শ্রীমঙ্গল কচড়া - ১
১১ ফেব্রুয়ারী, ২০২২,
রাত ১১ঃ০০ টা।
দূর থেকে ভেসে আসা বাঁশীর সুরে কেমন যেন মোহাবিষ্ট লাগছে। কি যেন একটা চেনা সুর বাজছে লোকটার বাঁশী তে। কিন্তু কিছুতেই ধরতে পারছি না। অথচ এই মূহুর্তে ওই বাঁশীর সুর ছাড়া আর কিছুই যেন নেই। চেনা, অথচ ধরতে না পারা সুরটা ভেসে যাচ্ছে দূর থেকে বহুদূরে।... বাকিটুকু পড়ুন
