"শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানসল্যান্ডে ঘোরাফিরা করেছে; আশা করছে, যদি কোন বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশ সীমান্ত প্রবেশ করার ব্যবস্হা করে;" ইহা ছিলো ১ জন "নতুন মুক্তিযোদ্ধা" ব্লগারের হিউমার।
খুবই লজ্জার বিষয় যে, ৫ বারের প্রধানমন্ত্রীকে এভাবে পালাতে হয়েছে; মগজ না'থাকলে অপমানিত হতে হয়। শেখ হাসিনা ভারত থেকে এসেছিলো, আবার ভারতেই চলে গেছে! ভারত শেখ হাসিনাকে থাকতে দেয়ায় আপনি কি খুব রেগে গেছেন ভারতের উপর?
আসলে, মোদীর সরকার ও ভারতের বর্তমান জেনারেশনের ভারতীয় কুটনীতিবিদরাও শেখ হাসিনার ভারতে যাওয়াটাকে পছন্দ করছে না; কারণ, তারা জানে যে, বর্তমান বাংগালীদের ৯৯% ভারত-বিরোধী, ইহার উপর আবার শেখ হাসিনা ভারতের ঘাঁড়ে।
ভারতের একাংশ শেখ হাসিনাকে পছন্দ করে; তবে, তারা এখন দুর্বল অংশ, কংগ্রেস। শেখ হত্যার পর, ইন্দিরা বুঝতে পেরেছিলেন যে, শেখ হাসিনার পক্ষে কেহ নেই, তাকে রক্ষা করার দরকার আছে ও বাংলাদেশের মিলিটারীকে পাকী প্রভাব থেকে মুক্ত করার দরকার আছে; সেজন্য তিনি শেখ হাসিনাকে ৫ বছর লালন পলান করে, সামান্য কিছু কৌশল শিখায়ে নেকড়ের গুহায় পাঠায়েছিলেন।
ইন্দিরা বেঁছে থাকলে, শেখ হাসিনার বেকুবীগুলো তিনি বুঝতে পারতেন ও সংশোধনে সাহায্য করতেন; ইন্দিরা ভালো রাজনীতিবিদ ছিলেন শেখ হাসিনার বিপক্ষে মামলা হয়েছে, উনার উচিত হবে, এসে মামলা হ্যান্ডলিং করা। এতে ভারতের উপর অনেক বাংগালীর রাগটা কমে আসবে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭