আমি বলেছিলাম যে, এরা ভয়ংকর, এরা জাতিকে ধ্বংস করে দেবে।
ড: ইউনুসের সরকারকে, বিশেষ করে ড: ইউনুসকে এখন খুবই দরকার; উনাকে টিকিয়ে রাখতে হলে, কোমলমতিদের থামাতে হবে; কিভাবে ইহা সম্ভব, সেটা ড: ইউনুসকেই ভেবে বের করতে হবে। খুবই কৌশলের সাথে ২/১ জন করে এদেরকে ফোকাস থেকে সরায়ে অন্য কাজে নিয়োজিত করতে হবে; এরা নিজ অজ্ঞতায় নিজেরাই ঝরে পড়বে; এগুলো দেশের জন্য ভয়ানক লোকজন।
গত দেড়মাস আমি সেমিব্যানে আছি; উপরের ছবিতে আমার ব্লগিং ষ্টা্াটাস দেখুন; বলা হচ্ছে, আমি "সেফ (সেইফ )" মানে আমার লেখা সামনের পাতয় যাবে, আমি কমেন্ট করতে পারবো। কিন্তু আমাকে সেমিব্যানে রেখেছে সামুটিম, কমেন্ট করতে পারি না, লেখা সামনের পাতায় যায় না; এগুলো কি সঠিক কাজ?
সোস্যাল মিডিয়াকে সন্মান করেন। "নতুন" বাংলাদেশ হলো, আমাদের জন্য "নতুন" সামুটিম নেই?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩১