বড় একটা শুরু ছিলো ১৯৭১ সালে: ৩০ লাখ শহীদ ( ১ জনের পরিবারও কিছু পায়নি ), ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধা। কেহ কিন্তু সেই বাংলাদেশের জন্য আমাকে "অভিনন্দন" বলেননি। কারণ, দেশ একা এনেছিলেন শেখ সাহেব।
৫৩ বছর পর নাকি আবার নতুন করে শুরু হচ্ছে? কমপক্ষে ব্লগের এডমিন থেকে "নতুন" বাংলাদেশের অভিনন্দন পেয়েছি; ৯০০ জনের কাছাকাছি শহীদ, নতুন মুক্তিযোদ্ধা কতজন? এবারের শহিদদের পরিবারেরা কিছুটা ক্ষতিপুরণ পাবেন; কথা দিয়েছেন ড: ইউনুস সাহেব।
১৯৭১ সালের কোন মুক্তিযোদ্ধা কি ২০২৪ সালেও মুক্তিযুদ্ধ করেছেন? ব্লগের ১ জনের লেখা দেখে মনে হচ্ছে, এই বিরল সন্মানের ভাগী হয়েছেন ১৯ কোটীর মাঝে কমপক্ষে ১ জন!
৫ই আগষ্টের পর, কয়েকদিন অনেক চীৎকার শুনছিলাম: "নতুন বাংলাদেশ", "নতুন স্বাধীনতা"; সেপ্টেম্বরের মাঝামাঝি এসে অনেকের গলার স্বর ছোট হয়ে গেছে। ১৯৭১ ও ১৯৭২ সালের মতো উৎসব উৎসব ভাব দেেখা যাচ্ছে না। নতুন মুক্তিযোদ্ধারা তাদের বিজয় নিয়ে একেবারেই চুপ; শুধু ফেইসবুক ও ব্লগ বেশ গরম; কোন জেবারেলের নাম শুনছি না, কোন মান্ডারের নাম শুনছি না, কেহ ক্রেডিট নিতে চাচ্ছেন না কেন?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৯