ব্লগার জটিল ভাই, ঢাবিয়ান, ভুয়া, শেরজা, নীল আকাশ, সোনালী কাবিন, জুল ভার্ণ, প্রমুখ কোন ব্লগারকে নিয়ে ব্লগে পোষ্ট দিল ইহা ভালো সংবাদ নয়; এঁরা আপনার জন্য শুভ-কামনা করে পোষ্ট কখনো দেবেন না; এঁদের পোষ্ট মানে অপ্রয়োজনীয় বিষয়ে ভুল ধারণার প্রচার।
এঁরা আপনার বর্ষপুর্তি উপলক্ষেও যদি অভিনন্দন জানিয়েও পোষ্ট দেয়, উহাও আসলে কাম্য নয়; কারণ, এদের লেখা আসলে দুর্বল। সম্প্রতি, জটিল ভাই ব্লগার শায়মার জন্মদিন নিয়ে এক জঘন্য পোষ্ট দিয়েছিলেন; পোষ্টে উনি ব্লগার শায়মাকে "নানী শ্বাশুড়ি" সম্বোধন করে বস্তিমার্কা ময়লা ও অস্বাস্হ্যকর হুইমার করছিলো; শুনলে গা শিরশির করে। কেহই মন্তব্য করেননি।
ঢাবিয়ান সাহেব উনার মধুর ক্যান্টিনের দক্ষতার ভিত্তিতে আমাকে নিয়ে গতকালও ১টা পোষ্ট দিয়েছিলেন; দেশের এই অবস্হায় উনি আমাকে দেশ-বিরোধী হিসেবে উল্লেখ করেছিলেন, ইহা ভয়ানক ব্যাপার ছিলো। এডমিন সাহেবকে ধন্যবাদ, উনি গার্বেজটাকে ফেলে দিয়েছেন।
ব্লগে যদি আমাকে বা আপনাকে নিয়ে পোষ্ট আসে, সেই পোষ্ট মন্তব্য করার সুযোগ থাকা অবশ্যই দরকার; কি বলেন?
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮