একদিন কল্পনায়
একদিন কল্পনায় আমি হেঁটেছি কত দূর তার সাথে,
ছুঁয়েছি চুড়ির রেশ হয়ে তারই হাত সারাটি পথ ধরে।
হঠাৎ হাওয়ার মতো আমিও দুলে দিয়েছি এক গোছা চুল তার,
নীল আচলে আমি দিয়েছি তারে বসন্তে ঝরা কত ফুল।
অপলক আমিই দেখেছি তারে চোখের খুব কাছে,
একদিন কেবলই কল্পনায় আমি পেয়েছি তারে ভালোবেসে।।
.
০৫/০৩/২০২১
ছবিঃ গুগল থেকে বাকিটুকু পড়ুন
