নিপুণ গৃহ, অন্দর সাজ,
সন্ধ্যাবেলার বাতি ঘিরে
দিকভ্রান্ত যেন পতঙ্গ দল।

যেমন ইচ্ছে ভাসিয়ে নিচ্ছে
বিক্ষুব্ধ সময়
যেমন ভাসায় ঘূর্ণিপাকে
বন্যার জল-
দিনগুলি সব রাতের মত ,
হাতড়ে ফিরছি পথের রেখা
রাতের পিঠে রাতই জুড়ছে ,
অনন্ত দূর প্রার্থীত কাল?
---------------

বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

দুর্ভিক্ষের রুচি, রুচির দুর্ভিক্ষ

লিখেছেন সেজুতি_শিপু, ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১০:১০



রুচির দৈন্য, রুচির দুর্ভিক্ষ , হিরো আলম এখন জাতীয় ইস্যু। বিদগ্ধজন, প্রিয় ব্যক্তিত্ব মামুনুর রশীদ জাতীয় চরিত্রের একটি দিকের স্বরূপ উদ্ঘাটন করেছেন মাত্র।
তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। সমালোচনা, ট্রল, শ্লেষ, হুমকি- কী নয়? চলারই কথা॥

হঠাৎ করে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে দৈন্য।
কিন্তু এ দায় কার? তেলে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৮৬ বার পঠিত     like!

কবিতার মহড়া ।

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৩৮

( ছবি: নিজের তোলা ,নিজ বাগানের ফুল)

আমরা কি আজ নিতান্তই অতীতমুখী শব?
শুনছি না কি নতুন দিনের উদ্ভিন্ন কলরব?
এখনও তো চলেছি বেশ হাতের পরে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

সে আসে

লিখেছেন সেজুতি_শিপু, ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩২



তবুতো সে এসেছিল, কীই বা করার ছিল বল,
যদি সে খুঁজে নিত না আসার ছল?
ছল তো সবাই খোঁজে আজ।
বাঁধভেঙে জনপদে ঢুকে পড়া স্রোতের মতন
প্রবল আবেগ সেও বিমুখ কোন প্রান্তরে
স্তিমিত স্থবির হারায় না কি পথ?
তারপর ভিন্ন কোন স্রোত এলে
আবার ভাসায় নাকি পাহাড়ের ডিঙী?
ঘুমন্ত পুস্প বুকে জেগে থাকে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

নারী

লিখেছেন সেজুতি_শিপু, ০৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৭


সে নারী, আধখানা চোখে দেখ,
বলো আধেক মানুষ তাকে-
সেও তো নিয়েছে প্রতিরোধহীন মেনে।
দুর্বল ,অবোধ, অবলা , স্বর্নলতা
জীবনের বাঁকে তার জন্যে
ওঁত পেতে থাকে অনন্ত অবহেলা,
তবুও অন্তরাত্মা জানে
শিকল-বরন-বশ্যতা মানা
শান্ত-স্নিগ্ধ-ছলনাময়ী নারী,
অমিত শক্তির-ঘুমন্ত আগ্নেয়গিরি,
আঁচলের তলে নিপুন যাদুতে ঢেকে-
পোষমানা সিংহী নুপুরের তালে হাঁটে।
———-//———
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

ছবির ফুল - ফুলের ছবি

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

আমার যত্নে ফুটে ওঠে তারা
যেমন ফোটে গভীর আঁধারে
নীলিমার বুকে মিটমিট করা তারা

১/চাঁদের দেশের পথভোলা ফুল চন্দ্রমল্লিকা



২।লিলি



৩। এডেনিয়াম-মরূগোলাপ



৪/ স্থলপদ্ম



৫। অফিসে যাবার জন্যে তৈরি হতে হতে হঠাত চোখ পড়ল ফুলটির দিকে , অন্য টবের আড়ালে, ভাবলাম কোনো ঝরে পড়া ফুল, কিন্তু কী ফুল ঝরল এখানে? ও... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৬১ বার পঠিত     like!

সাপ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬


যখন তখন সাপটাকে দেখি আমি
এখানে সেখানে ঘুরছে, বেয়ে উঠছে
লিকলিকে জিভটাকে নাড়াচ্ছে।
আমি দেখি, সবসময় গ্রাহ্য করিনা
অনেকসময় হয়তো কেবল তাকিয়েই
দৃষ্টিটাকে সরিয়ে ফেলি অন্যদিকে
কেননা ওকে আমি দেখতে চাইনা।
ওকে আমি দেখতে চাইনা বলেই কিনা
সে আমার চারপাশে হিসহিস শব্দে ঘুরে বেড়ায়
আমি হয়তো উজ্জ্বল চোখে তাকিয়েছি ওদিকে
হঠাৎ সাপটির কারুকাজ উজ্জ্বল হয়ে ওঠে!
আমি হয়তো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

জাগ্রত বসন্ত

লিখেছেন সেজুতি_শিপু, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০১


প্ররোচক বাতাস আবার নাচছে দেখ-
একটুকরো অরূপ আলো
শিমুলের লালে এসে থমকে দাঁডিয়েছে ঠায়
তার সংবৃত আভা চুইয়ে নামছে ,
ডুমুরের মত ফুল ফোটাচ্ছে অন্তরালে।

বাতাবি ঘ্রাণের পরাক্রান্ত মাদক
ছড়িয়ে পড়ছে স্বেচ্ছাচারী হাওয়ায়-
ক্ষীণ স্রোত আমাদেরও ভাসাচ্ছে নীরবে।
অলৌকিক চোরা সেতু পার হয়ে
আমরা যেন পৌঁছাতে চাইছি
এ-ওর বুভুক্ষু নদী পাড়ে ।

কিমিতি সন্ধানে বহু যুগ কেটে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

অন্বিষ্ট

লিখেছেন সেজুতি_শিপু, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৯


ডানাতে এখনও স্বপ্ন পোড়া গন্ধ -
ছুটতে হবে আরও বহুদূর-
কী চাও? কী চেয়েছিলে?
আকাশের নীল মাথায় করে
একছুটে দেবে সবুজের পথ পাড়ি ?
পাওনি? ঘন দাঁতাল অন্ধকার ?
তবুও তোমার আকাশ আমাকে টানে,
হে উদাত্ত ঈশ্বর-
বড় অসংগত সৃষ্টি তোমার,
বুকের মধ্যে গুগলের ক্ষিদে ধুঁকছে-
এদিকে অন্ধকার অষ্টেপৃষ্ঠে
অলাতচক্রে ক্রুরতম ঘিরে ধরছে।
এরপর কোন অত্যাসন্ন
অবসন্নতা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

অসনাক্ত

লিখেছেন সেজুতি_শিপু, ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

আমি অনেক কথা বলে দেখেছি তাদের সাথে,
এমনকি দূর্গম পথ নিমেষে পাড়ি দেবার
গোপন সূত্র আমি তুলে দিতে চেয়েছি হাতে
কিন্তু কেউ সেসবে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি
বরং উল্টোদিকে এমনভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে-
যেন অন্য কোনকিছুই ভাবার নেই তাদের
একমাত্র তোমাকে ছাড়া ,
তুমি, তোমার স্পর্শসুধা, তোমার চোখের ভাষা,
রংধনুর মত মহার্ঘ্য তোমার হাসিমুখ।
তুমি ঘাড় ঘুরিয়ে যখন তাকাও ওদিকে,
হাতের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

রাজার জন্যে জীবন

লিখেছেন সেজুতি_শিপু, ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৫



সহজ তো নয় কোনকিছুই ,
জানতে তুমি - জানি আমি
চেষ্টা তবু সহজ পথে চলার
ঘাস- অরন্যে , ইট- পাথরে
পথের রেখা খুঁজে নিয়ে
পায়ের তালে পা মিলিয়ে যাবার।
ছকের মধ্যে পুরোটাই-
রাজার চালে রাজ্যজুড়ে যেদিক যেতে চাই-
এক পা কেবল এদিক ওদিক ফেলা-
মন্ত্রী হলে ছকের মধ্যে স্বাধীনতা মেলা ।
গজের মত , ঘোড়ার মত... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

আকাঙ্খা

লিখেছেন সেজুতি_শিপু, ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

কিছু কথা বাকী রয়ে যাবে তবু
কিছু সুর পূর্ন হবার আগে মিলিয়ে যাবে
অনন্ত মন্দ্রধ্বনির গহ্বরে -
পাখনার মাদল বাজিয়ে তবু কালো ভ্রমর
ঘুরতেই থাকবে ভ্রান্ত পুস্পকে ঘিরে
কী চেয়েছিল , কী চাওয়ার ছিল,
কিংবা কী পাওয়া হোল না -ভাববে না একেবারে।
আমরা এভাবেই বসে রইব পাশাপাশি
কিছু শব্দ উচ্চারিত হবে অথবা হবেনা
আমরা বসে রইব... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

একলা ভেসে যায়

লিখেছেন সেজুতি_শিপু, ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৯


কখনও কেউ তুমুল ভীড়ে
একলা হয়ে যায়।
উথাল পাতাল ঢেউয়ে ভাসা
একরত্তি জলের ফোঁটা -
ঢেউ মিছিলে সবার সংগে-
একলা ভেসে রয়।

গায়ের সাথে গা লেগে যায়-
এমনতর দেয়াল বিহীন বাঁচা
অষ্টেপৃষ্ঠে দমবন্ধ,একরত্তি খাঁচা।

তবু যেন স্পর্শবিহীন খা- খা
জনারণ্যে শূন্য এবং একা
মধ্যরাতে অশরীরি-নুজ্ব্য আকাশ
দরজা খুলে দাঁড়িয়ে থাকে ঠায়।
ঢেউয়ের মধ্যে একফোঁটা জল
একলা ভেসে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

অন্তর্গত ধ্বনিসমূহ

লিখেছেন সেজুতি_শিপু, ১২ ই মে, ২০২২ রাত ৯:২৬


অনেকেই আমাকে ডেকেছিল-হেঁটে আসা
পথে , অনেকটা পথই তো পেরিয়ে এলাম-
সমুখের পথটুকুও হ্রস্ব না দীর্ঘ, উত্তাল না শান্ত,
উৎসবমুখর না বিষাদময় , কত কত আহবান
ওঁত পেতে আছে সবই তো রহস্যময়-
ক্রম প্রকাশের অপেক্ষায় অস্থির যদিও।

অনেকেই তো আমাকে ডেকেছিল ভালোবেসে-
কচি ধানের ডগায় ঢেউ তুলে ডেকেছিল হাওয়া-
আমিও ছুটতে চেয়েছিলাম ভারহীন উদ্দাম।... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮০৯৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ