নেপোলিয়ন, নস্ট্রাডামুস, জুলভার্ন, জিদান, ভল্টেয়ারের দেশ ফ্রান্স এ কি করছে!!!
.
ফ্রান্সের ইতিহাস রাজনৈতিক হানাহানিতে ভরা। তাদের রাজারা জনগণের উপরে খুব অত্যাচার করতো...অসভ্য একটি দেশ ছিলো এক সময়ে। সেই দেশ উগ্রতা ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীময়.....এখন আবার ছড়িয়ে দিচ্ছে। সালাহউদ্দীন আইউবী'র সময়ে ইংল্যান্ডের রাজা সিংহ-হৃদয় রিচার্ড যখন শান্তি চুক্তি করছিলেন, তখন ফ্রান্সের তখনকার রাজা বাধ সেজেছিলেন।
.
তবে, থ্রি মাস্কেটিয়ার্সের ডিয়ারতানা, এথোস, পোর্থোস আর আরামিসের মতো মানুষের জন্ম এই ফ্রান্সেই। এছাড়াও, বড় বড় সাহিত্যিকদের জন্মও এই ফ্রান্সেই। রুশোর মতো চিন্তাবীদরা সেই দেশের ভূমি আবাদ করেছেন।
.
আমি জানি, এই ফ্রান্স থেকেই এইসব মহান মানুষদের বর্তমান প্রেসিডেন্টের পাগলামীর প্রতিবাদ আসবে। তার প্রতিক্ষাতেই আছি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৬